মুক্তির পর দুদিনেই ভাঙলো সব রেকর্ড। ২০২৫ এর সবথেকে বড় ওপেনিং সিনেমা হয়ে দাঁড়াল ‘ছাভা’। গত ১৪ই ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিস কাঁপাচ্ছে এই সিনেমা। ছত্রপতি শিবাজীর ছেলে সম্ভাজী মহারাজের উপর বানানো এই সিনেমা এই বছর বলিউডের সব থেকে বড় ওপেনিং সিনেমা হয়ে দাঁড়ালো। যার বক্স অফিস কালেকশন স্কাইফোর্সের মত সিনেমাকেও পেছনে ফেলে দিচ্ছে।
‘ছাভা’ সিনেমার কাস্টিং
ভিকি কৌশল, রশ্মিকা মান্দানা এবং অক্ষয় খান্না অভিনীত ‘ছাভা’ ভারতের ঐতিহাসিক বীর মহারাজ শিবাজীপুত্র সম্ভাজির উপর বানানো। এই সিনেমাতে ভিকি সম্ভাজি, রশ্মিকা সম্ভাজি-পত্নী যিশুবাই ও অক্ষয় খান্না ওরঙ্গজেবের ভূমিকাতে অভিনয় করেছেন। এছাড়াও অন্যান্য চরিত্রে রয়েছেন বলিউডের তাবড় তাবড় অভিনেতারা। আশুতোষ রানাও রয়েছেন একটি চরিত্রে। সিনেমার কাস্টিং থেকে শুরু করে স্ক্রিন প্লে, সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে অভিনেতাদের অভিনয়, সবটাই দর্শকদের নজর কাড়ছে।
কত টাকা আয় করল ভিকি কৌশলের ‘ছাভা’?
মুক্তির প্রথম দিনেই এই সিনেমাটি ৩১ কোটি টাকার ব্যবসা করে। দ্বিতীয় দিনের আয় ছিল ৩৬ কোটি টাকা। আর বিশ্বব্যাপী সিনেমাটির আয় দুদিনেই ১০২.৫০ কোটি টাকা। খুব শীঘ্রই ‘ছাভা’ বলিউডের সবথেকে বেশি কালেকশনের সিনেমার তালিকায় নাম লেখাবে। এটি বর্তমানে ২০২৫ এর সবথেকে বড় ওপেনিং সিনেমা। সেই সঙ্গে এই সিনেমা ভিকি কৌশলেরও কেরিয়ারের সবথেকে বড় ওপেনিং হতে চলেছে।
আরও পড়ুন : থ্রিলার-সাসপেন্স থেকে অ্যাকশন-ড্রামা! এই সপ্তাহেই ওটিটিতে মুক্তি পাচ্ছে একগুচ্ছ সিনেমা ও সিরিজ
আরও পড়ুন : ২০২৫ এর সবথেকে বড় ৪টি দক্ষিণী সিনেমা, যা ভেঙে দেবে বক্স অফিসের সব রেকর্ড
শীঘ্রই ওটিটিতে মুক্তি পাবে ’ছাভা’
শুধু সিনেমা হল নয়, ওটিটি প্ল্যাটফর্মেও ঝড় তুলবে এই সিনেমা। নেটফ্লিক্স এরই মধ্যে এই সিনেমার স্বত্ব কিনে নিতে আগ্রহী হয়েছে বলে শোনা যাচ্ছে। আর ৪৫ থেকে ৬০ দিনের মধ্যেই ‘ছাভা’ মুক্তি পাবে নেটফ্লিক্সে। যদিও এখনো এই সিনেমার মুক্তির দিনক্ষণ ঘোষণা করেনি নেটফ্লিক্স। তবে যে কোনও সিনেমা সিনেমা হলে মুক্তি পাওয়ার পর ৪৫ থেকে ৬০ দিনের মধ্যেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েই যায়।