কেউ মাধ্যমিক ফেল তো কেউ স্কুলেই যায়নি, বলিউডের সব থেকে অশিক্ষিত নায়িকা কে?

বলিউড (Bollywood) সেলিব্রিটিদের রূপ সৌন্দর্য এবং অভিনয় দর্শকদের তাক লাগিয়ে দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই বলিউডের নায়ক এবং নায়িকা হওয়ার স্বপ্ন দেখে স্কুলের গণ্ডি না পেরোতেই অনেকে ইন্ডাস্ট্রিতে এসেছেন ভাগ্য পরীক্ষা করতে। এদের মধ্যে আজ এই প্রতিবেদনে রইল বলিউডের ৮ তারকার নাম এবং তাদের শিক্ষাগত যোগ্যতা (Bollywood Actresses Educational Qualification)

ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) : ক্যাটরিনা হলেন বলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী। যদিও তিনি বিদেশি কিন্তু বর্তমানে ভারতীয় সিনেমায় অবদান রাখছেন ক্যাটরিনা এবং পাকাপাকিভাবে এখানেই বসবাস করছেন। ক্যাটরিনা কখনও স্কুলে যাননি। বিশ্বের ১৮ টি দেশে ঘুরে ঘুরে কেটেছে তার শৈশব। তার এবং তার বোনেদের শিক্ষার জন্য হোম টিউটর নিযুক্ত করা হয়েছিল। তাদের কোনও ডিগ্রি নেই।

RANBIR KAPOOR

রণবীর কাপুর (Ranbir Kapoor) : কাপুর পরিবারের প্রায় সকলেই নাকি অশিক্ষিত। পড়াশোনা ছেড়ে অভিনয়টাই ছিল তাদের ধ্যান-জ্ঞান। রণবীর কাপুর নিজেও পড়াশোনায় একদমই ভাল ছিলেন না। তিনি টেনেটুনে দশম শ্রেণী পাশ করেন। তবে জানেন কি তারা শিক্ষাগত যোগ্যতাই কাপুর বংশে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা?

অর্জুন কাপুর (Arjun Kapoor) : অর্জুন কাপুর অবশ্য মাধ্যমিকের পরেও পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। তিনি আর্য বিদ্যামন্দির, চেম্বুর এবং মুম্বাই থেকে পড়াশোনা করেন। তারপর দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ফেল করে যান অভিনেতা। এরপর আর তিনি পড়াশোনা করেননি।

ALIA BHATT

আলিয়া ভাট (Alia Bhatt) : রণবীরের মত আলিয়াও দশম শ্রেণী পাশ করে পড়াশোনা ছেড়ে দেন। মাধ্যমিক পাশ করার পর তিনি সরাসরি করণ জোহরের ছবিতে অভিনয় করার সুযোগ পেয়ে যান। তারপর থেকে পড়াশোনা ছেড়ে তিনি অভিনয় করে যাচ্ছেন।

কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) : কঙ্গনা জানিয়েছেন তিনি বিনোদনের জগতে আসার পর অনেক সংগ্রাম করেছেন। পড়াশোনাতেও তিনি খুব একটা ভাল ছাত্রী ছিলেন না। দ্বাদশ শ্রেণির পরীক্ষাতে তিনি ফেল করে যান। এরপর পড়াশোনা ছেড়ে অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখে মুম্বাইতে চলে আসেন।

DEEPIKA PADUKONE

দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) : দীপিকা পাড়ুকোন অবশ্য দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। এরপর তিনি স্নাতকে ভর্তি হয়েছিলেন কিন্তু তখন মডেলিং, বিজ্ঞাপন এবং সিনেমার কাজের চাপে তাকে পড়াশোনা ছেড়ে দিতে হয়।

AISHWARYA RAI BACHCHAN

ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) : এই তালিকায় যে যে অভিনেত্রীদের উল্লেখ রয়েছে তাদের মধ্যে সবথেকে বেশি শিক্ষিত হলেন ঐশ্বর্য। প্রথমে মুম্বাইয়ের আরিয়া বিদ্যামন্দির হাই স্কুল থেকে পড়াশোনা করে তিনি জয় হিন্দ কলেজ এবং ডিজি রুপারেল কলেজে ভর্তি হন। এরপর তিনি রচনা সংসদ একাডেমি অফ আর্কিটেকচারে ভর্তি হয়েছিলেন। কিন্তু কেরিয়ারের চাপে পড়াশোনা তাকে মাঝপথে বন্ধ করে দিতে হয়।