বিশ্বের সবথেকে দামি এই শাড়ি, দাম জানলে কিনতে গিয়ে নীতা আম্বানিও লজ্জা পাবেন

বিশ্বের সবথেকে দামি শাড়ি, কেনার আগে নীতা আম্বানিও দুবার ভাববেন

Most Expensive Saree : কথাতেই আছে শাড়িতে নারী। আর ভারতবর্ষের বেশিরভাগ নারীরই পছন্দের পোশাক শাড়ি। বিশেষ করে বাঙালী নারীদের সৌন্দর্য্যের পূর্ণতা দেয় যেন শাড়ি। কত ধরনের শাড়ি যে আছে বাজারে ইয়ত্তা নেই। তাঁতের শাড়ি, কোটা শাড়ি, জামদানী শাড়ি কিংবা সিল্কের শাড়ি সব ধরনের শাড়ি পছন্দ করেন নারীরা। এসব শাড়ির দামও হাতের নাগালের মধ্যেই থাকে। কিন্তু জানেন কী বিশ্বের সবচেয়ে দামী শাড়ি কোনটি?

কাপড়ের মান ও তার ওপর কারুকার্যের ওপর নির্ভর করে একটি শাড়ির দাম নির্ধারণ করা হয়। তবে অতীতের সব ইতিহাসকে ছাড়িয়ে সম্প্রতি বিশ্বের সবচেয়ে দামি শাড়ি তৈরি করে ওয়ার্ল্ড গিনেজ রেকর্ডসে নাম লিখিয়েছে ভারতের তামিলনাড়ূ রাজ্যের একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে একটি শাড়ি তৈরি করা হয়েছে যার দাম ৩৯ লাখ ৩১ হাজার ৫২৭ টাকা।

Most Expensive Saree In World

২০০৮ সালের ৫ জানুয়ারি দিল্লিতে এই শাড়িটি বিক্রি করা করা হয়েছিল। চেন্নাই সিল্ক সংস্থার তৈরি করা শাড়িটির নাম ‘দ্য চেন্নাই সিল্ক’। কুয়েতের এক ধনী ব্যবসায়ীর অনুরোধে এ শাড়িটির নকশা করেছেন চেন্নাই সিল্কের ডিরেক্টর শীবলিঙ্গম। বিশেষ এ শাড়িতে বিখ্যাত ভারতীয় চিত্রকর রাজা রবী ভর্মার আঁকা ‘গ্যালাক্সি অব মিউজিশিয়ানস’ ছবিটি ব্যবহার করা হয়েছে।

এতে বীণা হাতে গীত বাদ্যরত ভারতীয় নারীদের দেখা যায়। এ ছাড়া এই শাড়ির পারেতে ব্যাবহার করা হয়েছে আরও ১১টি ছোট ছোট চিত্রকর্ম। এই শাড়িটির ওজন প্রায় আট কেজি। আর এর নকশা তৈরিতে ব্যবহৃত হয়েছে ৫৯ গ্রামেরও বেশি স্বর্ণ, তিন ক্যারেটেরও বেশি হীরা, ১২০ মিলিগ্রাম প্লাটিনাম, পাঁচ গ্রাম রুপা, দুই ক্যারেটেরও বেশি রুবি, ৫৫ ক্যারেট পান্না, মুক্তা, নীলকান্তমণিসহ আরও বেশ কিছু রত্ন। ৩৬ জনেরও বেশি কারিগর এক বছর ধরে এ শাড়িটি তৈরি করেছেন।

Most Expensive Saree In World

চেন্নাই সিল্কের এক কর্মকর্তা রমেশ রাজা জানিয়েছেন, ‘আভিজাত্য ও নকশা ফুটিয়ে তুলতে হীরা, মণি-মুক্তাসহ নবরত্ন খ্যাত বেশি কিছু পাথর খচিত করা হয়েছে এই শাড়িটিতে। অ্যাম্ব্রয়ডারিতে ব্যবহার করা হয়েছে স্বর্ণ, রৌপ্য ও প্লাটিনামের কাজ। যার ফলে এটি বিশ্বের সবচেয়ে দামি শাড়ি হতে পেরেছে।’

Most Expensive Saree In World

আরও পড়ুন : রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী! মুকেশ আম্বানীর বৌমা সৌন্দর্যে বলিউড নায়িকাদের টেক্কা দেবে

রমেশ রাজা আরও জানিয়েছেন, ‘দামি শাড়ি তৈরির ক্ষেত্রে এটিই আমাদের প্রথম অভিজ্ঞতা নয়। এর আগেও আমাদের কোম্পানিতে দামি শাড়ি তৈরি হয়েছে। এর আগেও আমরা দুই থেকে পাঁচ লাখ টাকা মূল্যের ‘বুবলি’ নামে এক ধরনের সুগন্ধি শাড়ি তৈরি করেছিলাম। যা বিশ্বজুড়ে সুনাম অর্জন করেছিল।’

আরও পড়ুন : এশিয়ার সবথেকে ধনী মহিলা! মুকেশ আম্বানির বোন আসলে কে জানেন?