বক্সঅফিসে দেব-প্রসেনজিতের হাড্ডাহাড্ডি লড়াই! ‘বাঘাযতীন’কে রেকর্ড আয়ে পিছনে ফেলল ‘দশম অবতার’

Dawshom Awbotaar Box Office Collection Made A Record : বাঙালি মানেই দূর্গা পুজোর খাওয়া দাওয়া এবং সিনেমা দেখা। বাঙালির এই আনন্দের কথা মাথায় রেখে প্রতি বছর বছর দুর্গাপুজোয় মুক্তি পায় অনেকগুলি ছবি। তবে এবারে দুর্গাপূজো (Durga Puja) -য় মুক্তি পেয়েছে টলিউড (Tollywood) -র এমন ৪টি ছবি যা না দেখলে আপনারই লস। এই সিনেমার মধ্যে রয়েছে দশম অবতার (Dawshom Awbotaar), জঙ্গলে মিতিন মাসি, রক্তবীজ এবং বাঘাযতীন (Bagha Jatin)। তবে কে কাকে আয়ের দিক থেকে টক্কর দিল সেটাই জানবো আজ এই প্রতিবেদনের মাধ্যমে।

এবারের পুজো কেটেছে হেভি ওয়েট চারটি সিনেমার সরাসরি টক্করের মাধ্যমে। কেউ কাউকে ছেড়ে দেওয়ার পাত্র নয়। একদিকে যেমন রয়েছেন কোয়েল মল্লিক তেমন অন্যদিকে প্রসেনজিৎ। একদিকে যেমন ভিক্টর বন্দ্যোপাধ্যায় বহুদিন পর পর্দায় এসেছেন তেমন অন্যদিকে ভারতের স্বাধীনতা সংগ্রামী বাঘা যতীনের নানান অজানা কথা পর্দায় তুলে ধরতে এসেছেন দেব।সুচিত্রা ভট্টাচার্যের মিতিন মাসী গল্প অবলম্বনে তৈরি করা হয়েছে জঙ্গলে মিতিন মাসি। এই সিনেমায় কোয়েল মল্লিকের সঙ্গে অভিনয় করছেন শুভ্রজিৎ দত্ত, অরিজিৎ দত্ত, কমলিকা ব্যানার্জি, অসীম রায় চৌধুরী।

RAKTABEEJ

নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখার্জী পরিচালিত রক্তবীজ সিনেমায় অভিনয় করেছেন ভিক্টর ব্যানার্জি, আবির চ্যাটার্জী, মিমি চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, অনুসূয়া মজুমদার। একটি গ্রামের দুর্গাপুজো দেখতে এসে কিভাবে একজন গণমান্য ব্যক্তির উপর গ্রামের মানুষরা আক্রমণ করবে বা কেনই বা করবে সেটার উপর নির্ভর করে সিনেমাটি তৈরি করা হয়েছে।

বাঘাযতীন সিনেমায় অভিনয় করতে চলেছেন দেব, সুদীপ্তা চক্রবর্তী, শ্রীজা দত্ত, রোহন ভট্টাচার্য। দেব এন্টারটেইনমেন্ট বেঞ্চারস প্রাইভেট লিমিটেড প্রযোজিত এই সিনেমাটি তৈরি করা হয়েছে সুপরিচিত স্বাধীনতা সংগ্রামী বাঘা যতীনের জীবন কাহিনী নির্ভর করে। এই সিনেমায় ভারতের স্বাধীনতা সংগ্রামী বাঘা যতীনের জীবনের কথা শুনতে পাবো আমরা।

Dawshom Awbotaar

তবে সকলকে ছাপিয়ে এবার আয়ের দিক থেকে এক নম্বর স্থান অর্জন করেছে দশম অবতার। প্রায় ১২ বছর পর সৃজিত প্রসেনজিৎ একসঙ্গে কাজ করেছেন এই সিনেমায়। প্রসেনজিৎ ছাড়াও এই সিনেমায় রয়েছেন জয়া আহসান, অনির্বাণ ভট্টাচার্য এবং যীশু সেনগুপ্ত। সঙ্গীতের দায়িত্বে রয়েছেন অনুপম রায়, রুপম ইসলাম এবং ইন্দ্রদীপ দাশগুপ্ত। সব মিলিয়ে এই সিনেমায় রয়েছে প্রতিভার ছড়াছড়ি।

আরও পড়ুন : দেবের বাঘাযতীন সিনেমার নায়িকা আসলে কে? রইল টলিউডের নতুন নায়িকার পরিচয়

Jongole Mitin Mashi

আরও পড়ুন : “বাঘাযতীন বেঁচে থাকলে, গান্ধীজির জন্ম হত না!”, দেবের মন্তব্যে তোলপাড় নেটপাড়া

মিতির মাসি বা বাঘাযতীনকে পেছনে ফেলে দিয়ে গত পাঁচ দিনে সুজিত মুখোপাধ্যায় পরিচালিত এবং শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত দশম অবতার এগিয়ে গেছে অনেকটাই। সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স সব জায়গায় দুর্দান্ত আয় করেছে এই সিনেমাটি। প্রযোজনা সংস্থার খবর অনুযায়ী, দশম অবতার বিগত পাঁচ দিনে আয় করেছে প্রায় তিন কোটি টাকার বেশি। নিঃসন্দেহে এটি অন্য সিনেমাগুলোর রেকর্ডের তুলনায় যে অনেকটাই বেশি তা বলাই বাহুল্য।

আরও পড়ুন : ‘এখনকার সবাই আঁতেল, সিনেমাটাই বোঝে না’! টলিউডের বিরুদ্ধে বিস্ফোরক সুমিত গাঙ্গুলী