বলিউড (Bollywood) তারকাদের বয়স যেন সবসময় উল্টো দিকে হাঁটে। তাদের বয়স যত বাড়ে তত যেন রূপের গ্ল্যামার উপচে পড়ে। নায়ক-নায়িকা নির্বিশেষে বলিউড তারকাদের আসল বয়স আন্দাজ করা খুবই মুশকিল। আজ এই প্রতিবেদনে রইল বলিউডের সেই তারকাদের আসল বয়সের (Most Popular Bollywood Stars Real Age) হদিশ যারা ৬০ পেরোলেও তাদের বয়স আন্দাজ করা মুশকিল।
অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) : সত্তরের দশকের এই অভিনেতা দীর্ঘ ৫০ বছর ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ ইত্যাদি সম্মানে ভূষিত হয়েছেন তিনি। ১৯৪২ সালে তার জন্ম হয়েছিল। ইন্ডাস্ট্রিতে তিনি কাটিয়ে দিলেন ৫০ টা বছর। তার বর্তমান বয়স ৮০ বছর।
ধর্মেন্দ্র (Dharmendra) : বলিউডের মোস্ট হ্যান্ডসাম অভিনেতা ছিলেন ধর্মেন্দ্র। অমিতাভ বচ্চনের সমসাময়িক এই অভিনেতা তার ৬০ বছরের কর্মজীবনে ৩০০ এর বেশি ছবিতে অভিনয় করেছেন। ১৯৩৫ সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। অমিতাভ বচ্চনের থেকে তিনি বয়সের ছয় বছরের বড়। এখন তার বয়স প্রায় ৮৬ বছর।
শাহরুখ খান (Shah Rukh Khan) : বলিউডের বাদশা তিনি। ১৯৬৫ সালে তার জন্ম হয়েছিল। এখন তার বয়স হল ৫৬ বছর। কিন্তু ক্যামেরার সামনে তাকে দেখলে সেটা বোঝার উপায় নেই। ১৯৬৫ সালে জন্মগ্রহণ করেছিলেন তিনি। ৩০ বছরের অভিনয় কেরিয়ারে তিনি ৮০ টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন।
অক্ষয় কুমার (Akshay Kumar) : শাহরুখ খানের সমসাময়িক অভিনেতা অক্ষয় কুমারও কঠোর শারীরিক কসরত করে নিজের বয়স লুকিয়ে রেখেছেন। তেত্রিশ বছরের অভিনয় জীবনে একশটির বেশি ছবিতে অভিনয় করা হয়ে গিয়েছে তার। ১৯৬৭ সালে তার জন্ম হয়েছিল। এখন তার বয়স ৫৪ বছর।
হৃত্বিক রোশন (Hrithik Roshan) : বলিউডের এই সুদর্শন অভিনেতাও ৫০ বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন। সুন্দর চেহারার কারণে বলিউডের গ্রিক গড বলা হয় তাকে। একসময় বিশ্বের দ্বিতীয় সুদর্শন পুরুষ হিসেবে গণ্য করা হয়েছিল তাকে। এখন তার বয়স ৪৮ বছর।
সালমান খান (Salman Khan) : সালমান খান এবং শাহরুখ খানের বয়স একই। তারা একই বছরে জন্মগ্রহণ করেছিলেন। অর্থাৎ ১৯৬৫ সালে জন্ম নিয়েছিলেন সালমান খান। এখন তার বয়স ছাপান্ন বছর।
আমির খান (Aamir Khan) : জানলে অবাক হবেন সালমান খান এবং শাহরুখ খানের পাশাপাশি আমির খানের জন্ম সালের ১৯৬৫। তার বয়স এখন ৫৬ বছর। তিনি যে কটি ছবিতে অভিনয় করেছেন সবকটি বক্স অফিসে সুপারহিট হয়েছে। তবে লাল সিং চাড্ডা তার কেরিয়ারের সবথেকে বড় ফ্লপ।