নাম বদলে সুপারস্টার হয়েছেন বলিউডের (Bollywood) এই তারকারা। অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ থেকে কিয়ারা আদবানী, বলিউড অভিনেতাদের যে নামে চেনেন, সেগুলো তাদের আসল নামই নয়। আজ আপনাদের জানাবো বলিউডের সেরা তারকাদের আসল নাম। সেই সঙ্গে জানাবো কেন তারা নিজেদের নাম বদলে ফেলেছিলেন।
অমিতাভ বচ্চন (Anitabh Bachchan) : শুরুটা হোক অমিতাভকে দিয়েই। আসল নাম এবং টাইটেল ব্যবহার করেন না অমিতাভ। অমিতাভ বচ্চন নামে গোটা বিশ্বে পরিচিত হলেও আসলে তার প্রকৃত নাম ইনকিলাব শ্রীবাস্তব। তার বাবা হরিবংশ রাই বচ্চন শ্রীবাস্তব পদবী ত্যাগ করে বচ্চন পদবী নিয়েছিলেন। আর অভিনয়ে পা রাখার সময় ইনকিলাব নাম ছেড়ে অমিতাভ নাম নেন অভিনেতা।
অজয় দেবগণ (Ajay Devgan) : অজয় দেবগনের আসল নাম বিশাল বীরু দেবগণ। তার বাবার নাম ছিল বীরু দেবগণ। যিনি বলিউডের প্রখ্যাত পরিচালক এবং ফিল্ম প্রডিউসার ছিলেন। বলিউডে পা রাখার সময় নাম পরিবর্তন করে নেন অজয়।
অক্ষয় কুমার (Akshay Kumar) : অক্ষয় কুমারেরও আসল নাম এটা নয়। তার আসল নাম রাজিব হরি ওম ভাটিয়া। তিনিও ইন্ডাস্ট্রিতে পা রাখার সময় নিজের নাম পরিবর্তন করেন।
সানি দেওল (Sunny Deol) : ধর্মেন্দ্র পুত্র সানি ইন্ডাস্ট্রির অনেক বড় একজন অভিনেতা। কিন্তু তিনিও বলিউডের ট্রেন্ড মেনে নিজের নাম পরিবর্তন করেন। তার আসল নাম ছিল অজয় সিং দেওল।
সানি লিওনি (Sunny Leone) : বলিউড সুন্দরী সানি লিওনির আসল নাম করণজিত কৌর বোহরা। তার বায়োপিক ‘করণজিত কৌর : দ্য আনটোল্ড স্টোরি অফ সানি লিওনি’ নামের ওয়েব সিরিজে তার নামের পাশাপাশি জীবনের নানা অজানা গল্প উঠে আসে।
হৃত্বিক রোশন (Hrithik Roshan) : বলিউডের এই হ্যান্ডসাম অভিনেতার আসল নামও হৃত্বিক নয়। তার আসল নাম হৃত্বিক রাকেশ নাগরাথ।
ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) : ক্যাটরিনার আসল নামটি হল ক্যাটরিনা টারকোট। জন্মের সময় তার এই পদবী ছিল। টারকোট তার মায়ের পদবী। আর বাবার পদবী ছিল মোহাম্মদ কাইফ। ক্যাটরিনার বাবা কাশ্মীরি বংশোদভুত এবং একজন ব্রিটিশ ব্যবসায়ী।
কিয়ারা আদবানি (Kiara Advani) : এই বলিউড সুন্দরীর আসল নাম ছিল আলিয়া আদবানি। কিন্তু তিনি যখন বলিউডে পা রাখেন ততদিনে আলিয়া ভাট একজন বলিউড সুপারস্টার। একই নামের দুই অভিনেত্রী হয়ে যাওয়াতে কিয়ারা তার আলাদা পরিচয় গড়তে নতুন নাম নেন।
কার্তিক আরিয়ান (Kartik Aaryan) : কার্তিক আরিয়ানের আসল নাম কার্তিক তিওয়ারি। অথচ তার ভক্তরা জানেন না তার আসল নাম।
সেইফ আলি খান (Saif Ali Khan) : মনসুর আলি খান পতৌদি এবং শর্মিলা ঠাকুরের একমাত্র ছেলের নাম সেইফ আলি খান নয়। তার আসল নাম ছিল সাজিদ আলি খান। তিনিও অভিনয়ে আসার আগে নাম পরিবর্তন করেন।
শাহরুখ খান (Shah Rukh Khan) : আর এই তালিকায় যার নাম না বললেই নয় তিনি হলেন শাহরুখ খান। শাহরুখের ভক্তরা অনেকেই জানেন না কিং খানের আসল নাম আব্দুল রশিদ খান।
টাইগার শ্রফ (Tiger Shroff) : জ্যাকি শ্রফের পুত্র টাইগার নামেই পরিচিত বলিউডে। তবে তার আসল নাম জয় হেমন্ত শ্রফ।