২০২৫ সালে মুক্তি পাবে কোন কোন বাংলা ও হিন্দি সিনেমা? দেখুন তালিকা

২০২৫ সালে মুক্তি পাবে একগুচ্ছ সিনেমা। হিন্দি-বাংলা মিলিয়ে, সিনেমা হল, ওটিটি, ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার নির্বিশেষে অ্যাকশন-থ্রিলার-সাসপেন্স-কমেডি-ড্রামা, সব ধরনের দর্শকের জন্য আসছে বিনোদনের মহা ধামাকা। জানুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর, ২০২৫ সালে কোন মাসে কোন সিনেমা রিলিজ করবে? জেনে নিন সেই তালিকা।

জানুয়ারি

বছরের শুরুর মাসেই টলিউড এবং বলিউড মিলিয়ে মুক্তি পাবে প্রায় ২০ টি সিনেমা। এরমধ্যে ১০টি সিনেমা‌ তো মুক্তি পাবে স্রেফ বাংলাতেই। বাংলা সিনেমা গুলি হল, দেবজিৎ হাজরা পরিচালিত সিনেমা ‘তুরুপের তাস’, সুমন ঘোষের ‘পরমা- অ্যা জার্নি অপর্ণা সেন’, মৈনাক ভৌমিকের ‘ভাগ্যলক্ষ্মী’, জয়দীপ মুখোপাধ্যায়ের ‘অপরিচিত’, শুভঙ্কর চট্টোপাধ্যায়ের ‘পাটালিগঞ্জের পুতুল খেলা’, দেবরাজ সিনহার ‘ফেলুবক্সি’, সৃজিত মুখোপাধ্যায়ের ‘সত্যি বলে সত্যি কিছু নেই’, রাম কমল মুখোপাধ্যায়ের ‘বিনোদিনী: এক নটীর উপাখ্যান’, দিব্য মুখোপাধ্যায় পরিচালিত ‘অমর সঙ্গী’, পরমব্রত চট্টোপাধ্যায়ের ‘এই রাত তোমার আমার’।

Fateh

অন্যদিকে বলিউডি ফিল্মের তালিকায় রয়েছে, সোনু সুদ পরিচালিত ‘ফাতেহ’, সন্ধ্যা সুরীর ‘সন্তোষ’, কেদার গায়েকওয়াদের ‘ম্যাচ ফিক্সিং’, কঙ্গনা রানাওয়াতের ‘ইমার্জেন্সি’, অভিষেক কাপুর পরিচালিত ‘আজ়াদ’, নওশাদ সিদ্দিকির ‘মিশন গ্রে হাউজ়’, অশ্বিনী ধীরের ‘হিসাব বরাবর’, সন্দীপ কেলওয়ানি ও অভিষেক অনীল কাপুরের ‘স্কাই ফোর্স’ এবং রোশন অ্যান্ড্রুজ়ের ‘দেবা’।

ফেব্রুয়ারি

এই মাসে বাংলা সিনেমার মধ্যে মুক্তি পাবে অংশুমান প্রত্যুষের ‘বাবুসোনা’। বলিউড সিনেমার মধ্যে রয়েছে লক্ষ্মণ উতেকর পরিচালিত ‘ছাওয়া’, আদনান শেখ ইয়াসির পরিচালিত ‘সানকি’, রাহুল শঙ্খলিয়ার ‘নখরেওয়ালি’, মুদাসর আজ়িজ়ের ‘মেরে হাজ়ব্যান্ড কি বিবি’, অভিনাশ দাসের ‘ইন গলিও মে’।

Sikandar

মার্চ

মার্চে মুক্তি পাবে মৈনাক ভৌমিকের ‘গৃহস্থ’। এছাড়া ঈদে মুক্তি পাবে সালমান খানের ‘সিকান্দার’।

এপ্রিল

বাংলা নববর্ষের সময় মুক্তি পেতে পারে পথিকৃত বসু পরিচালিত ‘শ্রীমান ভার্সের শ্রীমতী’, সুমন ঘোষের ‘পুরাতন’, জিৎ চক্রবর্তী পরিচালিত ‘আড়ি’, অংশুমান প্রত্যুষের ‘অন্নপূর্ণা’।

Jolly LLB 3

বলিউডের সিনেমার লিস্টে রয়েছে সুভাষ কাপুরের ‘জলি এলএলবি ৩’, অনন্ত মহাদেবনের ‘ফুলে’, শশাঙ্ক খৈতানের ‘সানি সংস্কারি কি তুলসী কুমারি’।

মে

মে মাসে মুক্তি পাবে শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘দেবী চৌধুরানি’, রাজা চন্দ পরিচালিত ‘চন্দ্রবিন্দু’, সায়ন্তন ঘোষালের ‘রবীন্দ্র কাব্য রহস্য’, শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ‘আমার বস’, সুমন মুখোপাধ্যায়ের ‘পুতুল নাচের ইতিকথা’।

Raid 2

হিন্দি সিনেমার তালিকায় আছে কেবল রাজকুমার গুপ্তা পরিচালিত ‘রেইড ২’।

জুন

বাংলায় কিংশুক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘অসুখ বিসুখ’ এবং বলিউডে তরুণ মনসুখানির ‘হাউজ়ফুল ৫’ মুক্তি পাবে এই মাসে।

জুলাই

অভিজিৎ চৌধুরী পরিচালিত ‘ধ্রুবর আশ্চর্য জীবন’ এবং হিন্দি ছবি তুষার জলোটা পরিচালিত ‘পরম সুন্দরী’ মুক্তি পেতে চলেছে জুলাই মাসে।

আরও পড়ুন : ২০২৪ সালের সব থেকে জনপ্রিয় সিনেমা কোনটি? নাম শুনলে চমকে যাবেন

WAR 2

অগাস্ট

রবীন্দ্র নামবিয়ার পরিচালনায় ‘ডিয়ার ডি’ এবং বলিউডের অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ওয়ার ২’ ও বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য দিল্লি ফাইলস’ এই তিনটি সিনেমা মুক্তি পাবে আগস্ট মাসে।

সেপ্টেম্বর

এই বছরের পুজোতে বাংলার দর্শকদের জন্য থাকছে একাধিক চমক। দুর্গাপুজো উপলক্ষে মুক্তি পাবে পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ‘আবার হাওয়া বদল’, ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘রঘু ডাকাত’, অনীক দত্তর ছবি ‘যত কাণ্ড কলকাতায়: চ্যাপ্টার ১’। এছাড়াও এই তালিকায় আছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত একটি সিনেমা যার নাম এখনও জানা যায়নি।। পাশাপাশি হিন্দির তালিকায় থাকতে পারে এ হর্ষ পরিচলিত ‘বাঘী ৪’।

আরও পড়ুন : Box Office-এ ঝড় তুলতে আসছে Jeet এর Upcoming 7 টি Movie

Baaghi 4

ডিসেম্বর

বছরের শেষে মুক্তি পাবে অভিজিৎ সেন পরিচালিত ‘প্রজাপতি ২’, কমলেশ্বর মুখোপাধ্যায়ের ‘আমি আমার মতো’, অভিজিৎ গুহ ও সুদেষ্ণা রায় পরিচালিত ‘অফিস’। এ ছাড়া বিশাল ভরদ্বাজ পরিচালিত একটি সিনেমা ও আলিয়া ভাট অভিনীত ‘আলফা’ও মুক্তি পেতে পারে বছরের শেষ মাসে।

পরে এই তালিকা পেতে ভিডিওটি সেভ করে রাখুন নিজের কাছে আর অবশ্যই শেয়ার করে জানিয়ে দিন আপনার কাছের বন্ধুদের। এছাড়া বাংলা বিনোদনের এমনই নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো করে নিন।