বলিউড (Bollywood) মানেই গুণী-প্রতিভাদের আঁতুড়ঘর। নাচ, গান, কিংবা অভিনয়গুণে তারকারা দর্শকদের মনে ছাপ ফেলে দেন। তবে জানেন কি বলিউডের এই প্রতিভারা তাদের গুণে স্থান পেয়েছেন গিনেস বুক অব রেকর্ডে (Guinness Book Of Record)? এই তালিকায় তারাই স্থান পান যারা কোনও বিষয়ে বিশ্ব রেকর্ড গড়ে ফেলেন। বলিউড তারকাদের মধ্যে অনেকেই এই তালিকায় স্থান পেয়েছেন। আসুন এই প্রতিবেদনে দেখে নেওয়া যাক বলিউডের গিনেস বুকের তালিকা –
লতা মঙ্গেশকর (Lata Mangeshkar) : তালিকায় সর্ব প্রথমে তার নাম আসতে বাধ্য। লতা মঙ্গেশকর তার দীর্ঘ কেরিয়ারে বিভিন্ন ভাষায় গান গেয়েছেন। তিনি সারা দেশ তথা বিশ্বের সম্পদ। লতা মঙ্গেশকর সবথেকে বেশি সংখ্যক গান রেকর্ড করার জন্য ১৯৭৪ সালে গিনেস বুকে নাম তুলেছিলেন। যদিও পরবর্তীতে অবশ্য আরও অনেক গান গেয়েছেন সুরের সম্রাজ্ঞী। গিনেসবুকের তালিকায় এর বদলও হয়েছিল।
অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) : অমিতাভ বচ্চন বলিউডের নামী প্রতিভা। অভিনয়গুণে বলিউডের শাহেনশা খেতাব পেয়েছেন তিনি। তবে তিনি অভিনয়ের জন্য নয় বরং গান গেয়েই গিনেস বুকে নাম তুলে ফেলেছেন! ভরাট কন্ঠে ‘হনুমান চালিশা’ গেয়ে তিনি গিনেস বুকে নাম তোলেন। এই গানের সুরকার ছিলেন বিশাল-শেখর জুটির শেখর।
শাহরুখ খান (Shah Rukh Khan) : বলিউড শাহেনশাহর পাশাপাশি বলিউডের বাদশাও গিনেস বুকে নাম তুলেছেন। শাহরুখ তার উপার্জনের জন্য ২০১৩ সালে বিশ্বরেকর্ড করেন। ওই বছর সব মিলিয়ে ২২০.৫ কোটি টাকা উপার্জন করে ফোর্বসের তালিকায় জায়গা করেছিলেন শাহরুখ।
ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) : যে বছর শাহরুখ গিনেস বুকে নাম তুলেছিলেন সেই বছরই ক্যাটরিনা কাইফও তার উপার্জনের নিরিখে বিশ্বরেকর্ড করেন। ২০১৩ সালে ক্যাটরিনা আনুমানিক ৬৩.৭৫ কোটি টাকা উপার্জন করেছিলেন।
আশা ভোঁসলে (Asha Bhosle) : সুরের আকাশের নক্ষত্র আশা ভোঁসলেও গানের সূত্রে গিনেস বুকে জায়গা করে নিয়েছেন। ২০টি ভাষায় সব মিলিয়ে ১ লক্ষ ১০ হাজার গান গেয়েছেন তিনি। একক দ্বৈত এবং সমবেত সংগীত গেয়ে বিশ্বরেকর্ড গড়েছেন তিনি।
কুমার শানু (Kumar Shanu) : সংগীতের দুনিয়ার এই তারকাও একদিনে ২৮টি গান রেকর্ড করে গিনেস বুকে নাম তুলে ফেলেছিলেন। ১৯৯৩ সালে এই আশ্চর্য ঘটনা ঘটিয়েছিলেন কুমার শানু।
অভিষেক বচ্চন (Abhishek Bachchan) : বাবার মতো ছেলে অভিষেক বচ্চনের নামটিও রয়েছে গিনেস বুকে। তবে অভিষেক বিশ্বরেকর্ড গড়েছেন তার ছবির প্রচার চলাকালীন। ‘দিল্লি সিক্স’ ছবির প্রচারের জন্য ১২ ঘন্টার ঘন্টার মধ্যেই তিনি বিভিন্ন শহরে সব থেকে বেশি প্রচার অনুষ্ঠানে মুখ দেখিয়েছিলেন। অভিষেকের আগে এই রেকর্ড কেউ গড়তে পারেননি।