আর্যকে বিয়ের স্বপ্ন ভেঙে গেল অপুর! প্রকাশ্যে ‘চিরদিনই তুমি যে আমার’ এর জমজমাট প্রোমো

কয়েক সপ্তাহের মধ্যেই বেশ জমে উঠেছে জি বাংলার চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের গল্প। দিতিপ্রিয়া রায় এবং জিতু কমলের এই জুটি স্টার জলসার গীতা এলএলবিকে টিআরপিতে মাত দিচ্ছে এখন থেকেই। এখনও তো পরপর টুইস্ট আসা বাকি। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই সিরিয়ালের নতুন প্রোমো। আর নতুন প্রোমো মানেই গল্প নতুন মোড় নেবে।

বর্তমানে গল্পের ট্র্যাক অনুসারে আর্যর প্রতি অপুর ভালো লাগা বেড়েই চলেছে। তারই মধ্যে আবার অপুর বিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন তার মা। সন্তু এখনও অপুকে বিয়ে করার আশা ছাড়েনি। ধারাবাহিকের নতুন প্রোমোতে দেখা যাচ্ছে আর্য অপুকে আর কেবিনে ডেকে পাঠায়। অপু মনে মনে ভাবে হয়তো তার আর্য স্যার তাকে মনের কথা জানানোর জন্য ডাকছেন। এদিকে অপুর মা আর্যকে ফোন করে দায়িত্ব দিলেন অপুকে যেন বিয়েতে মত দেওয়ার জন্য রাজি করান তিনি।

Chirodini Tumi Je Amar

তারপর অপু কেবিনে এলে আর্য তাকে প্রশ্ন করে, “জীবন সঙ্গী হিসেবে কেমন ছেলে পছন্দ তোমার?” অপু বলে, ”যাকে দেখলে মনে হবে ভালোবাসার জন্য সে সব ঝড় সামলাতে পারে।” এরপর আর্য কিছু বলতে যাওয়ার আগেই অফিসের এক কর্মী ছুটে এসে বলে মিসেস সিংহ রায় খুবই অসুস্থ হয়ে পড়েছেন। এটা শুনে আর্য তাড়াতাড়ি ছুটে অফিস থেকে চলে যায়। এদিকে ব্যাপার দেখে অপর্ণার মাথায় আকাশ ভেঙে পড়ে। সে মনে মনে বলে ওঠে, “তাহলে কি আর্যস্যার বিবাহিত?”

আরও পড়ুন : রাতারাতি বন্ধের মুখে স্টার জলসার এই জনপ্রিয় সিরিয়াল

Chirodini Tumi Je Amar

আরও পড়ুন : চরম কষ্টে কেটেছে ছোটবেলা! তেঁতুল পাতা সিরিয়ালের ঝিল্লির জীবন সিনেমার থেকে কম নয়

এই মিসেস সিংহ রায় কে সেটা প্রোমোতে খোলাসা করা হয়নি। সোশ্যাল মিডিয়াতেও মিসেস সিংহ রায়কে নিয়ে কৌতুহল জেগেছে নেট নাগরিকদের মনে। অনেকেই বলছেন এবার আর্যর পরিবারকে দেখানো হবে। এবার আরো জমে উঠবে গল্প। আসলে মিসেস সিংহ রায় অবশ্য আর্যর স্ত্রী নন, তার মা। এই চরিত্রে অভিনয় করার জন্য গল্পে পা রাখছেন দেবযানী চট্টোপাধ্যায়। এখন তার উপস্থিতি আর্য এবং অপর্ণার প্রেমের পথে বাঁধা হয়ে দাঁড়াবে নাকি তিনিই দুজনের মিলন ঘটাতে সাহায্য করবেন সেটাই দেখার।