জ্যোতিষের কথায় ওঠেন-বসেন! অ্যাস্ট্রোলজি মেনে চলেন বলিউডের এই তারকারা

বলিউড ইন্ডাস্ট্রিতে ভাগ্য বড় বালাই। এই ভাগ্য কখনও কোনও অতি সাধারণকে তারকা বানাতে পারে আবার তারকাকেও নামিয়ে আনতে পারে কঠিন বাস্তবে। জিরো থেকে হিরো, আবার হিরো থেকে জিরো, এমনটা চলতেই থাকে এই ইন্ডাস্ট্রিতে। তাই ভাগ্যকে নিজের মুঠোয় রাখতে বড় বড় তারকারা ছোটেন অ্যাস্টোলজারদের কাছে। সফলতার সিঁড়ি বেয়ে উপরে উঠতে তারা ভরসা রাখেন জ্যোতিষে। কারা রয়েছেন এমন তালিকায়? দেখে নিন এক নজরে।

সালমান খান : এই তালিকায় সবার প্রথমে রয়েছেন সালমান খান। সালমান বরাবরই জ্যোতিষে বিশ্বাসী। জীবনে যে কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি জ্যোতিষীদের সঙ্গে আলোচনা করে নেন। বিশেষ করে কোন দিনে ছবির মুক্তি হলে ভালো চলবে এই ব্যাপারে তিনি পরামর্শ নিয়ে নেন। এমনকি জ্যোতিষ মানেই নিজের ছবির নাম নির্বাচন করেন তিনি। তিনি শুধু একা নন তার গোটা পরিবারও জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাস করেন।

Amitabh Bachchan

অমিতাভ বচ্চন : অমিতাভ বচ্চনও জীবনে বহুবার জ্যোতিষীদের পরামর্শ মেনে চলেছেন। তিনিও ছবি মুক্তির আগে জ্যোতিষীদের পরামর্শ নিতেন। তিনি এটা বিশ্বাস করেন যে ব্রহ্মাণ্ডের গ্রহ নক্ষত্রের প্রভাব মানুষের জীবনে পড়ে।

একতা কাপুর : জিতেন্দ্র কন্যা তথা বলিউডের প্রখ্যাত পরিচালক একতা কাপুরও জ্যোতিষে বিশ্বাস করেন। জীবনের যেকোনও পদক্ষেপ নেওয়ার আগে একতা জ্যোতিষীদের পরামর্শ নিয়ে নেন। আর এভাবেই নাকি তার প্রত্যেকটা সিরিয়াল হিট হয়েছে। শোনা যায় জ্যোতিষীরা তাকে বলেছিলেন তার সিরিয়ালের নামের অক্ষর যদি ‘ক’ দিয়ে শুরু হয় তাহলে তিনি সফলতা পাবেন। সেই থেকে একতার প্রত্যেকটা সিরিয়ালের নাম শুরু হয়েছে ক দিয়ে।

Kangana Ranaut

কঙ্গনা রানাওয়াত : এমনিতে কঙ্গনা খুবই সাহসী। কিন্তু তিনি তার সফলতার জন্য বরাবর জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাস রেখেছেন। কঙ্গনা একথা স্বীকার করেন তার সাফল্যের অর্ধেক কৃতিত্ব নাকি জ্যোতিষীদের।

শিল্পা শেট্টি : শিল্পা শেট্টিও প্রচন্ড ভরসা করেন জ্যোতিষ শাস্ত্রে। তার জীবনে অনেক চড়াই-উৎরাই এসেছে। জ্যোতিষীদের পরামর্শ নিয়ে নাকি তিনি প্রত্যেকবার জীবনযুদ্ধে জয়লাভ করেছেন। জ্যোতিষীদের পরামর্শে তিনি জীবনে শান্তি এবং সমতা খুঁজে পান।

আরও পড়ুন : ২০২৫ সালে বলিউডের সেরা ১০ সুন্দরী কারা? এক নজরে দেখুন তালিকা

Ranbir Kapoor

আরও পড়ুন : নেই কোন গডফাদার! ছোট শহর থেকে এসে বলিউড কাঁপাচ্ছেন এই তারকারা

রণবীর কাপুর : রণবীর কাপুর বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করতে ভালোবাস। বিশেষ করে জ্যোতিষ শাস্ত্র তার আগ্রহের একটি বিষয়। তিনিও তার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে জ্যোতিষীদের পরামর্শ নিয়ে নেন‌। মনে মনে তিনি জ্যোতিষে ঘোর বিশ্বাসী।