তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন শুভশ্রীর দিদি দেবশ্রী? সিঁথির সিঁদুর দেখে জল্পনা তুঙ্গে

একবার নয়, পরপর দুইবার বিয়ে ভেঙেছে টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর দিদি দেবশ্রী গাঙ্গুলীর। এবার ফের দেবশ্রীর সিঁথিতে উঠলো সিঁদুর। স্বাভাবিকভাবেই এই ছবি দেখে সোশ্যাল মিডিয়াতে শুরু হয়ে গিয়েছে ব্যাপক শোরগোল। কারণ কিছুদিন আগেই দ্বিতীয় স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য অত্যাচারের অভিযোগ তুলে আলাদা হয়েছিলেন দেবশ্রী। মুছে ফেলেছিলেন বিয়ের সব চিহ্ন। তিনি কি চুপিচুপি তৃতীয় বিয়েটাও সেরে নিয়েছেন? উঠছে এই প্রশ্ন।

প্রথমবার বিয়ে ভাঙ্গার বেশ অনেক বছর পর দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন দেবশ্রী। তখন তার একমাত্র ছেলে বেশ অনেকটাই বড়। ২০২১ সালে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে প্রেমিককে বিয়ে করেন দেবশ্রী। নিজে দাঁড়িয়ে থেকে দিদির দ্বিতীয় বিয়েটা দিয়েছিলেন শুভশ্রী। কিন্তু বিয়ের কয়েক মাসের মধ্যেই স্বামীর বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে তিনি আলাদা হয়ে যান। অভিনেত্রী মল্লিকা বন্দ্যোপাধ্যায়ের বিয়ের অনুষ্ঠানে হাজির হন তিনি। তখন তার সিঁথিতে জ্বলজ্বল করছিল সিঁদুর।

Debashree Ganguly Opens Up About Her Third Marriage Rumor Spreading On Social Media

দেবশ্রীকে এই বেশে দেখে নেট নাগরিকদের চক্ষু চড়কগাছ হয়েছে। অনেকেই তাকে শুভেচ্ছা বার্তা দিতে শুরু করেছেন সোশ্যাল মিডিয়াতে। এসব দেখে রীতিমত বিরক্ত হয়েছেন দেবশ্রী। আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, “মল্লিকার বিয়েতে সিঁদুর পরে যাওয়ার পর থেকে শুভেচ্ছা বার্তা পাচ্ছি। গোটা বিষয়টায় আমি খুবই বিরক্ত। সেদিন আমি যে শাড়িটা পরেছিলাম আর যেরকম শাড়ি পরেছিলাম তাদেরকে মনে হল সিঁদুরটা বেশ মানাবে। নয়তো সাজটা অসম্পূর্ণ লাগছে। তাই পরে নিয়েছি।”

আরও পড়ুন : ভেঙেছিল প্রথম বিয়ে! অনামিকাকে বিয়ের আগে কে ছিলেন উদয় প্রতাপ সিংয়ের জীবনে?

Debashree Ganguly Opens Up About Her Third Marriage Rumor Spreading On Social Media

আরও পড়ুন : দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন আরজে অয়ন্তিকা! তার প্রথম স্বামী কে ছিলেন?

সেই সঙ্গে দেবশ্রী এও বলেছেন, “আমি ডিভোর্সী, বিধবা নই। আমার সন্তানের বাবা এখনো বেঁচে আছেন। তাই আমি সিঁদুর পরতেই পারি। আমি তো এমন কিছু করছি না যাতে সমাজের ক্ষতি হচ্ছে।” আসলে দেবশ্রীর প্রথম বিয়েটা হয়েছিল খুবই অল্প বয়সে। সেই বিয়েটা খুব একটা সুখের হয়নি তার। তাই মাত্র ২৪ বছর বয়সে একমাত্র ছেলেকে নিয়ে তিনি আলাদা হয়ে যান। সেই সময় থেকে দেবশ্রী এবং তার সন্তানকে আগলে রেখেছিলেন শুভশ্রী এবং তার বাবা-মা। বর্তমানে টুকটাক সিনেমাতেও অভিনয় করছেন দেবশ্রী। আবার কাঞ্চনজঙ্ঘা, ফাটাফাটি সিনেমাতে অভিনয় করেছিলেন তিনি। আপাতত শুধু কাজ এবং পরিবার নিয়েই তিনি ব্যস্ত। বিয়ের দিকে আর কোনও নজর তার নেই।