Dadagiri Season 10 Promo : অপেক্ষার অবসান! জি বাংলা (Zee Bangla) -য় শুরু হচ্ছে ‘দাদাগিরি সিজন ১০’ (Dadagiri 10)। প্রতিবছর পুজোর আগেই শুরু হয় জি বাংলার এই বিখ্যাত গেম শো। সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly) -র সঞ্চালনা, দুর্দান্ত পারফরম্যান্স, যা দেখতে দীর্ঘ অপেক্ষায় থাকেন বঙ্গবাসীরা। এবার দাদাগিরির মূল কনসেপ্ট বাঙালির গল্প। একদম নতুন ভাবে ‘দাদাগিরি’ নিয়ে ফিরছেন মহারাজা।
গত একযুগ ধরে ‘দাদাগিরি’-র মাধ্যমে ছোট পর্দায় রাজ করে চলেছেন মহারাজ তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক, তথা প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। বাংলার মহারাজ বলে কথা, ক্রিকেটের ছয় গজ পেরিয়ে সঞ্চালনায় হাতেখড়ি হয় তার ‘দাদাগিরি’র মাধ্যমেই। আর তার থেকে বড় দাদা বোধহয় বাংলায় আর নেই, পারফেক্ট মুকুট তাই উপযুক্ত মানুষকেই দেওয়া হয়েছে।
খুব শীঘ্রই চলতি শো ‘ডান্স বাংলা ডান্স শেষ হবে, আর তারপরেই দাদার হাত ধরে খুব শীঘ্রই টেলিভিশনের পর্দায় শুরু হতে চলেছে দাদাগিরি ১০। ইতিমধ্যেই জি বাংলার তরফে তাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুকের পেজে এই শোয়ের প্রোমো পোস্ট করা হয়েছে। সেখানেই একটি অনুপ্রেরণামূলক গল্প দেখানোর পরই সামনে আসেন খোদ সৌরভ।
প্রোমোতে দেখা যাচ্ছে এক ব্যক্তি জায়গা ছেড়ে তার বাড়ি ফিরে যাচ্ছে। তবে সে ট্রেনে বসে দেখে এক পেপার বিক্রি করা মা স্টেশনেই নিজের ছেলেকে পড়াচ্ছেন। তারপর এক সরকারি অফিসে এক ভদ্রলোকের ডাক পরে। উনি ভিতরে ঢুকেই চমকে যান। তিনি সেই যুবককে প্রশ্ন করেন ‘তুমি যে ফিরে গিয়েছিলে?’
তখন সে বলে কাকু ‘আসলে আমরা বাঙালি রয়েল বেঙ্গল টাইগার, দু-পা পিছোলেও সামনে ঝাঁপাতে ভুলিনা’। তারপরেই দাদা সৌরভ গাঙ্গুলি বলেন, ‘বাঙালি লড়ে, বাঙালি গড়ে, বাঙালি আজও দাদাগিরি করে।’ অর্থাৎ এই প্রোমো থেকে স্পষ্ট হার না মানার গল্পই দেখানো হবে এই সিজনে। রিয়েল লাইফ হিরোদের চিনবে, জানবে, গল্প শুনবে সাধারণ মানুষ।
আরও পড়ুন : ‘বাংলা সিরিয়াল মানেই কুটকাচালি, তিনটে বিয়ে!’ কড়া বার্তায় ধুয়ে দিলেন মুখ্যমন্ত্রী
এই প্রোমো ভিডিয়ো পোস্ট করে চ্যানেলের তরফে লেখা হয়, ‘বাঙালি লড়ে, বাঙালি গড়ে, বাঙালি আজও দাদাগিরি করে, আসছে দাদাগিরি সিজন ১০! চোখ রাখুন শুধুমাত্র জি বাংলার পর্দায়!’ তবে কবে থেকে এই শো শুরু হবে সেটা এখনও জানানো হয়নি। কিন্তু প্রোমো থেকে আভাস মিলছে শীঘ্রই এই শো শুরু হবে।
আরও পড়ুন : সূর্য-দীপা নয়, জগদ্ধাত্রীও ফেল! বাংলা সিরিয়ালের ‘সেরা জুটি’ পুরস্কার পেল কারা?
View this post on Instagram