বিশ্বমঞ্চে উজ্জ্বল করেছেন ভারতের নাম! হলিউড সিনেমার পরিচালনা করেছেন এই বলিউড পরিচালকরা

সময় যত এগোচ্ছে, ততই সিনেমার গ্লোবালাইজেশন বাড়ছে। এখন আর কোনও সিনেমা নির্দিষ্ট আঞ্চলিক কিংবা দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। ভারতের সিনেমা যেমন বাইরে যাচ্ছে, তেমনই ভারতীয় পরিচালকরাও এখন আন্তর্জাতিক সিনেমা বানাচ্ছেন। আজ আপনাদের সঙ্গে আলাপ করাব এমনই ৫ পরিচালককে, যারা বলিউডের পাশাপাশি হলিউড সিনেমার পরিচালনা করেছেন। বিশ্বমঞ্চে উজ্জ্বল করেছেন ভারতের নাম।

মীরা নায়ার : মীরা ইন্দো-আমেরিকান ফিল্ম মেকার হিসেবে বেশ প্রসিদ্ধ। সালাম বোম্বে, দা নেমসেক, মনসুন ওয়েডিং নামের বেশ কিছু জনপ্রিয় সিনেমা তিনি বানিয়েছেন। এছাড়া তিনি ভ্যানিটি ফেয়ার এবং মিসিসিপি মাসালা নামের দুটি হলিউড সিনেমার পরিচালনা করেছিলেন। এর মধ্যে ভ্যানিটি ফেয়ারের আইএমডিবি রেটিং ৬.২ এবং মিসিসিপি মাসালার পয়েন্ট ৬.৮। এই দুটি সিনেমা আপনি জিও হটস্টারে দেখতে পাবেন।

Ritesh Batra

রিতেশ বাত্রা : ইরফান খানের দ্য লাঞ্চ বক্স সিনেমার পরিচালনা করেছিলেন ইনি। আওয়ার সোলস অ্যাট নাইট, দা সেনস অফ এন এন্ডিং নামের দুটি হলিউড সিনেমার পরিচালনা করেছিলেন রিতেশ। যাদের আইএমডিবি রেটিং যথাক্রমে ৬.৯ এবং ৬.৪। আপনি এই সিনেমা দুটি নেটফ্লিক্স থেকে দেখে নিতে পারেন।

শেখর কাপুর :‌ মিস্টার ইন্ডিয়া, মাসুম সিনেমার পরিচালক শেখর কাপুর ভারতে খুবই বিখ্যাত ছিলেন। ১৯৯৮ সালে তিনি হলিউড সিনেমা এলিজাবেথ পরিচালনা করেন। এই সিনেমার রেটিং ৭.৪। সিনেমাটি এখন আপনি অ্যামাজন প্রাইম ভিডিওতে সাবস্ক্রিপশন নিয়ে দেখতে পাবেন।

আরও পড়ুন : সাসপেন্স ওড়াবে ঘুম! এই ৭ সাইকো থ্রিলার ছবি আপনার ব্রেন নিয়ে খেলবে

Tarsem Singh

তারসেম সিং : এই ভারতীয় ফিল্ম ডিরেক্টর হলিউডের একাধিক সিনেমা পরিচালনা করেছিলেন। তার মধ্যে রয়েছে দ্য ফল, দ্য সেল, মিরর-মিরর ইত্যাদি। আইএমডিবিতে এই সিনেমাগুলোর রেটিং যথাক্রমে ৭.৮, ৬.৪ এবং ৫.৬।

আরও পড়ুন : দেহব্যবসা থেকে প্রতারণা! জেল খেটে বলিউডের মুখ পুড়িয়েছেন এই ৭ অভিনেত্রী

বিধু বিনোদ চোপড়া : বলিউডের খুবই বিখ্যাত একজন পরিচালক বিধু বিনোদ চোপড়া। যিনি টুয়েলফথ ফেইল, পারিন্দা, লাগে রাহো মুন্না ভাইয়ের মত ছবি বানিয়েছেন। তিনিই ২০১৫ সালে ব্রোকেন হর্সেস বানিয়েছিলেন। এই সিনেমাটি একটি ক্রাইম থ্রিলার সিনেমা। যার আইএমডিবি রেটিং ৫.৭।