দেবশ্রীর সঙ্গে ‘পান্তা ভাতের কুন্ডু’র অসাধারণ নাচ DBDতে, ভাইরাল ভিডিও দেখে মুগ্ধ দর্শকরা

‘সর্বজয়া’ সিরিয়ালের পর দীর্ঘ প্রায় বেশ কিছু সময় বাদে আবার টেলিভিশনের (Bengali Telivision) পর্দায় ফিরেছিলেন দেবশ্রী রায় (Debashree Roy)। সৌজন্যে জি বাংলার (Zee Bangla) ডান্স বাংলা ডান্সের (Dance Bangla Dance) মঞ্চ। যেখানে শনি এবং রবিবারের বিশেষ পর্বে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন তিনি। দেবশ্রী আসবেন অথচ তার নাচ থাকবে না, তাও কি হয়? নাচের এই মঞ্চে এদিন ঝড় তুলেছিলেন ‘কলকাতার রসগোল্লা’।

বহু সময় বাদে মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী পর্দায় এসেছিলেন এই দিন। অল্প বয়সে তাদের জুটি ঝড় তুলতো সিনেমার পর্দায়। এদিন মিঠুনের সঙ্গে দেবশ্রীর নাচে মুগ্ধ হয়ে যান দর্শকরা। তবে দেবশ্রীর সঙ্গে পান্তা ভাতের কুন্ডু (panta Bhater Kundu) ওরফে দীপান্বিতা কুন্ডুর (Dipanwita Kundu) নাচ দেখে চোখ ফেরাতে পারছিলেন না কেউ। একসঙ্গে দুজনকে নাচতে দেখে ভাষা হারিয়ে ফেলেন মিঠুন চক্রবর্তীও।

DEBASHREE AND DIPANWITA KUNDUDANCE

এদিন ডান্স বাংলা ডান্সের মঞ্চে দীপান্বিতা দেবশ্রীর একটি বিখ্যাত গান ‘বাজলো যে ঘুঙরু’তে নেচেছিলেন। তার অসাধারণ নাচের পারফরম্যান্স দেখে আর নিজের আসনে বসে থাকতে পারেননি দেবশ্রী। তিনিও চলে আসেন মঞ্চে এবং দীপান্বিতার সঙ্গে যুগলবন্দিতে নাচেন দেবশ্রীও। তাদের নাচের সেই ক্লিপিংস ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।

টেলিভিশনের পর্দায় এই নাচ দেখে মুগ্ধ হয়েছেন সকলেই। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এই ভিডিও দেখে চোখ জুড়ালো দেবশ্রীর ভক্তদের। এক লহমায় তার যেন ফিরে গিয়েছেন তিন দশক আগে যখন দেবশ্রী নায়িকা হিসেবে একের পর এক বাংলা ছবিতে ঝড় তুলতে। রূপ, অভিনয় এবং নাচ, এই তিনের বিচারে তৎকালীন সময়ের সেরা ছিলেন দেবশ্রী।

DEBASHREE AND DIPANWITA KUNDUDANCE

৯০ এর দশকের ‘রক্তে লেখা’ ছবিতে ‘আমি কলকাতার রসগোল্লা’ গানে তার নাচ তখন যেমন জনপ্রিয়তা পেয়েছিল এখনও তার সেই জনপ্রিয়তা অটুট রয়েছে। এই ভাইরাল গানের জন্য দেবশ্রীর নাম হয়ে যায় ‘কলকাতার রসগোল্লা’। বহু বছর বাদে আবার ড্যান্স বাংলা ড্যান্সের মঞ্চে ফুটে উঠলো দেবশ্রীর ম্যাজিক।

DEBASHREE ROY ON DBD

তবে শুধু দীপান্বিতা নয়, এদিনের প্রতিযোগী অনন্যার সঙ্গেও একই মঞ্চে নাচ করেছিলেন দেবশ্রী। তবে দেবশ্রীকে মাত্র দুদিনের জন্য পেয়ে মন ভরেনি দর্শকদের। তারা আবার দেবশ্রীকে এই মঞ্চে ফিরিয়ে আনার দাবি তুলছেন। দেবশ্রীর মত এমন একজন দক্ষ নৃত্যশিল্পী থাকতেও কেন শুভশ্রী এবং শ্রাবন্তীকে বিচারক করা হল? দেবশ্রী রায়কেই বিচারক হিসেবে দেখতে চাইছেন তারা।