করুণাময়ী রানী রাসমণি সিরিয়ালের পর আবার জি বাংলাতে ফিরলেন দিতিপ্রিয়া রায়। বিপরীতে বাংলা সিরিয়াল তথা টলিউড অভিনেতা জিতু কমল দিতিপ্রিয়ার নায়ক। তবে চমকের এখানেই শেষ নয়। অসমবয়সী প্রেমের গল্প নিয়ে জি বাংলাতে ফিরছেন দিতিপ্রিয়া এবং জিতু। সম্প্রতি চ্যানেলের তরফ থেকে শেয়ার করা হল নতুন এই সিরিয়ালের প্রোমো। কেমন হলো সেই প্রোমো? কেমনই বা হবে নতুন এই সিরিয়ালের গল্প?
এর আগে যখন এই ধারাবাহিকের প্রথম ঝলক প্রকাশ পায় তখন সিরিয়ালের নাম দেওয়া হয়েছিল তোমাকে ভালোবেসে। তবে দ্বিতীয় প্রোমো আসতেই বদলে গেল নাম। সিরিয়ালের নতুন নাম হয়েছে চিরদিনই তুমি যে আমার। প্রথম ঝলকে নায়ককে দেখানো হয়নি। আসলে শুরুর দিকে রাহুল মজুমদারকে নায়ক হিসেবে নেওয়া হয়েছিল। কিন্তু বিশেষ কারণে তিনি সিরিয়ালটি করতে পারেননি। তার বদলে নতুন নায়কের খোঁজ চলছিল। তাই শুধু নায়িকাকে দেখেই নতুন সিরিয়াল আসার খবর দেয় জি বাংলা।
যেমনটা দেখানো হয়েছিল প্রথম ঝলকে, নায়িকা বলেছিল তার মনের মানুষকে সেই আকাশ থেকে মাটিতে নামিয়ে আনবে। দ্বিতীয় ঝলকেও তেমনটাই হল। প্রোমোর শুরুতেই দেখা গেল হেলিকপ্টার থেকে নায়িকার সামনে নামলেন নায়ক। দুজনের বয়সের অনেকটা পার্থক্য রয়েছে। পার্থক্য রয়েছে স্বভাবেও। নায়িকা কম বয়সী, প্রাণোচ্ছল। নায়ক শান্ত এবং পরিণত। নায়িকা অবাক হয়ে প্রশ্ন করলে নায়ক বলেন দিতিপ্রিয়া বেড়াতে যেতে চেয়েছেন বলেই হেলিকপ্টার এনেছেন। দিতিপ্রিয়া তখন বরফের গোলা খাচ্ছিলেন। সেটা দেখে নায়ক বলেন, “এই বরফ কেউ খায় নাকি?” নায়িকা বলে তার ইচ্ছে সে বরফের পাহাড়ে বসে বসে বরফের গোলা খাবে।
আরও পড়ুন : বন্ধের মুখে নিম ফুলের মধু? সিরিয়াল নিয়ে বড় আপডেট দিলেন পর্ণার জেঠি শাশুড়ি ললিতা
আরও পড়ুন : সিনেমাকেও হার মানাবে! স্টার জলসার নতুন সিরিয়ালের দুর্ধর্ষ প্রোমো দেখলে তাক লেগে যাবে
পরের দৃশ্যেই দেখা যায় নায়িকার সেই ইচ্ছে পূরণ করেছেন নায়ক। বরফে ঢাকা পাহাড়ে নিয়ে গিয়েছেন তাকে। সেখানে বরফ নিয়ে খেলতে শুরু করেন দিতিপ্রিয়া। ছুটতে গিয়ে জিতু পায়ে আঘাত পান। নায়িকা তাকে তার বয়সের কথা মনে করিয়ে দেন। এরপর নায়িকা নিজেই পা পিছলে পড়ে যেতে থাকলে নায়ক ছুটে এসে তাকে বাঁচান। বলেন, “বয়স মানুষকে সাবধানী হতে শেখায়।” সবশেষে নায়িকাকে বলতে শোনা যায় তারা সাত জন্মের বাঁধনে বাধা। প্রোমোর ক্যাপশনে লেখা “ভালোবাসা সত্যি হলে বয়স কোনও বাধা হতে পারে কি?” দেখুন জি বাংলার নতুন এই সিরিয়ালের প্রোমো এই প্রতিবেদন থেকে।