পুষ্পা রাজ খতম, দেবও ফেল! ইতিহাস গড়লো এই বাংলা সিনেমা, লিখল নতুন রেকর্ড

৫০০ কোটির পুষ্পা ২ সিনেমাকেও পেছনে ফেলে দিল ৪ কোটির এই বাংলা সিনেমা। না, দেবের খাদান নয়। টানা ৭০ দিন ধরে সিনেমা হলে রমরমিয়ে চলছে এই শিবপ্রসাদ মুখার্জী এবং নন্দিতা সেনের বহুরূপী। তাও আবার সগর্বে। এমনকি ৭০ দিন পেরিয়ে যাওয়ার পরেও সিনেমা হলগুলো হাউসফুল। বাংলা সিনেমাতে ইতিহাস গড়ে ফেলল এই বহুরূপী (Bohurupi)।

গোটা দেশ যেখানে পুষ্পা ঝড়ে কাঁপছে, সেখানে ৭০ দিন পেরিয়েও জয়ের ধারা অব্যাহত বহুরূপীর। মুক্তির ৬৮তম দিনে ১৭.২৫ কোটি টাকা আয় করেছে এই সিনেমা। বহুরূপী বাংলার সর্বোচ্চ আয়ের সিনেমার রেকর্ড গড়েছে। শুধু সর্বোচ্চ আয় নয়, মুক্তির পর এতদিন পেরিয়ে গেলেও এই বাংলা সিনেমা এখনও হলে রাজত্ব করছে। এটাও কম বড় কথা নয়।

Bohurupi

দর্শকদের থেকে এত ভালবাসা পেয়ে আপ্লুত শিবপ্রসাদ। বহুরূপীর এমন সাফল্য দেখে তিনি তার পরবর্তী সিনেমা আমার বস এর মুক্তিও পিছিয়ে দিয়েছেন। ক্রিসমাসে মুক্তি পাওয়ার কথা ছিল এই সিনেমার। গল্প ভালো হলে দর্শকরা যে ঠিকই সিনেমা হলে ছুটে এসে বাংলা সিনেমার পাশে দাঁড়ান, আরও একবার তা প্রমাণ করে দিল বহুরূপী। সংবাদ মাধ্যমের কাছে তিনি বলেছেন, “বহুরূপী শুধু একটি সিনেমা নয়, এটি একটি অনুভূতি। তাই সবাই এত ভালবেসেছেন। এত দিন পরেও সিনেমা-হল দর্শকে ভর্তি থাকছে, এটা যেন স্বপ্নের মতো।”

আরও পড়ুন : কেন বাংলা ভাষায় মুক্তি পেল না পুষ্পা ২? অবশেষে প্রকাশ্যে এলো কারণ

Bohurupi

আরও পড়ুন : কেন এখন সিনেমা করেন না সুমিত গাঙ্গুলী? কোথায় হারিয়ে গেলেন বাংলা সিনেমার দুর্ধর্ষ ভিলেন

সোশ্যাল মিডিয়াতে বহুরূপীর সাফল্য নিয়ে তিনি লিখেছেন, “আজ বহুরূপীর ৭০তম দিন, আজকেও হাউসফুল, বুক-মাই-শোতে লাল হয়ে রয়েছে। এই ক্রিসমাসে আমাদের পরবর্তী ছবি ‘আমার বস’ মুক্তি পাওয়ার কথা ছিল। আমার পরিবেশক, রাজকুমার দামানী আমাকে বলেছিলেন, শিবুদা, বহুরূপী গোটা ডিসেম্বর মাস জুড়ে চলবে, “আমার বস” পিছিয়ে দিন। রাজকুমার দামানীর কথাই সত্যি হলো। ধন্যবাদ দর্শকদের, ধন্যবাদ সিনেমা হলের মালিকদের এত ভালোবাসা এত শুভেচ্ছা বহুরূপীকে দেওয়ার জন্য।” নন্দিতা রায়ও বলেছেন, “দর্শকরা ঠিকঠাক গল্প ভালবাসেন, বহুরূপী তার প্রমাণ। সবাই মিলে ছবিটি দেখতে যাচ্ছেন, এটা আমাদের কাছে দারুণ আনন্দের।”