আসছে বুলেট সরোজিনী! রইল স্টার জলসার নতুন সিরিয়ালের প্রোমো

স্টার জলসায় আসছে আরও একটি নতুন সিরিয়াল। যার নাম বুলেট সরোজিনী। সম্প্রতি চ্যানেলের তরফ থেকে শেয়ার করা হল নতুন এই সিরিয়ালের প্রোমো। নতুন ধারাবাহিকের সঙ্গেই নতুন সিরিয়ালে ফিরছেন দুই জনপ্রিয় নায়ক এবং একজন নায়িকা। ত্রিকোণ প্রেমের সম্পর্ক নিয়ে কেমন হবে বুলেট সরোজনীর গল্প? কবে কোন স্লটেই বা আসতে পারে এই সিরিয়ালটি?

স্টার জলসায় আসছে বুলেট সরোজিনী

এবার সাংবাদিকতা এবং প্রতিশোধের গল্প নিয়েই নতুন ধরনের প্লটের উপর আসছে নতুন এই সিরিয়াল। প্রোমোর শুরুতেই দেখা গেল সরোজিনীকে। ছোটবেলাতে নিজের চোখের সামনে তার মা এবং বাবাকে খুন হতে দেখেছিল সে। হারিয়ে ফেলেছিল নিজের আর দুই ভাইবোনকে। তারপর থেকে নিজের বাড়িতে কাকার সংসারে বাইরের লোকের মত থাকে সরোজিনী। দুবেলা খাওয়ার জন্য তাকে ১০০ টাকা করে দিতে হয়। তবে তার একটাই লক্ষ্য বাবা মায়ের খুনিকে বের করা। নিজে বড় সাংবাদিক হওয়া।

Bullet Sarojini

আর এই লক্ষ্যের পথে এগিয়ে চলতে গিয়ে সরোজিনীকে তার ভালোবাসাকেও বলিদান দিতে হয়। দেখা যায় সে লুকিয়ে খবর সংগ্রহ করে কাকে যেন পাঠাচ্ছে। আর তাকে জিজ্ঞেস করছে, “এবার আমি সাংবাদিকতার চাকরিটা পেয়ে যাব তো গো?” তবে সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই তার বিয়ে হয়ে যায়। বলা ভালো সে বিয়ে করতে বাধ্য হয়। কোনও এক রহস্যময় ব্যক্তি তাকে নির্দেশ দেয় যদি সে তার বাবা-মার খুনিকে শাস্তি দিতে চাই তাহলে রাগিনী চ্যাটার্জির ছেলে রণদেব চ্যাটার্জীকে তাকে বিয়ে করতে হবে। সরোজিনী বাধ্য হয়ে রণদেবকে বিয়ে করে রাগিনী চ্যাটার্জীর বাড়িতে আসে। এরপর কোন দিকে এগোবে গল্প? জানতে হলে চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায়।

আরও পড়ুন : নতুন সিরিয়ালের ফিরছেন পল্লবী শর্মা! বিপরীতে থাকবেন এই জনপ্রিয় নায়ক

Bullet Sarojini

আরও পড়ুন : বহুদিন পর পর্দায় ফিরছে স্টার জলসার এই জনপ্রিয় জুটি

কে কে অভিনয় করছেন?

এই সিরিয়ালের কাস্টিং বেশ চমৎকার। এখানে সরোজিনীর প্রেমিক অর্ণবের ভূমিকায় অভিনয় করেছেন অর্ণব চ্যাটার্জী। আর তার স্বামী রণদেব চ্যাটার্জীর ভূমিকায় রয়েছেন অভিষেক বীর শর্মা। আর সরোজিনীর ভূমিকায় রয়েছেন দিয়া বসু। আর রাগিনী চ্যাটার্জীর ভূমিকায় অভিনয় করছেন শ্রীময়ী চট্টরাজ। বিয়ে এবং মা হওয়ার পর অবশেষে আবার নতুন সিরিয়ালে ফিরলেন শ্রীময়ী।