ভারত সেরা উদ্যোগপতি! অভিনয় ছেড়ে ব্যবসা খুলে কোটি টাকা কামাচ্ছেন এই অভিনেত্রীরা

আপনি কি জানেন বলিউডের (Bollywood) বেশিরভাগ অভিনেত্রী এখন ভারতের সেরা উদ্যোগপতি? আলিয়া, দীপিকা, অনুষ্কা থেকে শুরু করে শিল্পা, ক্যাটরিনা, সোনাক্ষীরা এখন অভিনয়ের থেকে ব্যবসা করে কামাচ্ছেন কোটি কোটি টাকা। মুম্বাইয়ের বুকে এই অভিনেত্রীদের স্টার্ট আপের ব্যবসা আকাশ ছুঁয়েছে। ‌ কার কোন ব্যবসা আছে? দেখুন এক নজরে।

১. শিল্পা শেট্টি (Shilpa Shetty) : এখন আর অভিনয় তেমন করতে দেখা যায় না শিল্পাকে। কিছু রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে ক্যামেরার সামনে আসেন শিল্পা। আর সোশ্যাল মিডিয়ার পাতায় তার রোজনামচা, যোগা, লাইফ স্টাইলের ভিডিও শেয়ার করেন। তবে এসব তো ছোটখাট ব্যাপার। স্কিন কেয়ার এবং ওয়েলনেস ব্র্যান্ড মামা আর্থ, এগ্রি টেক স্টার্ট আপ ফার্মাস কানেক্টের প্রচারের মুখ তিনি। বিনিয়োগও করেছেন বড় বড় কোম্পানিতে। আবার ফিটনেস এবং হেলথ অ্যাপ সিম্পলি সোলফুল নামের একটি অ্যাপ্লিকেশন লঞ্চ করেছেন তিনি। সেই সঙ্গে ব্যাস্টিন নামের একটি বিলাসবহুল সিফুড রেস্তোরাও খুলেছেন শিল্পা।

Alia Bhatt

২. আলিয়া ভাট (Alia Bhatt) : অভিনয়ের পাশাপাশি ব্যবসায়ী মনোভাব রাখেন আলিয়াও। এড এ মাম্মা নামের একটি শিশুদের পোশাকের ব্র্যান্ড খুলেছিলেন তিনি। তার নিজস্ব প্রোডাকশন হাউজ আছে যার নাম ইন্টার্নাল সানশাইন। এই প্রোডাকশনের আওতায় সিনেমা এবং ওয়েব সিরিজ নির্মাণ হয়।

৩. মৌনি রায় (Mouni Roy) : টিভি এবং বলিউডে অভিনয়ের পাশাপাশি ব্যবসা খুলেছেন মৌনিও। তার রেস্তোরাঁর নাম বদমাশ। ভারতীয় খাবার পরিবেশন করে তার এই রেস্তোরাঁ। মুম্বাইয়ের এই রেস্টুরেন্টে ভারতের ঐতিহ্যবাহী খাবার পাওয়া যায়। এখন মুম্বাইতেই এই রেস্তোরাঁর ২ টো আউটলেট আছে। আর ৪ টে আউটলেট আছে ব্যাঙ্গালোরে।

KRITI SANON

৪. কৃতি স্যানন (Kriti Sanon) : অভিনয়ের পাশাপাশি ব্লু বাটারফ্লাই ফিল্মস নামের একটি প্রোডাকশন হাউস খুলেছেন কৃতি। সেই সঙ্গে হাইফেন নামের একটি স্ক্রিন কেয়ার ব্রান্ড প্রতিষ্ঠা করেছেন অভিনেত্রী। আবার মিস টোকেন নামে তার একটি পোশাকের ব্র্যান্ডও আছে। দ্য ট্রাইব নামে একটি ফিটনেস ট্রেনিং স্টুডিও খুলেছেন কৃতি।

৫. অনুষ্কা শর্মা (Anushka Sharma) : বিরাট কোহলির সঙ্গে বিয়ের পর আর সেভাবে অভিনয় করছেন না অনুষ্কা। নাশ নামের একটি পোশাকের ব্র্যান্ড লঞ্চ করেছেন তিনি। সেই সঙ্গে ক্লিন স্লেট ফিল্মস নামের একটি প্রোডাকশন হাউজও খুলেছেন অনুষ্কা। সেই সঙ্গে একটি স্বাস্থ্যকর নিরামিষ স্ন্যাক্সের ব্র্যান্ডে তিনি ইনভেস্ট করেছেন। বিরাট কোহলির সঙ্গে উদ্ভিজ্জ মাংসের ব্র্যান্ড ব্লু ট্রাইব ফুডসেও বিনিয়োগ আছে অনুষ্কার।

আরও পড়ুন : বিশ্বসেরা ১০ আকর্ষণীয় পুরুষের মধ্যে একমাত্র নাম এই ভারতীয় তারকার! তিনি কে?

Sonakshi Sinha

৬. সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) : সোনাক্ষী সিনহা সোজি ই-কমার্স স্টোরের সহ প্রতিষ্ঠাতা। নারী ক্ষমতায়নের উপর কাজ করেন সোনাক্ষী।

৭. দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) : দীপিকা পাড়ুকোন 82°E নামের একটি স্কিনকেয়ার ব্র্যান্ড প্রতিষ্ঠা করেছেন। এই ব্র্যান্ডের আওতায় মেক আপের সব সামগ্রী পাওয়া যায়।

আরও পড়ুন : বোনে-বোনে বনিবনা নেই! কেন রানী মুখার্জিকে সহ্য করতে পারতেন না কাজল?

Katrina Kaif

৮. ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) : ক্যাটরিনা বর্তমানের কল্যাণ জুয়েলার্স, টাইটান, নাইকার মত অনেক বড় বড় সংস্থার সঙ্গে যুক্ত আছেন। সেই সঙ্গে কে বিউটি নামের একটি মেকআপ প্রোডাকশন সংস্থার সহ প্রতিষ্ঠাতা হিসেবে বিনিয়োগ করেছেন তিনি।