চূড়ান্ত অপমানিত হয়েছেন, ঘটেছে চরম অন্যায়! মিঠুনকে নিয়ে বিস্ফোরক দেবশ্রী রায়

সম্প্রতি এই বাংলায় ২৮ তম কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়ে গিয়েছে। সেখানে বাংলা টেলিভিশন থেকে শুরু করে টলিউড (Tollywood), সুদূর বলিউড থেকেও আমন্ত্রণ পেয়েছেন রথী-মহারথীরা। বাংলার মঞ্চ আলো করে উপস্থিত থেকেছেন অমিতাভ বচ্চন, জয়া ভাদুড়ি, রানী মুখার্জী থেকে শাহরুখ খান। অথচ সেই মঞ্চেই ডাক পেলেন না, বাংলার মহাগুরু মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ‘গেঁয়ো যোগী ভিখ পায় না’, মিঠুনের ক্ষেত্রে কথাটা ফলে গেল অক্ষরে অক্ষরে।

কেন এই বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে ডাক পেলেন না মিঠুন চক্রবর্তী? বাংলা সিনেমার ক্ষেত্রে তার অবদান কিছু কি কম ছিল? মিঠুন চক্রবর্তী বাংলার বাইরে সুদূর বলিউডেও নাম করেছেন। তাহলে কেন তাকে এই মঞ্চে দেখা গেল না? শোনা যাচ্ছে তার কাছে নাকি আমন্ত্রণপত্রই যায়নি। যদিও উদ্যোগ কর্তাদের একাংশের দাবি, “মিঠুন দাকে আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছিল।” তবে কোন ঠিকানায় পাঠানো হয়েছে বলতে পারছেন না কেউই।

Mithun Chakraborty

এবার এই বিষয়টিকে নিয়ে মুখ খুললেন টলিউডের আরেক অভিনেত্রী দেবশ্রী রায়। এত বড় অনুষ্ঠানে মিঠুন চক্রবর্তীকে কেন ডাকা হল না সেই নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। বুধবার উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে তিনি উপস্থিত হয়েছিলেন। সেখানে রায়দিঘির প্রাক্তন বিধায়ক জানান শিল্পীদের আমন্ত্রণ দেওয়ার ক্ষেত্রে রাজনীতির রং দেখা উচিত নয়। মিঠুন চক্রবর্তী এই সম্মানটুকু পাওয়ার যোগ্য ছিলেন। কিন্তু তাকে সেটা দেওয়া হল না এই বাংলায়।

কলকাতা চলচ্চিত্র উৎসবে মিঠুনকে অবহেলা করা হয়েছে। বিষয়টা মোটেই মেনে নিতে পারছেন না তার সহ অভিনেত্রী দেবশ্রী। সংবাদমাধ্যমের কাছে তিনি বলেছেন, “মিঠুনদা আমার সহশিল্পী। শিল্পী হিসেবে আমি তাকে ভালোবাসি, সম্মান করি। আমরা অনেক ছবিতে কাজ করেছি।” এরপরই তিনি বলেন, ‘‘শিল্পীকে শিল্পী হিসেবে দেখা উচিত। চলচ্চিত্র সংক্রান্ত এমন একটা বিষয়ে সকলকে আমন্ত্রণ জানানো উচিত ছিল… মিঠুনকে সেই সম্মান দেওয়া উচিত।”

উল্লেখ্য বর্তমানে রাজ্য বিজেপির কোর কমিটির অন্যতম সদস্য হলেন মিঠুন চক্রবর্তী। সেই কারণেই রাজ্য শাসক দল তৃণমূল তাকে ইচ্ছাকৃতভাবে অনুষ্ঠান থেকে বঞ্চিত করেছে বলে অনুমান করছেন তার অনুগামীরা। যদিও এই বিতর্কিত বিষয় সম্পর্কে একটি শব্দও মুখে আনেননি মিঠুন চক্রবর্তী। তবে তাকে কেন্দ্র করে এখন রাজ্য রাজনীতিতে আলোচনা তুঙ্গে।

মিঠুনের পাশাপাশি দেবশ্রী রায়কেও এদিন অনুষ্ঠান মঞ্চে উপস্থিত থাকতে দেখা যায়নি। যদিও তাকে আমন্ত্রণ করা হয়েছিল বলে জানা যাচ্ছে। তবে দেবশ্রী ইচ্ছাকৃতভাবে সেখানে উপস্থিত থাকেননি। কারণ সম্পর্কে তিনি যুক্তি দিয়ে বলেছেন, “যেখানে আমি যোগ্য সম্মান পাই না, সেখানে আমি যাই না।”