শুধু বিক্রান্ত মাসে নন, কেরিয়ারের শীর্ষে থাকতেও বলিউড (Bollywood) ছেড়েছিলেন এই তারকারা। সদ্য চিরতরে অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা করেছেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেতা। এই সিদ্ধান্ত রীতিমত অবাক হয়েছেন তার ভক্তরা। অনেকেই চাইছেন যাতে এই কঠিন সিদ্ধান্ত না নেন বিক্রান্ত। বিক্রান্তের মতই বলিউডের বহু অভিনেতা অকালে অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন। তাদের মধ্যে আছেন,
৬. জায়রা ওয়াসিম (Zaira Wasim) : ‘দঙ্গল’ গার্ল জায়রা কে মনে আছে? আমির খানের সঙ্গে একটি নয় দু-দুটি সিনেমা করেছিলেন তিনি। দঙ্গল, সিক্রেট সুপারস্টার, এই দুটি সিনেমা করে জায়রা বলিউডে পাকাপাকিভাবে তার একটা জায়গা করে নিতে পেরেছিলেন। কিন্তু হঠাৎ করেই ইসলাম ধর্মের প্রতি অনুরাগবশত তিনি অভিনয় ছেড়ে দেন।
৫. সানা খান (Sana Khan) : ধর্মের কারণে অভিনয় ছেড়েছিলেন অভিনেত্রী সানা খানও। বিগবসের এই প্রাক্তন প্রতিযোগী মডেল হিসেবে এবং অভিনেত্রী হিসেবে বেশ জনপ্রিয় ছিলেন সমাজ মাধ্যমে। একদিন হঠাৎ তিনি নিজেকে বোরখার আড়ালে সরিয়ে নেন। মসজিদের একজন ইমামকে বিয়ে করে পুরোদস্তুর লাইম লাইটের আড়ালে চলে যান।
৪. নীলম কোঠারি (Neelam Kothari) : ৮০, ৯০ এর দশকের এই বলিউড অভিনেত্রীও অকালে ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছিলেন। তখন তার সৌন্দর্য এবং অভিনয়ে মুগ্ধ ছিলেন দর্শকরা। তার এমন সিদ্ধান্ত বহু মানুষের মন ভেঙে যায়।
৩. মুকেশ খান্না (Mukesh Khanna) : কারও কাছে শক্তিমান, কারও কাছে হাভারতের ভীষ্ম, টিভি অভিনেতা মুকেশ খান্নাও একজন জনপ্রিয় তারকা। বলিউড ইন্ডাস্ট্রিতেও তিনি বেশ ভালই এগোচ্ছিলেন। কিন্তু কেরিয়ারের টপে থাকার সময় তার কিছু কিছু বিতর্কিত মন্তব্যের কারণে তাকে নিয়ে খারাপ সমালোচনা হতে থাকে। নিজেকে লাইম লাইট থেকে সরিয়ে নিতে বাধ্য হন অভিনেতা।
২. ইশা কোপিকর (Isha Koppikar) : ১৯৯৭ সালের একটা তেলেগু সিনেমা দিয়ে অভিনয় জীবন শুরু করেন ইশা। বলিউডে প্রথম প্রথম বেশ ভালই সাড়া পাচ্ছিলেন তিনি। কিন্তু পরে তার একাধিক সিনেমা ফ্লপ হতে শুরু করে। ২০১১ সালে তিনি শেষ অভিনয় করেন। এরপর তাকে আর ক্যামেরার সামনে দেখা যায়নি।
আরও পড়ুন : কাজ করতেন কফি শপে, বাথরুমে পান ছবির প্রস্তাব! বিক্রান্ত মাসের জীবন যেন সিনেমা
আরও পড়ুন : ‘হাম আপকে হ্যায় কৌন’ সিনেমার অভিনেতারা আজ কে কী করছেন? দেখুন তাদের বর্তমান অবস্থা
১. টুইংকেল খান্না (Twinkle Khanna) : রাজেশ খান্না এবং ডিম্পল কাপাডিয়ার মেয়েও অভিনয় ছেড়ে সংসারে মন দেন। টুইংকেল যখন বলিউডে পা রাখেন তখন তার চেহারা সঙ্গে রবিনা ট্যান্ডনের মিল নিয়ে অনেক সমালোচনা হতে থাকে। টুইংকেলের একের পর এক সিনেমা ফ্লপ হয়। অক্ষয় কুমারকে বিয়ে করে বলিউডকে চিরতরে বিদায় জানান অভিনেত্রী।