শাহরুখ নয়, রজনীকান্তও ফেল, বিশ্বের সবথেকে সফলতম অভিনেতা কে জানেন? তিনি একজন ভারতীয়। তার ঝুলিতে রয়েছে যেসব ছবি তার মধ্যে বেশিরভাগই অত্যন্ত সফল। সেই সঙ্গে তার নাচ ছুঁয়েছে সকল দর্শকের মন। তিনি আর কেউ নন, বিশ্বের সবথেকে সফলতম অভিনেতার সম্মান পেয়ে ভারতকে গর্বিত করলেন দক্ষিণী অভিনেতা চিরঞ্জীবী (Chiranjeevi)।
দক্ষিণের সুপারস্টার চিরঞ্জীবীকে সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে (Guinness World Records) বিশ্বের সফলতম অভিনেতার খেতাব দেওয়া হয়েছে। ৪৫ বছরের কেরিয়ারে ১৫৬ টি ছবিতে অভিনয় করেছেন এই তেলেগু অভিনেতা। ৫৩৭টি গানে ২৪ হাজার নাচের স্টেপ রয়েছে তার। এর ফলে বিশ্ব রেকর্ড করেছেন এই ভারতীয় অভিনেতা। তাকে ভারতীয় চলচ্চিত্রের সবথেকে সফল অভিনেতা এবং নৃত্যশিল্পী হিসেবে খেতাব দেওয়া হয়েছে।
২০২৪ সালের ২০শে সেপ্টেম্বর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে চিরঞ্জীবীর এই স্বীকৃতিকে অফিশিয়ালি আমেজিং বলে ঘোষণা করা হয়েছে। বিচারক রিচার্ডস স্টেনিং বলেছেন চিরঞ্জীবীর প্রতিটি চলচ্চিত্র এবং নাচের পারফরম্যান্সের পর্যালোচনা করার পর আমরা এই স্বীকৃতি দিচ্ছি।
আরও পড়ুন : বহু বছর আগে ছেড়েছেন অভিনয়, ইনিই হলেন বলিউডের সবথেকে ধনী নায়িকা
আরও পড়ুন : বিক্রান্ত মাসে একা নন! অকালে বলিউড ছেড়েছিলেন এই ৫ তারকাও
চিরঞ্জীবী শুধু সফলতম অভিনেতা নন, ভারতের সবথেকে ধনী অভিনেতা তিনি। তার কাছে ১৬৫০ কোটি টাকার সম্পত্তি আছে। তিনি রাজনীতিতেও পা রাখেন। অভিনয় থেকে রাজনীতির দুনিয়া কাঁপাচ্ছেন চিরঞ্জীবী। এবার বিশ্ব রেকর্ড গড়ে ভারতীয়দের মুখ উজ্জ্বল করলেন এই দক্ষিণী অভিনেতা। বর্তমানে তিনি ‘বিশ্বম্ভরা’ নামের একটি সিনেমাতে কাজ করছেন যার বাজেট ২০০ কোটি টাকা।