ফিরিয়েছেন খাদান সিনেমার প্রস্তাব, দেবের সঙ্গে কেন কাজ করতে চাননি বনি সেনগুপ্ত?

খাদান (Khadaan) সিনেমার প্রস্তাব পেয়েও ফিরিয়েছেন! দেবের সঙ্গে কেন কাজ করতে চাননি বনি সেনগুপ্ত (Bonny Sengupta)? সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিস্ফোরক দাবি করলেন বনি। জানালেন বক্স অফিসের এই সুপার ডুপার হিট সিনেমাটিতে কাজ না করতে চাওয়ার কারণ।

দেব এবং যিশু সেনগুপ্তের খাদান সিনেমাটি বক্স অফিসে ব্যাপক সাড়া পাচ্ছে। তবে জানেন কি এই সিনেমাতে দেব এবং যিশু সঙ্গে বনি সেনগুপ্তেরও থাকার কথা ছিল? কিন্তু প্রস্তাব পেয়েও খাদান সিনেমা থেকে সরে দাঁড়ান বনি। দেব এবং প্রযোজক নিসপাল রানের অনুরোধ সত্বেও বনি চাননি এই সিনেমাটি করতে।

Bonny Sengupta

আসলে অভিনেতার কথায় তিনি মেইন স্ট্রিম হিরো। বিভিন্ন চরিত্রের জন্য নিজেকে তিনি প্রস্তুত করছেন। কিন্তু এই মুহূর্তে পার্শ্ব চরিত্রে অভিনয় করতে তিনি চান না। সেই কারণেই খাদান সিনেমাতে দেবের সঙ্গে পার্শ্ব চরিত্রে কাজ করতে চাননি বনি।

আরও পড়ুন : সেলফি তুলতে গিয়ে দেবের সঙ্গে অভিনয়ের সুযোগ! ‘খাদান’ সিনেমার এই অভিনেত্রী আসলে কে?

Khadaan

আরও পড়ুন : টলিউডের নতুন ক্রাশ! ইধিকা পালের আসল নাম কী? ৯৯% মানুষ জানেন না

সেই সঙ্গে তিনি এও বলেছেন, তিনি ছবিতে থাকলেও চরিত্রটা বদলাতো না। তাই খুব একটা পরিবর্তন কিছু হতো না।। এই সিনেমাতে বনির বদলে কাস্ট করা হয়েছে জন ভট্টাচার্যকে। তার থেকেও বেশি ভাল কাজ করেছেন জন, এমনটাই মনে হয়েছে বনির। খাদানের সাফল্যে তিনি খুবই খুশি, বলেছেন বনি।