২০২৪ সালেই ভাঙলো সংসার! ডিভোর্সের পথে এই ৭ তারকা জুটি

সংসার ভাঙ্গার বছর ২০২৪। একাধিক তারকার বিয়ে ভেঙেছে গত এক বছরে। টলিউড (Tollywood) থেকে বলিউড (Bollywood), বিচ্ছেদের সুর যেন সর্বত্র। কেউ কেউ ডিভোর্স নিয়ে ফেলেছেন, কারও সম্পর্ক ঠেকেছে তলানিতে। কারা কারা রয়েছেন এই তালিকায়?

১. এ আর রহমান এবং সায়রা বানু (A R Rahman And Saira Banu) : দীর্ঘ ২৯ বছর একসঙ্গে থাকার পর আলাদা হল রহমান এবং সায়রার জীবন। ডিভোর্স নিতে চলেছেন তারা। ১৯৯৫ সালে তাদের বিয়ে হয়। খাতিজা, রহমান এবং আমিন নামের তিন-তিনটি সন্তানও আছে তাদের। নভেম্বর মাসেই বিবাহ-বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন তারা।

Hardik Pandya and Natasa Stankovic

২. হার্দিক পাণ্ড্য এবং নাতাশা স্টানকোভিচ (Hardik Pandya And Natasa Stankovic) : ৪ বছরের বিবাহিত জীবনের ইতি টেনেছেন এই দম্পতি। হার্দিক এবং নাতাশার ডিভোর্স নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক চর্চা হয়েছে। শেষ পর্যন্ত ছেলেকে নিয়ে দেশ ছেড়ে সার্বিয়া চলে গিয়েছেন নাতাশা।

৩. ঋষি কৌশিক এবং দেবযানী (Rishi Kaushik And Debjani) : দীর্ঘ ১১ বছর একসঙ্গে থাকার পর স্ত্রী দেবযানীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে লাইভে একাধিক অভিযোগ তোলেন ঋষি। যা থেকে তাদের সম্পর্কের তিক্ততা বেশ ধরা পড়েছে।

আরও পড়ুন : স্ত্রীকে নিয়ে টিভির পর্দায় রাজুদা! দেখুন কত সুন্দরী ভাইরাল রাজুদার স্ত্রী

Is Sania Mirza Getting Married Soon

৪. সানিয়া মির্জা এবং শোয়েব মালিক (Sania Mirza And Shoaib Malik) : শোয়েবের বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে ভেঙেছে সানিয়ার সংসার। পাকিস্তানি এক মডেলের প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন শোয়েব। ধরা পড়তেই সানিয়া তার ছেলেকে নিয়ে আলাদা হয়েছেন। ইসলাম ধর্ম মতে শোয়েবকে ‘খুলা’ দিয়েছেন সানিয়া।

৫. ধনুশ এবং ঐশ্বর্য (Danush And Aishwarya) : ২০ বছরের বৈবাহিক সম্পর্ক ছিন্ন করেছেন ধনুশ এবং ঐশ্বর্য। মেয়ের সংসার বাঁচাতে অবশ্য অনেক চেষ্টাই করেছিলেন রজনীকান্ত। কিন্তু তাতে লাভ হয়নি। ১৮ বছরের দাম্পত্যের অবসান ঘটালেন ধনুশ এবং ঐশ্বর্য।

আরও পড়ুন : শ্রীলেখা মিত্রের স্বামী কে? কেন একসঙ্গে থাকেন না তারা?

Abhishek Bachchan And Aishwarya Rai Bachchan

৬. অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই (Abhishek Bachchan And Aishwarya Rai) : বচ্চন পরিবার ছেড়ে মেয়েকে নিয়ে আলাদা থাকেন ঐশ্বর্য। অভিষেকের সঙ্গে নাকি তার ডিভোর্স হওয়ার মুখে। অভিষেক বচ্চনের জীবনে নাকি রয়েছেন নিমরাত কাউর। আর সেটা জানতে পেরেই আলাদা হওয়ার সিদ্ধান্ত দিয়েছেন ঐশ্বর্য।

৭. যীশু ও নীলাঞ্জনা (Jishu Sengupta And Nilanjana Sharma) : সেক্রেটারি সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন যীশু। এই কথা জানাজানি হতেই নীলাঞ্জনার সঙ্গে তার বিয়ে ভাঙার পথে। নীলাঞ্জনা এবং দুই মেয়েকে ছেড়ে অন্যত্র থাকতে শুরু করেন যীশু। শোনা যাচ্ছিল তিনি নাকি লিভ ইন করছেন তার নতুন প্রেমিকার সঙ্গে।