টলিউডের নামকরা অভিনেত্রী দেবশ্রী রায়। তিনি বিয়ে করেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জীকে। যদিও সংসার করতে পারেননি। বিয়ের তিন বছরের মাথায় ডিভোর্স নিয়ে বাকি জীবনটা একাই কাটিয়ে দিলেন দেবশ্রী। তবে প্রসেনজিৎ তার জীবনের একমাত্র প্রেম কিন্তু নন। প্রসেনজিতের আগেও দেবশ্রী আরেক তারকার প্রেমে পড়েছিলেন। তিনি আবার একজন ক্রিকেটার ছিলেন। যার সঙ্গে ছবিতে অভিনয়ও করেছিলেন দেবশ্রী। দেবশ্রী রায়ের সেই অপূর্ণ প্রেমের গল্পটাই আর শোনাবো আপনাদের।
কোন ক্রিকেটারের প্রেমে পড়েছিলেন দেবশ্রী?
প্রসেনজিত এবং দেবশ্রী ছিলেন ছোটবেলার বন্ধু। বড় হয়ে দেবশ্রী যখন ইন্ডাস্ট্রিতে পা রাখেন তখন থেকেই যে তার সঙ্গে প্রসেনজিতের প্রেম ছিল এমন নয়। ৮০ এর দশকের হার্টথ্রব ক্রিকেটার সন্দীপ পাতিলকে মন দিয়ে ফেলেছিলেন দেবশ্রী। তখন তাদের প্রেমের মাখোমাখো কেমিস্ট্রি নিয়ে ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন চলছিল। এমনকি সন্দ্বীপের সঙ্গে দেবশ্রী ‘কাভি আজনাবি থে’ নামের একটি হিন্দি সিনেমাতেও কাজ করেছিলেন। এই সিনেমায় বলিউড অভিনেত্রী পুনম ধিলোঁও ছিলেন।
সন্দীপ বাতিল এবং দেবশ্রীর প্রেম
সন্দীপ পাতিল ১৯৭৫-৭৬ এর সময় প্রথম রঞ্জি ম্যাচ খেলেছিলেন। মিডিল ওর্ডারে মাঠে নেমে ব্যাটে বলে ঝড় তুলতেন তিনি। ১৯৮০ সালে তিনি প্রথমবার ওয়ানডে ম্যাচ খেলেছিলেন। সেবার ভারতের বিপক্ষে ছিল অস্ট্রেলিয়া। ৪ বছর টেস্ট এবং ৬ বছর ওয়ানডে ক্রিকেট খেলেছিলেন সন্দীপ। ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ের পর ক্রিকেটের পাশাপাশি অভিনেতা হওয়ার শখ জাগে তার মনে। কাভি আজনাবি থে সিনেমা দিয়েই তিনি অভিনয় দুনিয়াতে পা রাখেন। এই সিনেমাতে আবার আরেক ক্রিকেটার সৈয়দ কিরমানি ভিলেনের ভূমিকায় ছিলেন। যদিও সিনেমাটি বক্স অফিসে তেমন সাড়া জাগাতে পারেনি। কিন্তু জমে উঠেছিল দেবশ্রী ও সন্দীপের প্রেম।
আরও পড়ুন : দেবশ্রীকে ডিভোর্স দিয়ে পস্তাচ্ছেন আজও! কেন ভেঙেছিল প্রসেনজিৎ-দেবশ্রীর বিয়ে?
আরও পড়ুন : কেন প্রসেনজিতের মাকে ছেড়ে আবার বিয়ে করেন? বিস্ফোরক বিশ্বজিৎ চট্টোপাধ্যায়
কেন বিয়ে হলো না সন্দীপ এবং দেবশ্রীর?
দেবশ্রীর কলকাতার বাড়িতেও সন্দীপের নিয়মিত যাতায়াত ছিল। এমনকি ইন্ডাস্ট্রিতে রটেও গিয়েছিল দেবশ্রী ও সন্দীপ বিয়ে করবেন। কিন্তু সন্দীপ ছিলেন লেডি কিলার টাইপের মানুষ। তার স্ট্যাটাসের কাছে দেবশ্রীর পরিবার পিছিয়ে ছিল। তাই দেবশ্রীকে তিনি নাকি টাইম পাস হিসেবেই নিয়েছিলেন। অন্যদিকে আবার সন্দীপ বিবাহিতও ছিলেন। যদিও তিনি দেবশ্রীর কারণে প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেন বলে শোনা যায়। কিন্তু দেবশ্রী আর এই বিতর্কিত সম্পর্কে এগোতে রাজি হননি। বলিউডের কেরিয়ার শেষ করে তিনি আবার টলিউডে ফিরে আসেন। সন্দীপের সঙ্গে আর যোগাযোগ রাখেননি।