দর্শকদের ধারণা বিনোদন দুনিয়ার তারকারা পড়াশোনা তো তেমন পটু নন। অল্প বয়সে গ্ল্যামার দুনিয়ার টানে অনেকেই স্কুল কিংবা কলেজের গণ্ডি পার হতে পারেননি এ কথা যেমন ঠিক, তেমনই আবার এটাও ঠিক যে বলিউডে এমন অনেক অভিনেতা রয়েছেন যারা পড়াশোনাতে তুখর ছিলেন। নিজের যোগ্যতায় ভালো বেতনের চাকরিও জোগাড় করেছিলেন। কিন্তু অভিনয়ের টানে সেসব চাকরি ছেড়ে তারা বলিউডে চলে আসেন। এ তালিকায় রয়েছেন একাধিক তারকা। এক নজরে দেখুন তাদের নামের তালিকা।
১. ভিকি কৌশল : এই তালিকায় সবার আগে নাম থাকবে ভিকি কৌশলের। শ্যাম বাহাদুর, সর্দার উধম, উরি থেকে ছাবা, বলিউডকে তিনি অনেক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন ভিকি কৌশল মুম্বাইয়ের একটি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পড়াশোনা করেন এবং পড়ার শেষে ভালো ভালো কোম্পানিতে ভালো বেতনের চাকরিও পান। কিন্তু সেসব ছেলে তিনি বলিউডে চলে আসেন।
২. তাপসী পান্নু : দিল্লির একটি কলেজ থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন তাপসী। তারপর সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কিছুদিন চাকরিও করেছিলেন তিনি। আইফোনের জন্য একটি অ্যাপ নির্মাণ করেছিলেন তাপসী। কিন্তু ছোটবেলা থেকেই তিনি অভিনয়ের প্রতি আকৃষ্ট ছিলেন। তাই একসময় চাকরির সঙ্গে মডেলিং করতে শুরু করেন। পরবর্তী দিনে বিভিন্ন বিজ্ঞাপনের জন্য ডাক পেতে থাকেন তাপসী। এরপর অভিনয় করবেন বলে চাকরি ছেড়ে দেন তিনি।
৩. জন আব্রাহাম : জন আব্রাহামও মুম্বাইয়ের একটি কলেজ থেকে এমবিএ করেছিলেন। তারপর তিনি মিডিয়ার প্ল্যানার হিসেবে কাজ করেন। এর পাশাপাশি তিনি মডেলিং এর জন্য নিজেকে তৈরি করছিলেন। এক সময় চাকরি ছেড়ে দিয়ে যান পাকাপাকিভাবে মডেলিং এবং অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেন।
৪. সোনাক্ষী সিনহা : মুম্বাইয়ের একটি কলেজ থেকে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেছেন সোনাক্ষী। তারপর তিনি পোশাক শিল্পী হিসেবে কাজ শুরু করেন। কিছুদিন এই কাজ করার পর তিনিও অভিনয়ে আসেন। অভিনয় করতে করতে সোনাক্ষীর চাকরিটা যায় চলে।
৫.পরিনীতি চোপড়া : পড়াশোনাতে বরাবরই খুব ভালো ছাত্রী ছিলেন পরিনীতি। তিনি যশরাজ ফিল্মস প্রযোজনা সংস্থার মার্কেটিং বিভাগে কাজ শুরু করেছিলেন। তারপর সেখান থেকে সেই সংস্থার পি আর হিসেবে কাজ শুরু করেন। এরপর চাকরি ছেড়ে তিনি অভিনয় প্রশিক্ষণ নিতে শুরু করেন এবং নিজেও শুরু করেন অভিনয়।
আরও পড়ুন : ডিভোর্সের পর বাঙালি ‘হটবম্ব’কে বিয়ে! দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন এই বলিউড অভিনেতা
আরও পড়ুন : কোথায় হারিয়ে গেলেন ‘মার্ডার ৩’ নায়িকা? কেন তিনি ছেড়ে দিলেন অভিনয়?
৬. রণদীপ হুদা : বলিউডের এই অভিনেতা অস্ট্রেলিয়ার মেলবোর্নে পড়াশোনা করেছিলেন। সেখানে কলেজ থেকে মার্কেটিং নিয়ে পড়াশোনা করেন তিনি। রণদীপ এরপর বিজনেস ম্যানেজমেন্টের উপর স্নাতকোত্তর করেন এবং একটি রেস্তোরাতে কাজ করতেন। পরে তিনি ভারতে চলে আসেন এবং একটি বিমান সংস্থার মার্কেটিং বিভাগে কাজ নেন। কাজের পাশাপাশি মডেলিং, নাটকে অভিনয়ও করতেন তিনি। বলিউডে সুযোগ পাওয়ার পর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি।
৭. ভূমি পেডনেকার : বলিউড অভিনেত্রী ভূমিও যশরাজ ফিল্ম প্রযোজনা সংস্থায় চাকরি করতেন। পরে অভিনেত্রী হওয়ার আশা নিয়ে তিনি সেই চাকরি ছেড়ে দেন।