বিয়ে দিতে রাজি ছিল না মেয়ের পরিবার, বৌভাতে বরের চোখের সামনেই নতুন বউকে নিয়ে পালালো প্রেমিক। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালে। আশীষ নামের এক যুবকের সঙ্গে বিয়ে হয় রোশনি নামের এক যুবতীর। বিয়ের পরদিনই প্রেমিকের হাত ধরে পালালো নতুন বউ। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। চর্চা চলছে নেট মাধ্যমেও।
বউকে নিয়ে পালালো প্রেমিক
মধ্যপ্রদেশের ভোপালের বিদিশা জেলার রোশনির সঙ্গে কিছুদিন আগেই বিয়ে হয় আশীষের। বিয়ের পর্ব টা বেশ ভালোভাবেই মিটেছিল দুজনের। তবে সমস্যা দেখা দেয় বিয়ের পরের দিন। বৌভাতের জন্য একসঙ্গে বিউটি পার্লারে সাজতে গিয়েছিলেন বর এবং বধু। সেজেগুজে ফেরার সময় একটি গাড়িতে করে নতুন বউকে তুলে নিয়ে পালায় অঙ্কিত নামের এক যুবক। এই অঙ্কিতের সঙ্গেই প্রেম ছিল রোশনির।
পালানোর প্ল্যানিং আগে থেকেই করে রেখেছিলেন দুজনে। কেউ যাতে তাদের আটকাতে না পারে তার জন্য বিয়ের গাড়ির টায়ার পাংচার করে দিয়েছিল অঙ্কিত। গোটা ঘটনার প্ল্যানিংয়ে অঙ্কিতের সঙ্গে রোশনিও সামিল ছিলেন। বৌভাতের দিন অনুষ্ঠান বাড়িতে পৌঁছে আশীষ গাড়ির একদিক থেকে নামেন অন্য দিক দিয়ে রোশনি এবং তার বোন নামেন। হঠাৎ করেই আরেকটি গাড়িতে করে এসে অঙ্কিত রোশনিকে তুলে নিয়ে পালিয়ে যান।
আরও পড়ুন : অফিসের মতই শিফটে চলে স্বামীর ডিউটি! ভাগাভাগিতে ২ স্ত্রীর সঙ্গে সংসার করছেন এই ব্যক্তি
আরও পড়ুন : প্রথম বিয়ে লুকিয়ে আবার বিয়ে! উদিত নারায়ণের বিরুদ্ধে মামলা করলেন স্ত্রী রঞ্জনা
পুলিশ জানিয়েছে, আশীষকে বিয়ে করলেও অঙ্কিতের সঙ্গে পালিয়ে যাওয়ার সুযোগ খুঁজছিলেন রোশনি। বিয়ের পর দিনই পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেন দুজনে মিলে। আর তাতে সফলও হন। গোটা ঘটনাটাই ছিল সাজানো। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন আশীষ।