প্রসেনজিৎ টলিউডের সর্বেসর্বা নন, ‘ইন্ডাস্ট্রি’ বিতর্কে প্রাক্তন স্বামীকে ধুয়ে দিলেন দেবশ্রী

৮০-৯০ এর দশকে বাংলা সিনেমাতে দর্শকদের অতি পছন্দের জুটি ছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জী (Prasenjit Chatterjee) এবং দেবশ্রী রায় (Debashree Roy)। সিনেমার পর্দার গন্ডি পেরিয়ে সেই সম্পর্ক পরবর্তী দিনে বৈবাহিক সম্পর্কের স্বীকৃতিও পায়। আসলে টলিউডের প্রবেশ করার বহু আগেই তারা একে অপরকে চিনতেন। ছোটবেলার দুই বন্ধু টলিউডে প্রবেশ করার পরপরই বিয়ের সিদ্ধান্ত নেন।

১৯৯২ সালে প্রসেনজিৎ-দেবশ্রীর বিয়ের পর সম্পর্ক টিকেছিল মাত্র তিন বছর। এরপর তারা আলাদা হয়ে যান। প্রসেনজিৎ তার পরবর্তী জীবনে আরও দুবার বিয়ের পিঁড়িতে বসেন। কিন্তু দেবশ্রী আর বিয়ে করেননি। তিনি অভিনয়, রাজনীতি আর সামাজিক কার্যকলাপের মধ্যে নিজেকে জড়িয়ে রেখেছেন সব সময়। তবে এত বছর বাদে পুরনো ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে প্রাক্তন স্ত্রীর সঙ্গে সবকিছু মিটমাট করে নিতে চেয়েছেন প্রসেনজিৎ।

সাম্প্রতিককালে একটি সাক্ষাৎকার দেওয়ার সময় প্রসেনজিৎ তার মনের এই বাসনার কথা সকলের সামনে তুলে ধরেন। দেবশ্রীও এরই মধ্যে এই সময়ে ডিজিটালের কাছে প্রসেনজিৎকে নিয়ে মুখ খুলেছিলেন। হালফিলে জানা গিয়েছে প্রসেনজিতের তরফ থেকে নাকি দেবশ্রীর কাছে ছবির কাজের জন্য একটি প্রস্তাব এসেছে। সেখানেই ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ সম্পর্কে ভুল শুধরে দিয়েছেন দেবশ্রী।

দেবশ্রীকে প্রশ্ন করা হয়, “যে নায়ককে সারা বাংলা ইন্ডাস্ট্রি বলে চেনে তার কাছ থেকে আপনার কাছে ছবি করার প্রস্তাব এসেছিল?” জবাবে দেবশ্রী বলেন, “শুরুতে শুধরে দিই, একটা মানুষ ইন্ডাস্ট্রি হতে পারে না। বাংলা ছবির ইন্ডাস্ট্রি সবাইকে নিয়ে। আমি অভিনেত্রী, ভাল কাজ করতে চাই। আমার সহশিল্পী কে হবেন তা নিয়ে মাথাব্যথা নেই।”

দেবশ্রী আরও বলেন তিনি এখনই এই কাজের বিষয়ে বেশি কিছু বলতে পারবেন না। তবে ইন্ডাস্ট্রি হিসেবে তিনি কেবল একজনকেই মানেন, তিনি ছিলেন উত্তম কুমার। উল্লেখ্য এই বছর কলকাতা চলচ্চিত্র উৎসবে মুম্বাই থেকে কলকাতায় এসে হাজির হয়েছিলেন দেবশ্রীর বোনঝি রানী মুখার্জী। প্রসেনজিতের সঙ্গে তার বেশ কিছু ছবি ধরা পড়েছে সোশ্যাল মিডিয়াতে।

 

দেবশ্রী নিজেও এই চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত ছিলেন। তবে তিনি সেখানে উপস্থিত হননি। এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেছেন, “অনেক উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়া হয়ে গিয়েছে, থালি গার্লও হয়েছি। সত্যজিৎ রায়ের পাশে দাঁড়িয়েছি, আর এসবের দরকার নেই।” তিনি জানিয়েছেন ফিল্ম ফেস্টিভালে এখন আর যোগ্য সম্মান পান না তিনি। তাই তাকে আর চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকতে দেখা যায় না।