Singer Shaan’s Son : ৯০ এর দশকে তাবড় তাবড় গায়ক সুপারস্টারদের মাঝে বলিউডে উত্থান হয়েছিল এক বাঙালির। নাম তার শান্তনু মুখোপাধ্যায় ওরফে শান (Shaan)। যাকে আজ গোটা ভারতবর্ষ চেনে। একটা প্রজন্মকে গানে গানে মুগ্ধ করে রেখেছেন তিনি। সেই শানের ছেলে সোহম মুখোপাধ্যায় (Soham Mukherji)। তিনি কে? কী করেন? রইল শানের ছেলের প্রকৃত পরিচয়।
শানের ছেলে আসলে কে?
জাতীয় স্তরের এত বড় মাপের একজন শিল্পী শান। অথচ ছেলে কিন্তু ছোট থেকে বাবার নামে নিজের নাম কিনতে চাননি। তিনি তার পরিচয় গড়েছেন আলাদাভাবে। বাবার মতই গানের জগতে প্রবেশ করেছেন তিনি। সোহম নিজেও একজন সংগীতশিল্পী। বর্তমানে KWAN এবং সনি মিউজিক ইন্ডিয়ার বিখ্যাত ‘বিগ ব্যাং মিউজিক’ এর সঙ্গে যুক্ত আছেন তিনি।
সোহম রেকর্ড প্রোডিউসার হিসেবে কাজ করেন। ‘সিটিমল’ নামের একটি র্যাপ গ্রুপের সদস্য তিনি। তবে তিনি এই দেশে থাকেন না। পড়াশোনার সূত্রে ২০২১ সালে তিনি বিদেশে পাড়ি দেন। পড়াশোনার পাশাপাশি গানটাতেও তিনি খুব ভালোভাবে এগোচ্ছেন। এন্টারটেইনমেন্ট ল এন্ড বিজনেস নিয়ে বিএসসি করছেন।
শানের ছেলে কী করে?
শান তার ছেলের সম্পর্কে বলেছেন, “আমি একটুও চিন্তিত নই সোহম বাইরে পড়তে গিয়েছে। আমি জানি যেখানে গিয়েছে নিরাপদেই আছে ও। আর একটা পর্যায়ের পর সন্তানকে ছাড়তে হয়।” এরই মধ্যে বলিউডেও কাজ করে ফেলেছেন সোহম। ইন্ডাস্ট্রিতে তার প্রথম কাজ ছিল টাইগার শ্রফের ডেবিউ গান ‘আনবিলিভেবল’।
আরও পড়ুন : বাবার মতোই জনপ্রিয় কুমার শানুর মেয়েকে চেনেন?
সোহমের কিছু গানের মধ্যে রয়েছে ‘বেফিজুল’, ‘লাইফ স্টাইল’, ‘ক্রেজি’, ‘ডেভিড বেকহ্যাম’ ইত্যাদি। তিনি বর্তমান প্রজন্মের গায়ক। তাই পুরনো যুগের গান ছেড়ে র্যাপই বেছে নিয়েছেন। অন্যদিকে শানের আরেক ছেলে মাহিও বাবার মতই সুন্দর গান করেন। এমনকি তাকে দেখতেও হুবহু শানের মত। সম্প্রতি ছেলের সঙ্গে শানের একটি গান ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।
View this post on Instagram
কিশোর কুমারের বিখ্যাত ‘মেরে সামনেওয়ালি খিড়কি মে’ গানে একসঙ্গে গলা মিলিয়েছেন শান এবং তার ছেলে মাহি। এই ভিডিওটি হু হু করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। মাহির গলা শুনে ও তাকে দেখে হুবহু শান বলেই ভুল করছেন নেটিজেনরা। প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তারা এই ভিডিও দেখে।