কবে কোন স্লটে আসছে ডান্স বাংলা ডান্স? থাকবে একাধিক চমক

সারেগামাপার দৌড় শেষ। এবার জি বাংলা নিয়ে আসছে নাচের মহাপ্রতিযোগিতা। আসছে ডান্স বাংলা ডান্সের সিজন ১৩। ২০২৫ সালের মার্চ মাসে শুরু হবে ডান্স বাংলা ডান্সের নতুন সিজনের পথ চলা। মহাগুরুর আসনে থাকবেন মিঠুন চক্রবর্তী। এছাড়াও সঞ্চালক থেকে বিচারক, তালিকায় রয়েছে, দারুণ দারুণ সব চমক। সম্প্রতি চ্যানেলের তরফ থেকে শেয়ার করা হলো নতুন এই রিয়েলিটি শো এর সম্প্রচারের দিনক্ষণ।

আসছে ডান্স বাংলা ডান্স সিজন ১৩

মাত্র কিছুদিন আগেই জি বাংলা ডান্স বাংলা ডান্সের নতুন সিজনের ঘোষণা করেছে। অবশ্য এর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বেশ কিছুদিন আগে থেকে। গত কয়েক মাস ধরে জেলায় জেলায় ঘুরে ঘুরে চলেছে অডিশন পর্ব। প্রথম ঝলকেই মহাগুরু মিঠুন চক্রবর্তীর উপস্থিতি নিশ্চিত করেছে জি বাংলা। এছাড়াও এই নতুন রিয়েলিটি শো সম্পর্কে আরও একাধিক নতুন আপডেট পাওয়া গেল।

DANCE BANGLA DANCE SEASON 13

ডান্স বাংলা ডান্স এর নতুন সিজনে থাকবে একাধিক চমক

এ বছর ডান্স বাংলা ডান্সের অন্যতম বড় চমক হতে চলেছেন যিশু সেনগুপ্ত। তাকে এইবার বিচারকের আসনে দেখা যাবে। এছাড়াও থাকছেন শুভশ্রী গাঙ্গুলী, মৌনি রায়, শ্রাবন্তী চ্যাটার্জীরা। আর সঞ্চালকের জায়গায় বরাবরের মত এবারেও স্টেজ মাতাবেন অঙ্কুশ হাজরা। এছাড়াও নাকি আরেকজন বিচারক হিসেবে কৌশানী মুখার্জি উপস্থিত থাকবেন বলে শোনা যাচ্ছে।

আরও পড়ুন : ২০২৫ জুড়ে ওটিটিতে ধামাকা! হইচইতে মুক্তি পাবে ২০ টি নতুন ওয়েব সিরিজ

আরও পড়ুন : হুড়হুড় করে বাড়বে টিআরপি! জি বাংলার এই সিরিয়ালে অভিনয় করবে ফুগলা

কবে কোন স্লটে আসছে ডান্স বাংলা ডান্সের সিজন ১৩?

চ্যানেলের তরফ থেকে জানানো হয়েছে আগামী ৮ই মার্চ থেকে শনিবার এবং রবিবার রাত্রি সাড়ে নটার সময় সম্প্রচারিত হবে ডান্স বাংলা ডান্স। প্রত্যেকবারের মতো এইবারেও সপ্তাহে দুদিন সম্প্রচার হবে এই রিয়েলিটি শো এর। পরিচালনা করবেন অভিজিৎ সেন। অডিশনের মাধ্যমে গোটা বাংলা থেকে সেরার সেরা নৃত্যশিল্পীদের বেছে নেওয়া হয়েছে। তারা এবার তাদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন।