জানুয়ারি মাসে মুক্তি পাচ্ছে ৭টি সিনেমা, কোনটা রিলিজ হচ্ছে হবে? দেখুন তালিকা

জানুয়ারি মাস জমজমাট! বছরের শুরুতেই এবার মুক্তি পাবে মারকাটারি অ্যাকশনের দুর্ধর্ষ ৭-৭ টি সিনেমা। ২০২৫ সালের শুরুতেই বক্স অফিস কাঁপানোর জন্য রেডি একাধিক বড় বাজেটের সিনেমা। বলিউড (Bollywood) থেকে দক্ষিণ, কোমর বেঁধে নেমেছে বক্স অফিস দখলের লড়াইতে। জেনে নিন এই জানুয়ারি মাসে কবে কোন সিনেমা মুক্তি পাবে।

৭. ফতেহ (Fateh) : সোনু সুদের প্রথম পরিচালনার ছবি ফতেহ। অ্যাকশন-থ্রিলার ঘরানার এই সিনেমাতে পরিচালনার পাশাপাশি অভিনয়ও করেছেন সোনু। জ্যাকলিন ফার্নান্ডেজ, নাসিরুদ্দিন শাহ, বিজয় রাজ রয়েছেন এই সিনেমাতে। সিনেমার ট্রেলার এরই মধ্যে দর্শকদের নজর কেড়েছে। ছবিটি মুক্তি পাবে আগামী ১০ ই জানুয়ারি।

Game Changer

৬. গেম চেঞ্জার (Game Changer) : শুধু বলিউড নয়, বক্স অফিসে ঝড় তুলতে আসছে রামচরণের এই পলিটিক্যাল থ্রিলার। এই সিনেমাটির পরিচালনা করেছেন এস শংকর। রামচরণের বিপরীতে অভিনয় করেছেন কিয়ারা আদভানি। তেলেগুর পাশাপাশি হিন্দি, তামিল, মালায়ালাম এবং কন্নড় ভাষাতেও মুক্তি পাবে এই সিনেমা। সিনেমাটি মুক্তি পাবে ১০ ই জানুয়ারি।

৫. ইমারজেন্সি (Emergency) : কঙ্গনা রানাঘাটের পরিচালিত এবং অভিনীত ইমারর্জেন্সিও মুক্তির দোরগোড়ায় দাঁড়িয়ে। ইন্দিরা গান্ধীর চরিত্রে এই সিনেমাতে অভিনয় করেছেন কঙ্গনা নিজেই। সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৭ই জানুয়ারি।

Azaad

৪. আজাদ (Azaad) : অভিষেক কাপুর পরিচালিত আজাদ সিনেমাটিও মুক্তি পাবে ১৭ই জানুয়ারিতেই। এটি একটি পিরিয়ড ড্রামা, যেখানে মুখ্য ভূমিকায় থাকবেন কাজল এবং অজয় দেবগনের ছেলে অমন দেবগন এবং টুইংকেল খান্নার মেয়ে রাশা থাদানি।

৩. স্কাই ফোর্স (Sky Force) : অক্ষয় কুমারের এই অ্যাকশন ড্রামা মুক্তি পাবে প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ২৪ শে জানুয়ারি। এই সিনেমা দিয়েই বছরের ওপেনিং করবেন অক্ষয়।

Deva

আরও পড়ুন : ২০২৫-এ মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত এই ৫টি বাংলা সিনেমা, বক্স অফিসে উঠবে ঝড়

২. দেবা (Deva) : নতুন বছরের শুরুতেই অ্যাকশন মোডে ফিরছেন শাহিদ কাপুর। এবার তাকে এক পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে। সিনেমাটি মুক্তি পাবে ৩১ শে জানুয়ারি।

১. বিনোদিনী (Binodiini – Ekti Natir Upakhyan) : এই বছর কিন্তু বাংলা সিনেমারও বাজারে থাকবে গরম। দেবের প্রযোজনায় আসতে চলেছে রুক্মিণী মৈত্রর বিনোদিনী। বাংলার কিংবদন্তি থিয়েটার আর্টিস্ট বিনোদিনীর জীবন কাহিনী অবলম্বনে এই সিনেমাটি মুক্তি পাবে ২৩ শে জানুয়ারি।