Bollywood Divorce : বলিউডে এমন অনেক অভিনেত্রী রয়েছেন যারা বিয়ের পরেও নিজের ক্যারিয়ারে সফল হয়েছেন আবার এমন অনেক অভিনেত্রী রয়েছেন যারা বিয়ের পর নিজের ইচ্ছায় ছেড়ে দিয়েছেন অভিনয়। আজ আমরা আপনাদের সেই অভিনেত্রীদের কথা বলব যারা বৈবাহিক জীবনে ব্যর্থ হলেও নিজের পেশাগত দিক থেকে হয়েছেন সফল। ডিভোর্স (Divorce) -র পর আরও বেশি সফল হয়েছেন নিজেদের কাজে।
Mallika Sherawat : বলিউডের অন্যতম সেক্সি অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত বলিউডে প্রবেশ করার আগেই করণ সিং গিলের সঙ্গে বিবাহ বিচ্ছেদ করেন। অনেকেই এই খবরটি জানেন না কারন মল্লিকা কখনোই নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে কথা বলতে চান না সংবাদমাধ্যমের সামনে। ক্যারিয়ারের প্রথম দিকে কয়েকটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলেন তিনি, কিন্তু সবথেকে বেশি তিনি সাফল্য অর্জন করেছিলেন বিবাহ বিচ্ছেদের পর।
Rakhee Gulzar : নিঃসন্দেহে বলিউডের অন্যতম একজন পাওয়ারপ্যাক অভিনেত্রী হলেন রাখি গুলজার। রাখি প্রথম থেকেই অভিনয় জগতে কাজ করতে চেয়েছিলেন কিন্তু স্বামীর আপত্তি থাকায় তিনি অবশেষে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। বিবাহ বিচ্ছেদের পরে ‘শর্মিলি’ নামক একটি সিনেমার হাত ধরে তিনি ইন্ডাস্ট্রিতে নিজের ক্যারিয়ার শুরু করেন।
Mahie Gill : অভিনয়কে ভালোবেসে নিজের ব্যক্তিগত জীবনের সঙ্গে আপোষ করতেও রাজি ছিলেন মাহি গিল। বিবাহ বিচ্ছেদের পরেও মাহির সঙ্গে তার স্বামীর এখনো ভালো সম্পর্ক রয়েছে। তবে এটাও ঠিক, বিবাহ বিচ্ছেদের পর থেকেই মাহি অভিনয় জগতে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। ‘দেব’ নামক একটি সিনেমায় অসাধারণ অভিনয় করে সকলে নজর কেড়ে নিয়েছিলেন তিনি।
Kalki Koechlin : চিরকাল অন্যরকম চরিত্রে আমরা দেখেছি কল্কিকে। কল্কি কোয়েচলিন অনুরাগ কাশ্যপের ‘দেব’ নামক একটি সিনেমার হাত ধরে বলিউডে প্রবেশ করেছিলেন। প্রথম সিনেমায় কাজ করতে করতেই পরিচালক অনুরাগ কাশ্যপের সঙ্গে একটি সম্পর্ক তৈরি হয় অভিনেত্রীর, যা পরবর্তীকালে স্থায়ী হয় না। অনুরাগের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর ‘শয়তান’, ‘জিন্দেগী না মিলেগি দোবারা’, ‘ মার্গারিটা উইথ অ্যা স্ট্রং’ সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা কুড়িয়েছিলেন অভিনেত্রী।
Chitrangada Singh : ২০০১ সালে জ্যোতি রান্ধাওয়াকে বিয়ে করেছিলেন চিত্রাঙ্গদা কিন্তু দুর্ভাগ্যবশত ২০১৪ সালে তারা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। বিবাহ বিচ্ছেদের পর ‘সাহেব বিবি অর গ্যাংস্টার ৩’, ‘দেশি বয়েজ’ সিনেমায় অসামান্য অভিনয়ের মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। সিঙ্গেল এই অভিনেত্রী এখনো খুঁজছেন নিজের মনের মানুষকে।
Vidya Malvade : এই নামটা হয়তো আপনাদের কাছে সুপরিচিত নয়। বিদ্যাও বলিউডের একজন অভিনেত্রী যিনি বলিউডে পদার্পণ করার আগেই এয়ার হোস্টেস হিসেবে কাজ করতেন। বিদ্যার স্বামী ক্যাপ্টেন অরবিন্দ সিং বগ্গা একটি বিমান দুর্ঘটনায় মারা যাওয়ার পর বিদ্যা চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। প্রথম কয়েকটি সিনেমা ফ্লপ হলেও বলিউডে খুব শীঘ্রই নিজের জায়গা তৈরি করে নিয়েছিলেন বিদ্যা। ২০০৯ সালে ফের চিত্রনাট্যকার সঞ্জয় দাইমার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।
আরও পড়ুন : পরিবারের বিবাদ চরমে, সম্পত্তির ভাগাভাগি করে দিলেন অমিতাভ বচ্চন! কে কত টাকা পেল?
Leela Chitnis : বলিউডের প্রথম সারির নায়কদের মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে এই অভিনেত্রীকে। ডক্টর গজানন যশবন্ত চিটসিনের সঙ্গে খুব অল্প বয়সেই বিয়ে করেন অভিনেত্রী এবং ৪ সন্তানের পিতা-মাতা হন তারা। সংসার সামলানোর পাশাপাশি অভিনয় জগতেও সমান ভাবে কাজ করেছেন লীলা। তবে ব্যক্তিগত জীবনে বিবাহ বিচ্ছেদ করার সিদ্ধান্ত নেওয়ার পরেই তিনি ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করতে সক্ষম হন।
আরও পড়ুন : বউকে আদর করে কে কী নামে ডাকেন? বলিউড তারকাদের ‘ভালোবাসার নাম’ শুনলে মজা পাবেন
আরও পড়ুন : কোথায় হারিয়ে গেলেন সলমনের প্রেমিকা সঙ্গীতা বিজলানি? দেখুন এখন কেমন দেখতে হয়েছে তাকে
Aditi Rao Hydari : ১৭ বছর বয়সে ছোটবেলার প্রেমিকার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে যান অভিনেত্রী তবে পরবর্তীকালে বয়সের ব্যবধানে এবং মতপার্থক্য হওয়ার ফলে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন অদিতি। ২১ বছর বয়সী অদিতি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির হাত ধরে অভিনয় জগতে প্রবেশ করেন এবং ধীরে ধীরে বলিউডেও নিজের জায়গা শক্ত করেন তিনি।
Zeba Bakhtiar : পাকিস্তানি গায়ক আদনান সামির কথা আমরা সকলেই জানি। আদনান সামির স্ত্রী হলেন জেবা বখতিয়ার। ১৯৯৫ সালে আদনানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী কিন্তু ১৯৯৬ সালেই এই বিয়ে ভেঙে যায়। বিবাহ বিচ্ছেদের পরেই একের পর এক সিনেমার অফার আসতে শুরু করে অভিনেত্রীর কাছে। বর্তমানে একমাত্র ছেলের সঙ্গে প্রযোজক হিসেবে কাজ করছেন অভিনেত্রী।
আরও পড়ুন : লাক্স সাবানের প্রথম তারকামুখ, আলাপ করুন স্বাধীনতা-পূর্ব ভারতের প্রথম উচ্চশিক্ষিত নায়িকার সঙ্গে