‘ছিঃ ছিঃ ছিঃ রে ননী!’ (Chhi Chhi Re Nani), সোশ্যাল মিডিয়াতে সর্বত্র এখন এই গানটাই শোনা যাচ্ছে। এটাই নাকি ২০২৫ সালের প্রথম ভাইরাল গান। ফেসবুক, ইউটিউবে রিল ভিডিওতে ব্যবহার হচ্ছে এই গান। ভাইরাল এই গানের আসল মানেটা কী জানেন?
বর্তমানে সোশ্যাল মিডিয়াতে কোনও কিছু ভাইরাল হতে কয়েক সেকেন্ডও সময় লাগে না। কোনও একটা বিষয় যদি একবার মানুষের পছন্দ হয়, তাহলে সেটাই ছড়াতে থাকে। ঠিক যেমন এই গান। প্রত্যেক বছরেই এরকম কিছু না কিছু ভাইরাল হতেই থাকে সোশ্যাল মিডিয়াতে। বিভিন্ন ছবি, পোস্ট, ভিডিওতে চারিদিকে শুধু এই গান নিয়েই চর্চা চলছে এখন।
সম্পূর্ণ গানটি নয় শুধু এর একটি অংশই কেবল এখন মানুষের মুখে মুখে ফিরছে। ‘ছিঃ ছিঃ ছিঃ রে ননী’, এটা আসলে একটি উড়িয়া গান। গানটি গেয়েছেন বিখ্যাত উড়িয়া সংগীত শিল্পী সত্য অধিকারী। ৬ বছর আগে রিলিজ হওয়া এই গানটিকে নিয়ে এখন দেদারে মিম ভিডিও বানাচ্ছেন নেট নাগরিকরা। তবে গানের আসল মানেটা কিন্তু খুবই কষ্টের। নেটিজেনরা কিছু না বুঝেই এই গান নিয়ে মিম বানাচ্ছেন। অবশেষে প্রকাশ্যে এল এই ভাইরাল গানের আসল মানে।
আরও পড়ুন : গৃহবধূ থেকে ইউটিউবার! মাসে কত আয় করেন ‘প্রবাসে ঘরকন্না’র মহুয়া?
আরও পড়ুন : ১৬ কোটির ইনজেকশনে বাঁচবে প্রাণ! শিশুকে বাঁচাতে কনসার্টের টাকা উজাড় করে দিলেন রূপম ইসলাম
গানটিকে বাংলায় অনুবাদ করলে দাঁড়ায়, “তুই শুধু টাকা-পয়সা, সোনা-দানাই চিনলি, মানুষ চিনলি না । যার টাকা পয়সা আছে তার মন নাই, আজ আমার টাকা-পয়সা নেই বলে তুই আমাকে ছেড়ে দিলি। আমার মনকে দেখলি না ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ ছিঃ ছিঃ।”