মোটা মাইনের চাকরি ছেড়ে অভিনয়! সবথেকে উচ্চশিক্ষিত বলিউড তারকাদের বিদ্যের দৌড় চমকে দেবে

Most Highly Educated Bollywood Actresses : বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রির তারকাদের প্রধান ধ্যান এবং জ্ঞান হল অভিনয়। অভিনয়ের জন্য অনেকেই পড়াশোনা মাঝপথে ছেড়ে দেন। তবে জানেন কি ইন্ডাস্ট্রিতে এমন কিছু তারকা রয়েছেন যারা পড়াশোনাতে ছিলেন তুখর (Bollywood Superstars Educational Qualification)। এদের ঝুলিতে এত বড় বড় ডিগ্রী রয়েছে যে চাইলেই তারা মোটা মাইনের চাকরি পেতেন। আজকের এই প্রতিবেদনে রইল তেমনি ১০ তারকার পরিচয়।

রিচা চাড্ডা (Richa Chadda) : অভিনেত্রী হিসেবে যথেষ্ট সুনাম অর্জন করেছেন রিচা চাড্ডা। তবে তার বিদ্যার দৌড় আরও বেশি। তিনি স্টিফেন্স কলেজ থেকে স্নাতক পাস করেন। এরপর সোফিয়া কলেজ থেকে সোশ্যাল কমিউনিকেশন মিডিয়াতে তিনি স্নাতকোত্তর ডিপ্লোমা করেন। মোটা মাইনের চাকরির প্রলোভন ছেড়ে রিচা অভিনয়টাকেই বেছে নেন।

AMRITA AND SARA

সারা আলি খান (Sara Ali Khan) : সারা আলি খান অভিনয়ে দুনিয়াতে পা রাখার আগে নিজের পড়াশোনা সম্পন্ন করে এসেছিলেন। তিনি খুবই মেধাবী ছাত্রী ছিলেন একসময়। নিউইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে তিনি স্নাতক হয়েছিলেন।

রিতেশ দেশমুখ (Riteish Deshmukh) : কমলা রহেজা বিদ্যানিধি ইনস্টিটিউট অফ আর্কিটেকচার এন্ড এনভারমেন্টাল স্টাডিজ বিশ্ববিদ্যালয় থেকে রিতেশ স্থাপত্যবিদ্যায় স্নাতক পাস করেছিলেন। তার সামনেও অনেক বড় চাকরির সুযোগ ছিল। অভিনয় না করলে তিনি বড় সংস্থার উচ্চপদস্থ কর্মচারী হতে পারতেন।

PARINEETI CHOPRA

পরিনীতি চোপড়া (Parineeti Chopra) : একবার নয়, দুবার নয়, তিন তিনবার আলাদা আলাদা বিষয়ে অনার্স ডিগ্রী অর্জন করেছেন পরিণীতি। তিনি বিজনেস, ফাইন্যান্স এবং অর্থনীতিতে স্নাতক হয়েছেন। পরিনীতি পড়াশোনা করেছিলেন ইংল্যান্ডের ম্যানচেস্টার বিজনেস স্কুলে।

রণবীর সিং (Ranveer Singh) : রণবীর সিংও বিদেশ থেকে পড়াশোনা করে এসেছিলেন। তিনি ব্লুমিংটনের ইন্ডিয়ানা ইউনিভার্সিটি থেকে কলা বিভাগে স্নাতক হয়েছিলেন। এরপর তিনি বলিউডে নিজের ভাগ্য পরীক্ষা করতে আসেন।

প্রীতি জিন্টা (Preity Zinta) : বলিউডের এই অভিনেত্রী ঝুলিতেও একাধিক ডিগ্রী রয়েছে। প্রীতি ক্রিমিনাল সাইকোলজিতে ব্যাচেলার ডিগ্রী অর্জন করেছিলেন। সেই সঙ্গে তিনি স্নাতকোত্তর ডিগ্রীও পান। এরপর তিনি ইংরেজিতে অনার্স হয়েছিলেন।

বরুণ ধাওয়ান (Varun Dhawan) : লন্ডনের নটিংহাম ট্রেন্ড ইউনিভার্সিটি থেকে বিজনেস ম্যানেজমেন্ট এর উপর ডিগ্রী অর্জন করেন বরুণ ধাওয়ান। অভিনয় না করলে তিনিও বড় সংস্থায় চাকরি করতে পারতেন। কিংবা নিজেই ভাল ব্যবসা করতে পারতেন।

Sonam Kapoor

আরো পড়ুন : ‘জওয়ান’ ছবির তারকারা কে কত টাকা পেলেন? চমকে দেবে শাহরুখের পারিশ্রমিক

সোনম কাপুর (Sonam Kapoor) : বলিউডের উচ্চ শিক্ষিত অভিনেত্রীদের মধ্যে সোনম কাপুরও একজন। তিনি ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডন থেকে অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক পাস করেছিলেন। যদিও বলিউডে তার কেরিয়ার কার্যত ফ্লপ গিয়েছে।

আরো পড়ুন : নায়িকার সঙ্গে সহবাস, ধর্ষণের অভিযোগ! কোথায় হারিয়ে গেলেন ‘মাসুম’ ছবির অভিনেতা?