পুষ্পা (Pushpa) থেকে বাহুবলি (Bahubali), দক্ষিণী বেল্টের একাধিক সিনেমা বিগত কয়েক বছরে গোটা দেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তেলেগু, মালায়ালাম, কন্নড় ভাষার এইসব সিনেমার হিন্দি ডাবিং অনেক বেশি জনপ্রিয়। তবে জানেন কি দক্ষিণের এইসব সিনেমার হিন্দি ডাবিং করে আরও বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছে দিচ্ছেন কারা? ডাবিং সিনেমাতে দক্ষিণী তারকাদের কন্ঠ দিয়েছেন বলিউডেরই অভিনেতারা। দেখে নিন সেই তালিকা।
১. শ্রেয়স তলপেড়ে (Shreyas Talpade) : এই তালিকায় সবার আগে নাম থাকবে শ্রেয়সের। পুষ্পা সিনেমার প্রথম পার্টে হিন্দিতে অল্লু অর্জুনের কন্ঠ দিয়েছিলেন তিনি। দ্বিতীয় পার্টেও অল্লুর কণ্ঠস্বর তিনিই হয়েছিলেন।
২. রাজেশ খাট্টার (Rajesh Khattar) : পুষ্পা সিনেমার প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্টে ফাহাদ ফাসিলের হয়ে ডাবিং করেছেন রাজেশ খাট্টার। তিনি বলিউড অভিনেতা ঈশান খাট্টারের বাবা। রাজেশ ডন, খিলাড়ি ৭৮৬, দ্য ট্রেন এর মত বেশ কিছু সিনেমাতে অভিনয় করেছিলেন।
৩. অজয় দেবগন (Ajay Devgan) : ২০১৬ সালে মুক্তি পেয়েছিল রামচরণের তেলেগু সিনেমা ধ্রুব। এই ছবিটি হিন্দি ভাষাতেও মুক্তি পায়। তাতে রামচরণের হয়ে ডাবিং করেছিলেন অজয় দেবগন। এছাড়া এই সিনেমাতে রোজা সিনেমা খ্যাত অরবিন্দ স্বামীও অভিনয় করেন। তার হয়ে কণ্ঠ দিয়েছিলেন আরবাজ খান।
৪. শরোদ কেলকর (Sharad Kelkar) : বাহুবলি সিনেমার প্রথম এবং দ্বিতীয় পার্ট শুধু দক্ষিণে নয়, গোটা দেশ জুড়ে ব্যাপক সাড়া ফেলেছিল। এই সিনেমার হিন্দি ডাবিংয়ে প্রভাসের লিপে শোনা গিয়েছে শরোদ কেলকরের কন্ঠ। সেই সঙ্গে প্রভাসের আদিপুরুষ এবং সালার সিনেমাতেও তার জন্য ডাবিং করেছেন তিনি। এছাড়াও শরোদ বিভিন্ন হিন্দি সিরিয়াল এবং তানহাজি, শ্রীকান্ত, লক্ষ্মী সিনেমাতে অভিনয় করেছেন।
৫. মনোজ পান্ডে (Manoj Pandey) : বাহুবলি সিনেমাতে খলনায়কের ভূমিকাতে অভিনয় করেন রানা দগ্গুবাতী। রানার হয়ে ডাবিং করেছিলেন মনোজ পান্ডে। এছাড়াও ‘নেনে রাজু নেনে মন্ত্রী’, ‘কৃষ্ণম বন্দে জগদ্গুরুম’, ‘রুদ্রমাদেবী’ নামের একাধিক দক্ষিণী ছবিতে রানার হয়ে কন্ঠ দিয়েছেন মনোজ।
আরও পড়ুন : এই মেয়ের জন্যই আজও অবিবাহিত সালমান খান! প্রকাশ্যে এল সেই নারীর পরিচয়
আরও পড়ুন : থালাপতি বিজয়কে কেন দক্ষিণ ভারতের ডেমি-গড বলা হয়?
৬. রাজপাল যাদব (Rajpal Yadav) : ২০০৭ সালের তামিল সিনেমা শিবাজী দ্যা বস মুক্তি পায়। এই সিনেমাতে দক্ষিণের অভিনেতা বিবেকের জন্য হিন্দি ডাবিংয়ে কণ্ঠ দিয়েছিলেন রাজপাল।