অবশেষে দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার হল অবসান। প্রায় ৪ বছর পর মুক্তি পেতে চলেছে ‘ছোড়ি ২’। এই সিনেমার প্রথম পার্ট দেখে ভয়ে শিহরিত হয়েছেন দর্শকরা। তবে আসল চমক তো রয়েছে এই সিনেমার দ্বিতীয় পার্টে। খুব শীঘ্রই মুক্তি পাবে ‘ছোড়ি ২’। সম্প্রতি মুক্তি পেল তার টিজার। টিজার দেখেই কার্যত ভয়ে আত্মারাম খাঁচাছাড়া হওয়ার যোগাড় নেট নাগরিকদের। কী আছে এই টিজার ভিডিওতে?
ভিডিও শুরুতেই দেখা যাচ্ছে গ্রামের একটি ছোট্ট মেয়ে লন্ঠন হাতে জঙ্গলের মধ্যে দিয়ে ছুটে যাচ্ছে। সে তার মাকে খুঁজতে খুঁজতে একটি কুয়োর ধারে পৌঁছয়। হঠাৎ কোনও এক অদৃশ্য শক্তি তাকে টেনে মাটির তলায় নিয়ে যায়। এরপর দেখানো হয় নুসরাতকে। সে তার মেয়েকে খুঁজছে। দেখানো হয় সোহাকে, সে কালা জাদু করে। নুসরাতকে সে বলে, “তোমার মেয়ে এখন আমার ওকে ভুলে যাও।” টিজারের প্রত্যেকটি দৃশ্যে যেভাবে ভয় দেখানো হয়েছে তাতে আসল গল্প কতটা ভয়ংকর হবে তা বেশ স্পষ্ট।
২০১৭ সালে মারাঠি সিনেমার লাপাছাপি এর হিন্দি রিমেক ছিল ‘ছোড়ি’। মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন নুসরাত ভারুচা, মিতা বশিষ্ঠ, সৌরভ গোয়েল, রাজেশ জৈশ। গল্পের প্রতি পরতে পরতে ছিল দুর্দান্ত টুইস্ট। প্রথম সিনেমার পর দ্বিতীয় পার্টেও মুখ ভূমিকায় থাকবেন নুসরাত ভারুচা। এছাড়াও থাকবেন গাশমীর মহাযানী, সৌরভ গোয়েল, পল্লবী অজয়, কুলদীপ সারীন ও হার্দিকা শর্মা। এই সিনেমায় ভয়ের মাত্রা আরও বাড়বে। সেই সঙ্গে সোহাকে এখানে এমন একটি ভূমিকায় দেখা যাবে যা তাকে আগে কখনও দেখা যায়নি।
আরও পড়ুন : ZEE5 এর সেরা ১০টি ওয়েব সিরিজ! না দেখলেই হবে চরম মিস
আরও পড়ুন : সাসপেন্স ওড়াবে ঘুম! এই ৭ সাইকো থ্রিলার ছবি আপনার ব্রেন নিয়ে খেলবে
আগামী ১১ই এপ্রিল আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে ‘ছোড়ি ২’। ভারত ছাড়াও ২৪০ টির বেশি দেশের দর্শকরা দেখবেন এই সিনেমা। নির্মাতারাও এই সিনেমাটিকে নিয়ে খুব আশাবাদী। প্রথম পার্টি থেকে অনেক বেশি ভয় এবং রোমাঞ্চ রয়েছে দ্বিতীয় এই গল্পে। এমনটাই দাবি তাদের।