নেই কোন গডফাদার! ছোট শহর থেকে এসে বলিউড কাঁপাচ্ছেন এই তারকারা

শুধু নেপোটিজম নয়, বলিউডের বাইরে থেকেও ইন্ডাস্ট্রিতে এমন অনেক অভিনেতার আবির্ভাব হয়েছে যারা সত্যিই যোগ্য। ছোট ছোট শহর থেকে উঠে এসেছেন তারা। গডফাদার ছাড়াই নিজের প্রতিভায় আর তারা বলিউডের এক একজন তারকা। তারা প্রমাণ করেছেন প্রতিভা এবং পরিশ্রম দিয়েও বলিউড জয় করা যায়। কারা রয়েছেন এই তালিকায়? দেখে নিন এক নজরে।

১. আলি ফজল : ফুকরে, মির্জাপুরের মত সিনেমা এবং ওয়েব সিরিজের দৌলতে আলি ফজল দর্শকদের খুবই পছন্দের একজন অভিনেতা। তিনি লখনৌ থেকে এসেছিলেন মুম্বাইতে। এখন শুধু বলিউড নয় হলিউডেও রয়েছে তার অবাধ যাতায়াত। তাকে ফাস্ট এন্ড ফিউরিয়াস ৭ এবং ভিক্টোরিয়া এন্ড আব্দুল সিনেমাতে অভিনয় করতে দেখেছে গোটা দুনিয়া।

Irrfan Khan

২. ইরফান খান : ইরফান খানের জন্ম হয় রাজস্থানের একটা ছোট্ট শহরে। বলতে গেলে তিনি বলিউড ইন্ডাস্ট্রিতে আউটসাইডার। কিন্তু মকবুল, স্ল্যামডগ মিলিয়ানিয়ার, দ্য লাঞ্চ বক্সের তিনি তার প্রতিভা প্রমাণ করেছেন। আবার লাইফ অফ এ পাই এর মত বিদেশি সিনেমাতেও ইরফান খান অভিনয় করেছিলেন।

৩. পঙ্কজ ত্রিপাঠী : বিহারের একটা চাষী পরিবারের ছেলে আকাশ ছোঁয়ার স্বপ্ন পূরণ করেছে। মির্জাপুর, গ্যাংস অফ ওয়াসিপুর, স্ত্রী এর মত অসংখ্য সিনেমা এবং ওয়েব সিরিজে তার কাজ দর্শকদের মন ছুঁয়ে গেছে। সিনেমার পাশাপাশি রিয়েল লাইফেও পঙ্কজ ত্রিপাঠীর ভদ্র, মার্জিত ব্যবহার দর্শকরা খুব পছন্দ করেন।

Manoj Bajpayee

৪. মনোজ বাজপেয়ী : মনোজেরও জন্ম হয়েছে বিহারে। প্রথম প্রথম বলিউডে ছোটখাটো পার্শ্ব চরিত্রে অভিনয় করতেন তিনি। কিন্তু এখন তিনি ইন্ডাস্ট্রির একজন দাপুটে অভিনেতা। দ্য ফ্যামিলি ম্যান থেকে আলিগড়, বিভিন্ন সিনেমা এবং ওয়েব সিরিজে অভিনয় করে জাত চিনিয়েছেন মনোজ বাজপেয়ী।

৫. জয়দীপ আহলাওয়াত : পাতাল লোক, মহারাজ, জানে জান এর মত সিনেমা এবং ওয়েব সিরিজে অভিনয় করেছেন জয়দীপ। তার জন্ম হয়েছিল হরিয়ানাতে।

Rajkumar Rao

৬. রাজকুমার রাও : রাজকুমারও হরিয়ানাতেই জন্মেছেন। মুম্বাইতে এসে কুইন, নিউটন, স্ত্রীয়ের মত একের পর এক সিনেমাতে তার দুর্দান্ত অভিনয় দর্শকদের মন কেড়ে নিয়েছে।

৭. সোহুম শাহ : তুমবাদ, শিপ অফ থিসিস, তলাশের মত একটার পর একটা মাস্টারপিস সিনেমাতে অভিনয় করেছেন সোহুম।‌ তার জন্ম হয়েছিল রাজস্থানে।

আরও পড়ুন : দীপিকা, আলিয়া নন! বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী কে?

Nawazuddin Siddiqui

আরও পড়ুন : ২০২৫ সালে বলিউডের সেরা ১০ সুন্দরী কারা? এক নজরে দেখুন তালিকা

৮. নওয়াজুদ্দিন সিদ্দিকি : উত্তরপ্রদেশে জন্মেছিলেন নওয়াজুদ্দিন। তারপর বছরের পর বছর তিনি মুম্বাইতে থেকে স্ট্রাগল করেছেন। গ্যাংস অব ওয়াসিপুর, সেক্রেড গেমস, দ্য লাঞ্চ বক্সের মত একটার পর একটা সিনেমা তাকে জনপ্রিয় করে তুলেছে।

৯. বিনীত কুমার সিং : মুক্কাবাজ সিনেমার অভিনেতা বিনীতের জন্ম হয়েছে বারাণসীতে। তাকে সম্প্রতি ভিকি কৌশলের সঙ্গে ছাবা সিনেমাতে সম্ভাজির অনুগত কবির চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে।