সোশ্যাল মিডিয়াতে অশ্লীল কন্টেন্টের বাড়বাড়ন্ত! এবার কড়া পদক্ষেপের পথে হাঁটবে কেন্দ্রীয় সরকার। ভারতীয় সংবিধানে কড়া আইন জুড়ে দেওয়া হবে সোশ্যাল মিডিয়ার নোংরামি আটকাতে। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের এই আসন্ন পদক্ষেপের আগাম আভাস দিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্যালুট জানাচ্ছেন নেট নাগরিকরাও। এতে সোশ্যাল মিডিয়ার নোংরামি অনেকটাই আটকানো যাবে বলে মনে করছেন তারা।
সোশ্যাল মিডিয়ার নোংরামি আটকাতে কড়া পদক্ষেপের পথে কেন্দ্রীয় সরকার
রণবীর আল্লাহবাদিয়ার সঙ্গম বিতর্কে তোলপাড় গোটা দেশ। বাবা-মায়ের সঙ্গমে সন্তানের যোগদান প্রসঙ্গে যে আপত্তিকর মন্তব্য করেছেন তিনি তাতে চরম অসন্তুষ্ট নেটিজেনরা। শুধু সামাজিক নয় রাজনৈতিক স্তরেরও নজরে পড়েছে এই বিষয়টি। অনেকে বলছেন রণবীর একা নন, সোশ্যাল মিডিয়াতে দিনে দিনে কন্টেন্টের নামে এমন নোংরামি বেড়েই চলেছে। এমনই আপত্তিকর, অশ্লীল বিষয়বস্তু রুখতে কেন্দ্রীয় সরকার নতুন আইন প্রণয়নের কথা ভাবছে।
কী ব্যবস্থা নেবে কেন্দ্র?
সম্প্রতি অশ্বিনী বৈষ্ণব বলেছেন সোশ্যাল মিডিয়াতে এমন অনেক কন্টেন্ট রয়েছে যেগুলো ভারতীয় সংস্কৃতির বিরুদ্ধে। যেসব দেশ থেকে সোশ্যাল মিডিয়ার উদ্ভব হয়েছে সেসব দেশের সঙ্গে ভারতের সাংস্কৃতিক পার্থক্য রয়েছে। হামেশাই সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য, নোংরা, অশালীন ছবি কিংবা ভিডিও প্রকাশ্যে আসছে। যা এবার রোখা দরকার বলে মনে করছে কেন্দ্র। ভারতীয় সংস্কৃতির বিপরীতে যায়, এমন কোনও বিষয়বস্তু এবার আর সোশ্যাল মিডিয়াতে থাকবে না।
আরও পড়ুন : ‘বাবা-মায়ের সঙ্গম’ বিতর্কে রেগে আগুন প্রেমিকাও! রণবীরের সঙ্গে সব সম্পর্ক ভাঙলেন নিক্কি
আরও পড়ুন : দেশজুড়ে নিন্দার ঝড়! চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন সময় রায়না
নেটিজেনদের কী মতামত?
সোশ্যাল মিডিয়ার কনটেন্টের উপর লাগাম টানতে মোদি সরকার এবার কড়া আইন প্রণয়ন করবে। সংসদে তাই বিরোধীদেরও সমর্থন চাইলেন কেন্দ্রীয় মন্ত্রী। এতে সোশ্যাল মিডিয়া দূষণমুক্ত হবে বলে মনে করছেন নেট নাগরিকরাও। অনেকেই কেন্দ্রের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে বলছেন অনেক আগেই সরকারের এই পদক্ষেপ নেওয়া উচিত ছিল। কেউ কেউ চাইছেন সবার আগে রিলস বন্ধ হোক। আবার কারও দাবি এই নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আইন আসুক। ফেসবুক, ইনস্টাগ্রামে আজকাল আর চোখ রাখা যায় না।
#WATCH | On the laws to check vulgar content on social media, Union I&B Minister Ashwini Vaishnaw says “There is a lot of difference between the culture of our country and the countries from where these social media platforms have come…So I would like the Standing Committee of… pic.twitter.com/dVMgwrFgym
— ANI (@ANI) November 27, 2024