টলিউড (Tollywood) -র মিষ্টি অভিনেত্রী হলেন দেবশ্রী রায় (Debasree Roy)। ইন্ডাস্ট্রির এক সময়কার জনপ্রিয় নায়িকা এখন আর বড়পর্দায় অভিনয় না করলেও খ্যাতিতে এতটুকুও ভাঁটা পড়েনি তার। দীর্ঘদিন পর অভিনয়ে ফিরলেও জনপ্রিয়তা একই রকম রয়েছে তার। শেষবার ছোটপর্দায় ‘সর্বজয়া’ সিরিয়ালে দেখা গিয়েছিল তাকে। আর এবার অভিনেত্রী পা রাখতে চলেছেন ওয়েব সিরিজে।
খুব পছন্দের বিষয় কেমিস্ট্রি বা রসায়ন। সেই বিষয়কেই যদি রান্নার মাধ্যমে শেখানো যায় তাহলে? মধ্যবয়সী এক ব্লগারের গল্প বলবে সৌরভ চক্রবর্তীর (Sourav Chakraborty)-র আগামী ওয়েব সিরিজ ‘কেমিস্ট্রি মাসি’ (Chemistry Masi)। আর এই সিরিজের সবচেয়ে বড় চমক এই সিরিজের কাস্টিং। সৌরভের এই সিরিজের হাত ধরে ওয়েব দুনিয়ায় পা রাখছেন অভিনেত্রী দেবশ্রী রায় (Debasree Roy)।
‘পাগল ঠাকুর’ নামের এক ছবি দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন দেবশ্রী। তারপর তরুণ মজুমদারের পরিচালিত ‘কুহেলি’ ছবি এনে দেয় জনপ্রিয়তা।এরপর চিরঞ্জিত, প্রসেনজিৎ এর সঙ্গেএকের পর এক হিট ছবি দিতে থাকেন দেবশ্রী। এমনকি তিনি তার অসাধারণ অভিন়য় এর জন্য জাতীয় পুরস্কারও পেয়েছেন।ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ১৯৯৪ সালের বাংলা সিনেমা ‘উনিশে এপ্রিল’-এর জন্য তিনি এই পুরস্কার পান।
তারপর তিনি রাজনীতিতে যোগ দেওয়ার পরে এমনিতেই কাজ কমিয়ে দিয়েছিলেন দেবশ্রী। এরপরে রাজনীতির থেকে দূরে সরে এলেও খুব বেছে কাজ করেন তিনি। এক বছর আগে ছোটপর্দাতেও কামব্যাক করেছিলেন দেবশ্রী। তার ধারাবাহিক ‘সর্বজয়া’ প্রশংসিত হয়েছিল। তবে খুব দীর্ঘদিন চলেনি। এবার ওয়েব সিরিজে বেশ চ্যালেঞ্জিং চরিত্রে দেখা যাবে দেবশ্রীকে।
আরও পড়ুন : দেবশ্রীকে ডিভোর্স দিয়ে পস্তাচ্ছেন আজও! কেন ভেঙেছিল প্রসেনজিৎ-দেবশ্রীর বিয়ে?
আরও পড়ুন : শাড়ি-ব্লাউজ খুলে নেটপাড়ায় আগুন ধরালেন রচনা ব্যানার্জি, হটনেসে কাবু নেটপাড়া
এই নতুন ওয়েব সিরিজের নাম কেমিস্ট্রি মাসি’। আর এই সিরিজটিতে মূখ্য ভূমিকায় দেখা যাবে দেবশ্রী। এছাড়াও এই ওয়েব সিরিজে দেখা যেতে পারে চিরঞ্জিতকে। মধ্যবয়সী এক ইউটিউব ভ্লগারের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে। ইতিমধ্যেই অভিনেত্রীর লুক টেস্ট হয়ে গিয়েছে। খুব তাড়াতাড়ি শুরু হবে ছবির শ্যুটিং। কলকাতাতেই হবে এই ওয়েব সিরিজের শ্যুটিং।