দেশের জন্য শত্রুর সঙ্গে লড়েছেন এই ৬ বলিউড তারকা, ভারত মায়ের জন্য দিতে গিয়েছিলেন প্রাণ

ভারতীয় সেনাবাহিনী এবং দেশের জন্য ভারতীয় সেনাদের প্রাণপাত করা সংগ্রাম নিয়ে বহু সিনেমাই তৈরি হয়েছে বলিউডে (Bollywood)। বর্ডার থেকে শুরু করে শেরশাহ, বলিউডের ইতিহাস ঘাঁটলে এমন ছবি অনেক পাওয়া যাবে। তবে জানেন কি বলিউডে এমন অনেক তারকা সত্যি সত্যিই রয়েছেন যারা এককালে ভারতীয় সেনায় কর্মরত ছিলেন? আজ এই প্রতিবেদনে দেখে নিন সেই বলিউড তারকাদের নাম যারা এক সময় ভারতীয় সেনায় ছিলেন।

আনন্দ বক্সী (Anand Bakshi) : আনন্দ বক্সী একজন জনপ্রিয় গীতিকার। ‘কুছ তো লোগ কহেঙ্গে’ থেকে শুরু করে ‘মেহেন্দি লাগাকে রাখনা’, এরকম অসংখ্য গান তিনি বেঁধেছেন। তবে একসময় তিনি ভারতীয় প্রতিরক্ষা বাহিনীতে কর্মরত ছিলেন। ভারতীয় নৌবাহিনীতে দু’বছরের জন্য নিযুক্ত হয়েছিলেন তিনি। দেশের সেবার কাজের পাশাপাশি নিজের ভাল লাগার জন্য তিনি গান লিখতেন।

a R RAHMAN

এ আর রহমান (A R Rahman) : সংগীত অনুরাগীদের মধ্যে এ আর রহমানের নাম আজ কে না জানে? দেশের পাশাপাশি গোটা বিশ্বের মানুষ তার সুরের সাধনাকে কুর্নিশ জানান। গোল্ডেন গ্লোব পুরস্কার জিতেছিলেন তিনি। তবে তিনিও একসময় প্রতিরক্ষা বাহিনীতে কাজ করতেন বলে কিছু সংবাদ মাধ্যম দাবি করে। ভারতীয় বায়ু সেনার পাইলট ছিলেন তিনি। পরে সুরের সাধনার জন্য তিনি সেই চাকরি ছেড়ে দেন।

গুফি পেন্টল (Gufi Paintal) : মহাভারতে শকুনির চরিত্রে অভিনয় করে গোটা দেশে সারা ফেলে দিয়েছিলেন গুফি পেন্টাল। তিনিও কিন্তু একসময় ভারতীয় সেনায় কর্মরত ছিলেন। তিনি একবার একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন ১৯৬২ সালে ভারত-চীন যুদ্ধের সময় বিভিন্ন কলেজ থেকে সেনা নিয়োগ হচ্ছিল। তখন তিনি ভারতীয় সেনাবাহিনীর কাজে যোগ দেন। তারপর চাকরি ছেড়ে বলিউডে চলে আসেন তিনি।

BIKRAMJIT KANWARPAL

বিক্রমজিৎ কনওয়ারপাল (Bikramjeet Kanwarpal) : ‘পেজ থ্রি’, ‘মার্ডার ২’, ‘রকেট সিং’ থেকে ‘জব তাক হে জান’, এরকম অসংখ্য ছবিতে অভিনয় করেছিলেন বিক্রমজিৎ। তবে একসময় তিনিও সেনাবাহিনীতে কাজ করতেন। আসলে তার বাবাও ছিলেন সেনাবাহিনীতে। ভারতীয় সেনায় কাজ করার পর অবসর নিয়ে বিক্রমজিৎ বলিউডে আসেন তার স্বপ্নপূরণ করার জন্য।

Rudrashis Majumder

রুদ্রাশিস মজুমদার (Rudrashis Majumder) : বলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা হলেন রুদ্রাশিস। ছিঁছোড়ে থেকে জার্সি, একাধিক জনপ্রিয় বলিউড ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে তিনিও নাকি ভারতীয় সেনার মেজর ছিলেন বলে জানা যায়। চাকরি ছেড়ে পরে তিনি এসেছিলেন বলিউডে।

mohanlal

মোহনলাল (Mohanlaal) : দক্ষিণের জনপ্রিয় অভিনেতা মোহনলালেরও নাম রয়েছে এই তালিকায়। লেফটেন্যান্ট কর্নেল উপাধি পেয়েছিলেন তিনি। এরপর ২০০৮ সালে তাকে ভারতীয় সেনায় সাম্মানিক পদে নিয়োগ করা হয়েছিল। লেফটেন্যান্ট কর্নেল উপাধি পাওয়া একমাত্র ভারতীয় অভিনেতা তিনি, তার আগে এমন সম্মান আর কারও কপালে জোটেনি।