সেইফ আলি খান (Saif Ali Khan Son) : সেইফ আলি খানের চার সন্তান। এরমধ্যে তার বড় ছেলে ইব্রাহিম আলি খান (Ibrahim Ali Khan) -র চেহারা হুবহু তার বাবার মত। সেইফ এবং অমৃতা সিং এর ছেলের বর্তমান চেহারার সঙ্গে সেইফের যুবা অবস্থার চেহারার অনেক মিল আছে।
শাহরুখ খান (Shah Rukh Khan Son) : শাহরুখ খানের ছেলে আরিয়ান খান (Aryan Khan) -র সঙ্গেও তার বাবার চেহারার অনেক মিল পাওয়া যায়। আরিয়ানের বর্তমান চেহারার সঙ্গে শাহরুখের যুবা অবস্থার চেহারার মিল রয়েছে বলেন ভক্তরা। আরিয়ান খানকে তার বাবার জেরক্স কপি বলা হয়।
সানি দেওল (Sunny Deol Son) : সানি দেওলের ছেলে করণ দেওল (Karan Deol) তার বিয়ের সময় সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয়বস্তু হয়েছিলেন। তার ছবি দেখে তার চেহারার সঙ্গে সানির চেহারার মিল খুঁজে পেয়েছিলেন ভক্তরা। সানি দেওল তার যুবা অবস্থায় যেরকম দেখতে ছিলেন করণকে এখন সেরকমই দেখতে বলে দাবি করেন নেটিজেনরা।
অনিল কাপুর (Anil Kapoor Son) : অনিল কাপুর এবং তার ছেলে হর্ষবর্ধন কাপুর (Harsh Varrdhan Kapoor) -র চেহারার মধ্যেও রয়েছে অনেক মিল। অনিল কাপুরের মতই হ্যান্ডসাম হয়েছেন তার ছেলে। ইতিমধ্যেই বাবার দেখানো পথ অনুসরণ করে হর্ষবর্ধন বলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন।
আরও পড়ুন : গীতা LLB -র নায়িকা আসলে কে? রইল Star Jalsha -র নতুন নায়িকার পরিচয়
মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty Son) : মিঠুন চক্রবর্তীর ছেলে নমসী চক্রবর্তী (Namashi Chakraborty) -কেও হুবহু তার বাবার মত দেখতে। কিছুদিন আগেই বলিউডে পা রেখেছেন নমসী। ছেলের ছবির প্রচারের জন্য ময়দানে নেমেছিলেন মিঠুন। ওই সময় মিঠুনের মেজো ছেলে নমসীকে দেখে অবাক হয়ে গিয়েছিলেন নেটিজেনরা। মিঠুনের তিন ছেলের মধ্যে নমসীকেই তার বাবার জেরক্স কপি বলা হয়।