আর নয় বাংলা সিরিয়াল! বাংলা ছেড়ে এবার হিন্দি সিরিয়ালে পা রাখতে চলেছেন স্টার জলসার জনপ্রিয় অভিনেতা। এবার কালার্স টিভির নতুন হিন্দি সিরিয়ালে দেখা যাবে অনুরাগের ছোঁয়ার অভিনেতা অর্জুন চক্রবর্তীকে (Arjun Chakraborty)।
অর্জুন চক্রবর্তী বাংলা সিরিয়াল তথা টলিউডের জনপ্রিয় একজন অভিনেতা। ঋতুপর্ণ ঘোষের গানের ওপারের গোরা থেকে স্টার জলসার অনুরাগের ছোঁয়ার অর্জুন, সিরিয়াল ইন্ডাস্ট্রিতে বরাবরই তার প্রচুর চাহিদা। টলিউডে পা রাখার পর বহু বছর পর তিনি অনুরাগের ছোঁয়া সিরিয়ালের হাত ধরে আবার টিভির পর্দায় ফিরেছিলেন। এবং আগের মতই দর্শকদের থেকে বেশ ভালো সাড়াও পেয়েছিলেন।
এবার তিনি কালার্স টিভির নতুন সিরিয়াল ছেটকিতে (Chetki) অভিনয় করবেন নায়কের চরিত্রে। এই সিরিয়ালে তার বিপরীতে অভিনয় করবেন শ্রুতি বিস্ত।শ্রুতিকে এর আগে মিশ্রি ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছিল। শ্রুতি এবং অর্জুনের ছেটকি সিরিয়ালটি হরর ঘরানার।
আরও পড়ুন : ২০২৪-এ বাংলা সিরিয়ালের সেরা নায়িকাদের তালিকা
আরও পড়ুন : দর্শকদের দাবি শেষ কথা! শেষ হয়েও ফের শুরু হল জি বাংলার এই সিরিয়াল
ভূত-প্রেত ডাইনির থেকেও নাকি ভয়ঙ্কর ছেটকি, লোককথা অনুসারে আজও নাকি তার অস্তিত্ব আছে পৃথিবীতে। ইতিমধ্যেই সিরিয়ালের প্রথম প্রোমো চলে এসেছে। কলকাতা এবং মুম্বাই জুড়ে জোরকদমে চলছে শুটিং। আগামী কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে কালার্স টিভির নতুন হরর সিরিয়াল ছেটকি।