অবশেষে টাইম স্লটের ঘোষণা হয়েই গেল জি বাংলার নতুন সিরিয়াল চিরদিনই তুমি যে আমার এর। জনপ্রিয় সিরিয়ালকে সরিয়ে সেই জায়গাতে আসছে দিতিপ্রিয়া রায় এবং জিতু কমলের এই নতুন সিরিয়ালটি। হ্যাঁ, প্রাইম টাইমই পেয়েছেন দিতিপ্রিয়ারা। জি বাংলা তে এখন বন্ধের মুখে একের পর এক পুরনো সিরিয়াল। তালিকায় রয়েছে মালাবদল, মিঠিঝোরা, নিম ফুলের মধু এবং সেই সঙ্গে আনন্দীও। এরমধ্যে কার স্লট পেল জি বাংলার এই নতুন সিরিয়াল?
কবে কোন স্লটে আসছে চিরদিনই তুমি যে আমার?
চিরদিনই তুমি যে আমার সিরিয়ালটিকে সন্ধ্যেবেলায় সাড়ে ছটার প্রাইম টাইম এ দেওয়া হবে। এই সময়ের বর্তমানে আনন্দী সিরিয়ালের সম্প্রচার হয়। তবে আনন্দী বিগত কয়েক মাসে তেমন টিআরপি যোগাড় করতে পারেনি। ক্রমাগত স্টার জলসার গীতা এলএলবির কাছে হেরেছে স্লট। তাই এবার গীতাকে কড়া টক্কর দিতে সেই জায়গা নিল জি বাংলার এই নতুন সিরিয়াল।
সত্যিই কি বন্ধ হবে আনন্দীর সম্প্রচার?
জি বাংলায় আগামী ১০ ই মার্চ থেকে সন্ধ্যে সাড়ে ছটায় এই নতুন সিরিয়ালের সম্প্রচার হবে। অর্থাৎ ৯ ই মার্চ এই স্লটে আনন্দীর অন্তিম সম্প্রচার হবে। তবে এই সিরিয়ালটি এখনই বন্ধ হবে না। কারণ আনন্দীর শুধুমাত্র স্লট পরিবর্তন হচ্ছে। ১০ই মার্চ থেকে নিম ফুলের মধুর সম্প্রচার বন্ধ হবে। তাই ওই সময় অর্থাৎ সন্ধ্যে ৬টা থেকে এবার নিম ফুলের মধুর জায়গায় দেখবেন আনন্দী।
আরও পড়ুন : হু হু করে বাড়বে টিআরপি! মিত্তির বাড়িতে পা রাখছেন এই দুঁদে খলনায়িকা
আরও পড়ুন : বন্ধের মুখে জি বাংলার একাধিক সিরিয়াল! রইল অন্তিম সম্প্রচারের দিনক্ষণ
চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের গল্প
জিতু কমল এবং দিতিপ্রিয়া রায়ের জুটিতে আসছে এই নতুন সিরিয়াল যেখানে এক অসমবয়সী প্রেমের গল্প দেখবেন দর্শকরা। প্রোমো দেখি অনেকের ধারণা এই সিরিয়ালটিতে পুনর্জন্মের কাহিনীও দেখানো হতে পারে। এই সিরিয়ালে খলনায়িকার চরিত্রে থাকবেন তন্বী লাহা রায়। অতএব গীতা এলএলবি এর থেকে স্লট ছিনিয়ে আনতে জি বাংলার তুরুপের তাস হতে চলেছে চিরদিনই তুমি যে আমার।