মুক্তির পর দেখতে দেখতে তিন সপ্তাহ পার হয়ে গেল ছাবা। এখনও বক্স অফিসে অপ্রতিরোধ্য ভিকি কৌশলের এই সিনেমা। ঐতিহাসিক প্রেক্ষাপটের এই সিনেমাটি প্রথম থেকেই বলিউডের বক্স অফিস মাতিয়ে রেখেছে। বছরের সেরা ওপেনিং ছিল এই সিনেমা। ধীরে ধীরে স্ত্রী ২, অ্যানিম্যাল, জওয়ান, গদর ২কেও পেছনে ফেলে এগোচ্ছে এই সিনেমাটি। ভাঙলো একাধিক রেকর্ড। ১৯ দিন পর সিনেমাটির মোট আয় কত হল জানেন?
ছাবা সিনেমার তৃতীয় সপ্তাহের আয় কত হলো?
তৃতীয় সপ্তাহেও দর্শকদের হলে টেনে নিয়ে যাচ্ছে ছাবা। দলে দলে দর্শকরা ছুটছেন ভারতীয় বীর শিবাজীর পুত্র সম্ভাজিকে দেখতে। ভারতবর্ষের নিষ্ঠুর শাসক ঔরঙ্গজেবের সঙ্গে সম্ভাজির টক্কর সিনেমার পর্দায় চুটিয়ে উপভোগ করছেন দর্শকরা। তার প্রমাণ সিনেমাটির তৃতীয় সপ্তাহের আয়। তৃতীয় মঙ্গলবার ৫ কোটি ৫০ লক্ষ টাকার ব্যবসা করেছে ছাবা।
ছাবা সিনেমার মোট আয় কত হল?
প্রথম সপ্তাহে গোটা দেশে ২১৯ কোটি ২৫ লক্ষ টাকা আয় করেছিল ছাবা। তারপরে সপ্তাহে সংখ্যাটা একটু কমে গিয়ে ১৮০ কোটি ২৫ লক্ষ টাকা উঠেছিল। তৃতীয় শুক্রবার ১৩ কোটি টাকা আয় করে সিনেমাটি। শনিবার আয় বেড়ে দাঁড়ায় ২২ কোটি টাকার। এমনকি তৃতীয় রবিবার ভারত এবং নিউজিল্যান্ডের ম্যাচের মধ্যেও ছাবার বক্স অফিস কালেকশন ছিল ২৪ কোটি ২৫ লক্ষ টাকা। তৃতীয় সোমবার অর্থাৎ ৩রা মার্চ এই সিনেমাটি ৭ কোটি ৭৫ লক্ষ টাকা আয় করে। এবং বর্তমানে এই সিনেমার মোট আয় ৪৭২ কোটি টাকা।
আরও পড়ুন : ‘ছাবা’র অভিনেতারা কে কত টাকা পেলেন? কার পারিশ্রমিক সবথেকে বেশি?
আরও পড়ুন : সব সিনেমাই ব্লকবাস্টার! ‘ছাভা’ পরিচালকের এই সিনেমাগুলো না দেখলে চরম মিস
একাধিক রেকর্ড ভাঙলো ছাবা
তৃতীয় সোমবারের আয়ের নিরিখে বর্তমানে সবার উপরে রয়েছে পুষ্পা ২। এই সিনেমার তাই হয়েছিল ১১ কোটি ৭৫ লক্ষ টাকা। তারপরে রয়েছে বাহুবলি ২, যার আয় ছিল ৭ কোটি ৯৫ লক্ষ টাকা। তিন নম্বরে জায়গা করে নিল ছাবা। ৭ কোটি ৭৫ লক্ষ টাকা আয় করে শ্রদ্ধা কাপুরের স্ত্রী ২ কে তিন নম্বর থেকে ৪ নম্বরে পাঠিয়ে দিল ভিকি কৌশলের এই সিনেমা। এরপরে রয়েছে যথাক্রমে অ্যানিমেল এবং জওয়ান।