শুরুর আগেই বন্ধ শুটিং! টাকার অভাবে বন্ধ হল নতুন সিরিয়ালের শুটিংয়ের কাজ

শুরুর আগেই বন্ধ হয়ে গেল এই নতুন বাংলা সিরিয়ালের শুটিং। জি বাংলা, স্টার জলসা থেকে শুরু করে কালার্স বাংলা, সান বাংলা, এই মুহূর্তে একাধিক বাংলা টেলিভিশন চ্যানেল রয়েছে যেখানে দর্শকদের পছন্দের সব সিরিয়ালের সম্প্রচার হয়। কিন্তু আগের মত সিরিয়ালগুলো এখন আর বছরের পর বছর ধরে চলে না। টিআরপির অভাবে মাঝপথেই বন্ধ হয়ে যায় অধিকাংশ সিরিয়াল। তবে কোনও কোনও সিরিয়াল আবার টাকার অভাবেও বন্ধ হয়ে যাচ্ছে এখন। নতুন একটি বাংলা ধারাবাহিকের শুটিং সম্প্রচারের আগেই গেল বন্ধ হয়ে।

বিগত বেশ কিছুদিন ধরেই জি বাংলা, স্টার জলসা এবং অন্যান্য চ্যানেলগুলোতে অনেকগুলো নতুন নতুন সিরিয়াল আসছে। স্টার জলসায় সবে শুরু হয়েছে দুই শালিক, রাঙ্গামতি তীরন্দাজ। এই দুটি সিরিয়াল বেশ সফলভাবেই এগোচ্ছে। অন্যদিকে জি বাংলাতে আসছে পরিণীতা এবং মিত্তির বাড়ি। পিছিয়ে নেই কালার্স বাংলাও। একসঙ্গে তিন তিনটে সিরিয়াল আসার খবর মিলেছে এই চ্যানেল থেকে।

Colours bangla

কালার্স বাংলাতে দেবী নিয়ে কাণ্ড হেব্বি, প্রেম অ্যাভিনিউ এবং বিপত্তারিণী ট্রাস্ট, এই তিনটে সিরিয়াল আসবে বলে শোনা গিয়েছিল। কিন্তু সম্প্রচারের আগেই এর মধ্য থেকে বন্ধ হয়ে গেল একটি সিরিয়ালের শুটিং। শোনা যাচ্ছে টাকার অভাবে বিপত্তারিণী ট্রাস্ট সিরিয়ালের শুটিং বন্ধ হয়ে গিয়েছে। গত দুই মাস ধরে চলছিল এই সিরিয়ালের শুটিং। দুই মাসে প্রায় ৩০ টি এপিসোড ব্যাঙ্কিং হয়েও গিয়েছিল। কিন্তু ধারাবাহিকের প্রযোজনা সংস্থা আর টানতে পারছে না খরচ।

আরও পড়ুন : পরিণীতার জন্য বন্ধ হবে জগদ্ধাত্রী? বড় আপডেট দিলেন জগদ্ধাত্রী-স্বয়ম্ভু

Colours bangla

আরও পড়ুন : বদলে গেল জি বাংলার সব সিরিয়ালের স্লট! দেখুন নতুন টাইম স্লট

বর্তমানে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে কলাকুশলীদের পারিশ্রমিক পর্যন্ত দিতে পারছে না এই প্রযোজনা সংস্থা। বিগত দুই মাসে যা কাজ হয়েছে তার টাকা কলাকুশলীদের দেওয়া হয়নি। আর এই কারণেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যতদিন না পর্যন্ত আগের পারিশ্রমিক মেটানো হচ্ছে ততদিন সিরিয়ালের শুটিং বন্ধ থাকবে। আপাতত বিপত্তারিণী ট্রাস্টের উপর থেকে বিপদ কাটছে না। ভবিষ্যতে কী হবে সেটাই এখন দেখার।