কেউ ছিলেন রিপোর্টার, কেউ ব্যাঙ্কের কর্মচারী, বলিউডে আসার আগে নায়িকারা কে কী করতেন?

বলিউডের (Bollywood) হাতছানিতে রোজ হাজার হাজার তরুণ-তরুণী হাজার স্বপ্ন চোখে নিয়ে মুম্বাইতে ভিড় করেন। এদের মধ্যে কেউ কেউ হয়তো অনেক বড় বড় পোস্টে কর্মরত। কিন্তু বলিউডের টানে নিশ্চিত চাকরি ছেড়ে তারা তারকা হওয়ার স্বপ্ন দেখেছেন। এদের মধ্যে কিছু কিছু তারকা ইন্ডাস্ট্রিতে নিজেদের ভিত গড়ে তুলতে সমর্থ হয়েছেন। আজকের এই প্রতিবেদনে রইল তেমনই সব তারকাদের তালিকা।

জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandes) : বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী জ্যাকলিন তার দেশ শ্রীলঙ্কা ছেড়ে ভারতে এসে রয়েছেন তারকা হওয়ার আশায়। তবে অভিনেত্রী হওয়ার আগে তিনি রিপোর্টার হিসেবে কাজ করেছেন বহুদিন। জ্যাকলিন বলিউডে পা রাখার আগে সংবাদ সংস্থায় কাজ করতেন।

KUNAL AND SOHA

সোহা আলি খান (Soha Ali Khan) : পতৌদি নবাব বংশের কন্যা সোহাও এই দলে পড়েন। মা শর্মিলার মত তিনিও বলিউডে ভাগ্য করতে এসেছিলেন। তবে তার আগে তিনি লন্ডন স্কুল অফ ইকোনোমিক্স এন্ড পলিটিকাল সায়েন্স থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর তিনি বেশ কিছুদিন একটা ব্যাঙ্কে চাকরি করেছিলেন। চাকরি ছেড়ে তিনি বলিউডে এসেছিলেন।

পরিনীতি চোপড়া (Parineeti Chopra) : বলিউডের আরেক অভিনেত্রী পরিনীতিও অভিনেত্রী হওয়ার আগে অন্য পেশার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি অর্থনীতিতে অনার্স পাশ করেন। তারপর পি আর টিমের হয়ে কাজ করেছিলেন কিছুদিন। সেখান থেকেই তিনি বলিউডে কাজ করার সুযোগ পান।

Tapsi Pannu

তাপসী পান্নু (Tapsi Pannu) : অভিনেত্রী হওয়ার আগে তাপসী পান্নু ছিলেন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। প্রথমে তিনি কিছুদিন ইঞ্জিনিয়ারিংয়ের চাকরি করেন। এরপর সর্বপ্রথম দক্ষিণ ছবিতে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। সেখান থেকেই বলিউডে তার কেরিয়ার শুরু হয়।

Amisha Patel

আমিশা পাটেল (Amisha Patel) : সংবাদ মাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয় যে আমিশা আগে একটি কোম্পানিতে অর্থনীতি বিশ্লেষক হিসেবে কাজ করতেন। এরপর রাকেশ রোশন তাকে ‘কহো না পেয়ার হে’ ছবির জন্য নির্বাচিত করেন। তারপর থেকে তিনি চাকরি ছেড়ে দিয়ে অভিনেত্রী হিসেবে নতুন কেরিয়ার শুরু করেন।