‘ছিঃ ছিঃ ছিঃ রে ননী!’ (Chhi Chhi Re Nani), সোশ্যাল মিডিয়াতে সর্বত্র এখন এই গানটাই শোনা যাচ্ছে। এটাই নাকি ২০২৫ সালের প্রথম ভাইরাল গান। ফেসবুক, ইউটিউবে রিল ভিডিওতে ব্যবহার হচ্ছে এই গান। ভাইরাল এই গানের আসল মানেটা কী জানেন?
বর্তমানে সোশ্যাল মিডিয়াতে কোনও কিছু ভাইরাল হতে কয়েক সেকেন্ডও সময় লাগে না। কোনও একটা বিষয় যদি একবার মানুষের পছন্দ হয়, তাহলে সেটাই ছড়াতে থাকে। ঠিক যেমন এই গান। প্রত্যেক বছরেই এরকম কিছু না কিছু ভাইরাল হতেই থাকে সোশ্যাল মিডিয়াতে। বিভিন্ন ছবি, পোস্ট, ভিডিওতে চারিদিকে শুধু এই গান নিয়েই চর্চা চলছে এখন।
সম্পূর্ণ গানটি নয় শুধু এর একটি অংশই কেবল এখন মানুষের মুখে মুখে ফিরছে। ‘ছিঃ ছিঃ ছিঃ রে ননী’, এটা আসলে একটি উড়িয়া গান। গানটি গেয়েছেন বিখ্যাত উড়িয়া সংগীত শিল্পী সত্য অধিকারী। ৬ বছর আগে রিলিজ হওয়া এই গানটিকে নিয়ে এখন দেদারে মিম ভিডিও বানাচ্ছেন নেট নাগরিকরা। তবে গানের আসল মানেটা কিন্তু খুবই কষ্টের। নেটিজেনরা কিছু না বুঝেই এই গান নিয়ে মিম বানাচ্ছেন। অবশেষে প্রকাশ্যে এল এই ভাইরাল গানের আসল মানে।
আরও পড়ুন : ‘ছিঃ ছিঃ ছিঃ রে ননি ছিঃ’ গানটি বাংলায় হলে কেমন হত? শুনে নিন বাংলা ভার্সন
আরও পড়ুন : ‘ছিঃ ছিঃ ছিঃ রে ননি ছিঃ’ গানটি বাংলায় হলে কেমন হত? শুনে নিন বাংলা ভার্সন
Chhi Chhi Chhi Re Nani Song Lyrics
Chhi chhi chhi re nani chhi
Chhi chhi chhi re nani chhi re chhi re chhiChhi chhi chhi re nani chhi
Chhi chhi chhi re nani chhi re chhi re chhiSarite dina ra sana haba kaje fajala nei relu
Sarita dina ra sang haba kaje gajala nei reluBainjaruni maa r pakhe jai niyama kari relu
Gala gala jaka tora heli boli kete katha kahi relumui gaon jai kari asila bele kenta pasori delu re nahi chhi chhi chhi
Chhi chhi chhi re nani chhi
Chhi chhi chhi re nani chhi re chhi re chhiDhan ke dekhilu tui nani sina maan ke chinlu nai
Suna ke chinlu bana ke chinlu manus chinlu nai
Dhan nai boli mora Pake nani tar kaje uthi galu
Dhan achi sina maan nai take tui jani na parilu
Gote dina misa jagidelu nai kede katha karidelu
Mui Gaon jai kari kari asila bele kenta pasori delu re nani chhi chhi chhi
Chhi chhi chhi re nani chhi
Chhi chhi chhi re nani chhi re chhi re chhiTor katha dhari ruun badi dhari sabu katha karithili
maali mudi guna paaneri pandula sabu kini dei reli
Tor katha dhari ruun badi dhari sabu katha karireli
maali mudi guna paaneri pandula sabu kichi dei thili
tate sardha boli raang fatai kani sange dei reli ghare
bhoji bhata lagi cheli mendha kini rakhi deli amar ghare
Nasai delu nani sabu asa mora kain dukkha tui delu
Mui Gaon jai kari kari asila bele kenta pasori delu re nani chhi chhi chhi
Chhi chhi chhi re nani chhi
Chhi chhi chhi re nani chhi re chhi re chhiChhi chhi chhi re chhi re chhi
Chhi chhi chhi re nani chhi
Chhi chhi chhi re nani chhi re chi re chhi
Chhi Chhi Chhi Re Nani গানটির বাংলা মানে
ছিঃ ছিঃ ছিঃ রে ননী, ছিঃ
ছিঃ ছিঃ ছিঃ রে ননী, ছিঃ রে ছিঃ রে ছিঃছিঃ ছিঃ ছিঃ রে ননী, ছিঃ
ছিঃ ছিঃ ছিঃ রে ননী, ছিঃ রে ছিঃ রে ছিঃ
প্রতিদিন ছোট ছোট আনন্দ দেওয়ার চেষ্টা করতাম
প্রতিদিন বিনোদন ও আনন্দের ব্যবস্থা করতাম
আমি তোমার মা-কে বিয়ের কথাও দিয়েছিলাম
অনেক বার বলেছি, আমার কাছে তুমি কেমন ছিলে
আমি যখন আমার গ্রাম থেকে ফিরলাম, তুমি কী করে সব ভুলে গেলে?
এটা সত্যিই লজ্জার, ননী তুমি শুধুই সম্পত্তি দেখলে, কিন্তু আমার ভালোবাসার মূল্য বুঝলে না।
তুমি সোনা ও দামি গয়না চিনতে পেরেছ। কিন্তু, প্রকৃত মানুষ চিনতে পারোনি
আমার সম্পত্তির অভাব ছিল বলে তুমি আমাকে এ ভাবে ছেড়ে দিয়েছ
তুমি বুঝতে পারোনি যে, যার কাছে সম্পদ আছে, তার হৃদয় নেই
তুমি আমাদের অতীতের সব কথাও ভুলে গিয়েছ।
আমি তোমার কথা রেখেছি, তোমায় দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেছি। এবং তুমি যা চেয়েছ সবই করেছি
আমি তোমাকে সব রকম উপহার কিনে দিয়েছি, রঙিন সুতো রেখেছিলাম আমার ভালোবাসার চিহ্ন হিসেবে
এমনকী আমি আমাদের বাড়ির জন্য একটি ছাগলও কিনেছিলাম
তুমি আমার সব আশা নষ্ট করে দিলে।
ননী, কেন তুমি আমাকে এই ব্যথা দিলে?
আমি গ্রাম থেকে ফিরে দেখলাম, তুমি কী করে সব ভুলে গেলে?
ছিঃ ছিঃ ছিঃ রে ননী, ছিঃ এটা অত্যন্ত লজ্জার।