জ্যোতিষীর কথায় বদলেছেন নাম, ৯৯% মানুষ জানেন না এই তারকাদের আসল নাম

সুপারস্টার হতে নিজের নামই বদলে ফেলেছেন বলিউডের এই তারকারা। জ্যোতিষীর কথা মেনে নতুন নাম রেখেছেন রানী মুখার্জী, আয়ুষ্মান খুরানা, রাজকুমার রাও, অজয় দেবগনরা। আর কে কে রয়েছেন এই তালিকায়? তাদের আসল নামই বা কী ছিল? জেনে নিন একে একে।

বলিউডের যেসব তারকার নিজের নাম বদলেছেন

১. রানী মুখার্জী : রানী যখন বলিউডে প্রবেশ করেন তখন তার বেশ কিছু সিনেমা প্রথম প্রথম ফ্লপ হয়েছে। তাই ভাগ্য বদলাতে জ্যোতিষীর কথায় নিজের নামের পদবীর বানান Mukherjee থেকে বদলে Mukerji করে নেন রানী। তারপরই তিনি হয়েছেন সুপারস্টার।

Ayushmann Khurrana

২. আয়ুষ্মান খুরানা ‍: ছবি হিট করাতে নিউমেরোলজি মেনে নিজের নাম Ayushaman Khurana-র বদলে Ayushmann Khurrana করে নিয়েছেন বলিউডের এই অভিনেতাও।

আরও পড়ুন : হানি সিং থেকে বাদশা, বিখ্যাত রাপারদের আসল নাম কী? ৯৯% মানুষ জানেন না

৩. রাজকুমার রাও : বলিউডের এই অভিনেতার আসল নাম ছিল রাজকুমার যাদব। কিন্তু জ্যোতিষী তাকে বলেন তার পদবী যদি রাও হয় তাহলে তিনি সফল হবেন। রাজকুমারও তাই নিজের পদবি ছেঁটে রাও পদবী জুড়ে দেন নামের পাশে।

Ajay Devgn

আরও পড়ুন : হৃত্বিক রোশনের আসল নাম কী? ৯৯% মানুষ এর উত্তর জানেন না

৪. অজয় দেবগন : অজয় দেবগনেরও বেশ কিছু সিনেমা পরপর ফ্লপ হয়। অজয়ও তখন জ্যোতিষীর পরামর্শে Devgan পদবী বদলে Devgn লিখতে শুরু করেন। তাতে নেহাত খারাপ কিছু হয়নি তার কেরিয়ারে।

৫. করিশ্মা কাপুর : করিশ্মা ছিলেন ৯০ য়ের দশকের হিট অভিনেত্রী। সিনেমা জগতে যথেষ্ট নাম ছিল তার। কিন্তু বিয়ের পর করিশ্মার জীবন বদলে যায়। তার ব্যক্তিগত জীবন খুবই খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে শুরু করে। অভিনয়ের প্রস্তাব আসাও কমে যায়। কেরিয়ারে উন্নতি করতে করিশ্মা তার নাম থেকে H অক্ষরটি সরিয়ে নিয়েছেন।

আরও পড়ুন : বলিউডের এই ৯ সুন্দরী ছিলেন রণবীর কাপুরের প্রাক্তন প্রেমিকা

Suniel Shetty

আরও পড়ুন : ২০২৫ সালে বলিউডে পা রাখছে এই ৭ তারকা সন্তান

৬. সুনীল শেট্টি : একই কারণে সুনীল শেট্টিও তার নাম Sunil থেকে Suniel করে নিয়েছেন। আসলে কেরিয়ারের শুরুতে তিনি বেশ ভালই সফলতার মুখ দেখছিলেন। তারপর বেশ কয়েক বছর তিনি ইন্ডাস্ট্রি থেকে সরে যান। তারপর আবার যখন বলিউডে তিনি ফেরেন তখন জ্যোতিষীর পরামর্শে নিজের নামটাও বদলে ফেলেছিলেন।

আরও পড়ুন : জুন মালিয়ার আসল নাম কী? ডিভোর্সের পরও কেন ব্যবহার করেন স্বামীর পদবী?

৭. বিবেক ওবেরয় : বিবেক ওবেরয় কেরিয়ারের জন্য নামের বানান Vivek থেকে Viveik করেছেন। ঐশ্বর্য রাইয়ের সঙ্গে সম্পর্কে জড়ানোতে সালমানের চোখের কাঁটা হয়ে তিনি বলিউডে টিকতে পারেননি। যদিও তাতে তিনি খুব বেশি সুবিধা করতে পেরেছেন এমন নয়।