হাতে নেই কাজ তবু ঠাটেবাটে কাটছে দিন, কীভাবে এত উপার্জন করছেন রেখা?

বলিউডের (Bollywood) এভারগ্রিন সুন্দরী তিনি। ৬০ পেরিয়েও চেহারার গ্ল্যামারে মুগ্ধ করে দেন সকলকে। বিগত বেশ কয়েক বছর ধরেই বলিউডের কোনও ছবিতে তেমন অভিনয় করতে দেখা যায় না রেখাকে (Rekha)। কিন্তু তাতে তার বিলাসিতা ভরা জীবনযাত্রায় কোনও প্রভাব পড়েনি। হাতে সেভাবে কোনও কাজ নেই, তবুও এত ঠাটবাট! কীভাবে এবং কোথা থেকে রেখা এত টাকা উপার্জন করছেন জানেন?

প্রথমত দক্ষিণী ছবিতে শিশু শিল্পী হিসেবে অভিনয় জীবন শুরু করেছিলেন রেখা। এরপর কিছুদিন যেতে না যেতেই তিনি নায়িকা হয়ে ওঠার সুযোগ পান। ক্রমে তিনি হয়ে ওঠেন বলিউডের এক নম্বর নায়িকা। জীবনে বহু সুপারহিট ছবিতে উপার্জন করে প্রচুর অর্থ তিনি উপার্জন করেছেন। এছাড়া তিনি বর্তমানে প্রচুর সম্পত্তির মালিক।

REKHA

মুম্বাইয়ের পাশাপাশি দক্ষিণ ভারতেও রেখার নামে অনেক সম্পত্তি আছে। পৈতৃক সম্পত্তি নয়, রেখা নিজের যোগ্যতায় সেসব উপার্জন করেছেন। তার বাবা দক্ষিণী সুপারস্টার জেমিনি গনেশান তো তাকে নিজের মেয়ে বলে স্বীকারই করেননি। রেখা বর্তমানে তার সেইসব সম্পত্তি থেকে লক্ষ লক্ষ টাকা ভাড়া পাচ্ছেন।

এছাড়া রেখা হলেন রাজ্যসভার সাংসদ। যে কারণে তিনি প্রতি মাসে ১ লক্ষ টাকা করে বেতন পান। তাই তার বিলাসবহুল জীবনের খরচ অনেকটাই এর থেকে উঠে আসে। এখন অভিনয় পুরোপুরি ছেড়ে দিলেও তাকে বিভিন্ন সময় বিভিন্ন টিভি শো’তে উপস্থিত থাকতে দেখা যায়। যার জন্য তাকে মোটা অংকের পারিশ্রমিক দেওয়া হয়। এছাড়া কোনও অনুষ্ঠানের উদ্বোধনের ফিতে কাটার জন্যও তিনি মোটা টাকা নিয়ে থাকেন।

REKHA SAREE COLLECTION

সেই সঙ্গে রেখাকে বর্তমানে কিছু বিজ্ঞাপনের কাজ করতেও দেখা যায়। তিনি বেশ কিছু বিজ্ঞাপনের মুখ হয়েছেন। সেই সঙ্গে বর্তমানে তিনি বিহারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। রেখা গত প্রায় ৪ দশক ধরে কাজ করেছেন বলিউডে। এখন তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪০ মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ২৫ বিলিয়ন টাকা।

REKHA SAREE COLLECTION

রেখা যেমন তার বাবা সম্পত্তি থেকে কোনও ভাগ পাননি, তেমনি স্বামী মারা যাওয়ার পর শ্বশুরবাড়ি থেকেও কোনও সম্পত্তি নেননি। তিনি বিয়ে করেছিলেন ব্যবসায়ী মুকেশ আগারওয়ালকে। কিন্তু বিয়ের এক বছরের মধ্যে তার স্বামী আত্মহত্যা করেন। সুইসাইড নোটে তিনি লিখে গিয়েছিলেন তার সম্পত্তি থেকে যেন রেখাকে এক কানাকড়িও না দেওয়া হয়। তাই রেখা এখন যে পরিমাণ সম্পত্তির মালিক তার সবটাই তার স্বোপার্জিত।