কবে কোন স্লটে আসছে চিরসখা? বন্ধের মুখে এই জনপ্রিয় সিরিয়াল

আবারও বাংলা সিরিয়ালের দর্শকদের জন্য বড় একটা চমক নিয়ে আসছেন লীনা গাঙ্গুলী। অপরাজিতা ঘোষ দাস এবং সুদীপ মুখার্জীর জুটিতে আসছে নতুন একটি সিরিয়াল চিরসখা। এই সিরিয়ালের প্রোমো বেশ পছন্দ করেছেন দর্শকরা। মধ্যবয়স্ক দুই নারী ও পুরুষের গল্প শোনাবে চিরসখা। কিন্তু এই সিরিয়ালটি কবে এবং কোন সময় সম্প্রচার হবে জানেন? কোন সিরিয়ালের পরিবর্তে দেখবেন চিরসখা?

নতুন সিরিয়াল আসা মানেই পুরানো সিরিয়ালের উপর কোপ বসবে। প্রধানত প্রত্যেকটি নতুন সিরিয়ালকে প্রাইম স্লট দেওয়া হয়। চিরসখার ক্ষেত্রে ৮টা থেকে ৯টার মধ্যে টাইম স্লট পাওয়া যাবে বলে খবর ছিল। অবশেষে জানা গেল নিশ্চিতভাবে রাত ৯ টার সময়ই এই ধারাবাহিকের সম্প্রচার হবে। ২৭শে জানুয়ারি অর্থাৎ সোমবার থেকে সোম থেকে রবি প্রতিদিন রাত ৯ টার সময় এই নতুন সিরিয়ালের সম্প্রচার হবে।

 Shubho Bibaho

রাত ৯ টার সময় বর্তমানে শুভ বিবাহ সিরিয়ালের সম্প্রচার হয়। সোনামণি সাহা এবং হানি বাফনার এই সিরিয়ালটি জি বাংলার মিত্তির বাড়ি সিরিয়ালের বিপরীতে বরাবর স্লট ধরে রেখেছে। প্রত্যেক সপ্তাহে টিআরপি তালিকায় মিত্তির বাড়ির থেকে ভালো নম্বর পায় শুভ বিবাহ। তা সত্ত্বেও স্লট লিডার এই সিরিয়ালের সম্প্রচার নাকি বন্ধ হচ্ছে। তবে এখনই বন্ধ হবে না। রাত সাড়ে দশটার সময় আপাতত শুভ বিবাহ সিরিয়ালের সম্প্রচার চলবে কিছুদিন। মোটেই এই খবর মেনে নিতে পারছেন না ভক্তরা।

আরও পড়ুন : কেউ দেখছে না! দর্শকদের দাবিতে বন্ধের মুখে জি বাংলার এই ২ টি সিরিয়াল

chirosakha

আরও পড়ুন : ফাঁকা ঘরে ডেকে অনন্যার সাইজ জানতে চেয়েছিলেন! পরিচালককে চরম শাস্তি দেন অনন্যা চ্যাটার্জী

টাইম স্লট প্রকাশের পাশাপাশি চিরসখার নতুন প্রোমোও প্রকাশ করেছে চ্যানেল। তাতে দেখা যাচ্ছে ঠাকুরপো সুদীপের জন্য সকালে চায়ের কাপ নিয়ে হাজির তার বৌঠান অপরাজিতা। এখানে অপরাজিতা একজন বিধবা। স্বামীর মৃত্যুর পর তাকে এবং তার ছেলেমেয়েকে নিঃস্বার্থভাবে আগলে রেখেছেন সুদীপ। সেই কথা মনে করিয়ে দিয়ে অপরাজিতা বলেন, ‘’সব সম্পর্কের তো নাম হয় না।” এই নামহীন সম্পর্ক ভবিষ্যতে সামাজিক স্বীকৃতি পাবে কি? উত্তর দেবে সময়।