স্বামীর থেকে সম্পত্তি কয়েক গুণে বেশি! বলিউডের এই অভিনেত্রীরা স্বামীর থেকেও ধনী

বলিউডের (Bollywood) ৫ সবথেকে ধনী অভিনেত্রী, যাদের সম্পত্তির পরিমাণ তাদের স্বামীদের থেকেও বেশি। আয় এবং মোট সম্পত্তির নিরিখে স্বামীদের অনায়াসে টেক্কা দেবেন এই অভিনেত্রীরা এই তালিকায় রয়েছেন বলিউডের সেরার সেরা অভিনেত্রীরা। যারা পুরুষের সম্পত্তি কিংবা সাফল্য দেখে নয়, নিতান্তই ভালবেসে বসেছেন বিয়ের পিঁড়িতে। কারা তারা? দেখুন এক নজরে।

প্রীতি জিন্টা (Preity Zinta) : বলিউড সুন্দরী প্রীতি বিয়ে করেছেন জিন গুডএনাফকে। তার স্বামীর মোট সম্পত্তির পরিমাণ ২৫ কোটি টাকা। যেখানে প্রীতির মোট সম্পত্তির পরিমাণ ২৫০ কোটি টাকা। অর্থাৎ স্বামীর থেকে তার সম্পত্তির পরিমাণ ১০ গুণ বেশি। বর্তমানে স্বামী এবং দুই যমজ সন্তানকে নিয়ে প্রীতি রয়েছেন আমেরিকাতে।

Deepika Padukone And Ranveer Singh

দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) : দীপিকা পাড়ুকোন তার স্বামীর রণবীর সিংয়ের তুলনায় অনেক বেশি জনপ্রিয় এবং সফল। বলিউডে তার আগমনও রণবীরের আগে ঘটেছে। তবুও তিনি রণবীরকে বিয়ে করেছেন। দীপিকার মোট সম্পত্তির পরিমাণ ৫০০ কোটি টাকা। আর রণবীর সিংয়ের মোট সম্পত্তির পরিমাণ ২৪৫ কোটি টাকা। অর্থাৎ রণবীরের তুলনায় দ্বিগুণ সম্পত্তির মালিক দীপিকা।

আলিয়া ভাট (Alia Bhatt) : শুনতে অবাক লাগলেও সত্যি কাপুর বংশের উত্তরাধিকার রণবীর কাপুরের তুলনায় তার স্ত্রী আলিয়া ভাটের সম্পত্তির পরিমাণ বেশি। আলিয়া ভাটের মোট সম্পত্তির পরিমাণ ৫৫০ কোটি টাকা। আর রণবীর কাপুরের কাছে রয়েছে ৩৪৫ কোটি টাকার সম্পত্তি।

আরও পড়ুন : উত্তম কুমারের নাতনিকে বিয়ে করেও কেন টিকলো না সংসার? মুখ খুললেন ভাস্বর চ্যাটার্জী

Aishwarya Rai Bachchan

আরও পড়ুন : নাগা চৈতন্যের আগে কার কার সঙ্গে সম্পর্কে ছিলেন সামান্থা? তালিকার দৈর্ঘ্য দেখলে চমকে যাবেন আপনি

ঐশ্বর্য রাই (Aishwarya Rai) : ঐশ্বর্য রাই এবং অভিষেক বচ্চনের বিয়ে এখন ভাঙ্গনের মুখে। বলিউডে সবথেকে ধনী অভিনেত্রী হলেন ঐশ্বর্য। অভিষেক বচ্চনের তুলনায় তিনি অনেক বেশি সফল। ঐশ্বর্যের কাছে ৮০০ কোটি টাকার সম্পত্তি আছে। আর অভিষেক বচ্চন কেবল ২৫০ কোটি টাকার মালিক।