টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রিতে ৯০ এর দশক জুড়ে ছিলেন চিরঞ্জিত (Chiranjeet Chakraborty), প্রসেনজিৎ (Prosenjit Chatterjee), ভিক্টর ব্যানার্জী থেকে শুরু করে তাপস পালদের মত তারকারা। তবুও মাঝে মাঝে শুনতে হয় ৩০ বছর নাকি প্রসেনজিৎ একা নিজের কাঁধে টলিউডকে টেনে নিয়ে গিয়েছেন। এই কথা মানতে রাজি নন চিরঞ্জিত। তিনি আগেও এর প্রতিবাদ করেছিলেন।
এবার ফের সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রসেনজিতের সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করতে শোনা গেল চিরঞ্জিতকে। সেই সঙ্গে তিনি বর্তমান যুগের ছবি সম্পর্কেও তার মতামত রেখেছেন। তার কথায়, বিশিষ্ট পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় প্রসেনজিৎকে নিয়ে ছবি করছেন টাকার জন্য। প্রসেনজিৎ টাকা দেন, এটাই নাকি ওকে নিয়ে ছবি করার একটা সুবিধা।
চিরঞ্জিত বলেছেন তিনি ছবি করার ক্ষেত্রে কাউকে ফিন্যান্সের জোগান দেন না। সেই কারণেই ছবি ফেল করে। এর সঙ্গে তিনি আরও বলেছেন জনতাকে তিনি খুব ভাল বোঝেন। তিনি জানেন কমার্শিয়াল সেট আপের কোন ছবি হিট করতে পারেন। তিনি মৃণাল সেনকেও একসময় বলেছিলেন কমার্শিয়াল ছবি চাইলেই বানানো যায় না।
হালফিলের কমার্শিয়াল ছবি প্রসঙ্গে তিনি বলেছেন কৌশিক গঙ্গোপাধ্যায় কমার্শিয়াল কিছু করার জন্য ভীষণ চেষ্টা করছেন। কিন্তু আর্টের সঙ্গে কমার্শিয়াল মিশিয়ে একটা ‘খিচুড়ি’ তৈরি হয়ে যাচ্ছে। যার ফলে মানুষ সেটা দেখতে পছন্দ করছেন না। তার বানানো ‘শব্দ’ অ্যাওয়ার্ড পাচ্ছে, কিন্তু লোকে দেখছে না।
উল্লেখ্য এর আগেও ইন্ডাস্ট্রির প্রসঙ্গে বিস্ফোরক হতে শোনা গিয়েছিল চিরঞ্জিতকে। প্রসেনজিৎ নিজেকে ‘ইন্ডাস্ট্রি’ বলাতে চিরঞ্জিত প্রশ্ন তুলেছিলেন তাহলে কি সেই সময় তিনি, মিঠুন চক্রবর্তী, ভিক্টর ব্যানার্জী, তাপস পাল, অভিষেক চ্যাটার্জিরা পার্শ্ব চরিত্র ছিলেন? চিরঞ্জিত বলেছেন তিনি আজীবন মানুষের থেকে সম্মান চেয়েছেন এবং সেটা পেয়েছেন। তাকে সিবিআই, ইডি খোঁজে নেন, তিনি এটাই বড় প্রাপ্তি মনে করেন।